For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Janmashtami 2023: জন্মাষ্টমীতে ভোগ নিবেদন করুন নিজের রাশি অনুযায়ী, পূরণ হবে মনের সব ইচ্ছা!

|

হিন্দু পঞ্জিকা অনুসারে, চলতি বছর ৬ ও ৭ সেপ্টেম্বর কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপিত হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। এই কারণেই প্রতি বছর জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের শিশুরূপের পুজো করা হয়। ছোট্ট গোপালের জন্মদিনে তাঁর জন্য পালকি, দোলনা সাজানো হয়। মাখন, মালপোয়া, তালের বড়া, তালের পায়েসের মতো শ্রীকৃষ্ণের পছন্দের নানা পদ তৈরি করে তাঁকে ভোগ দেওয়া হয় এ দিন।

janmashtami bhog as per your zodiac signs

জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, জন্মাষ্টমীতে যদি আপনি আপনার রাশি অনুসারে বাল গোপালকে ভোগ নিবেদন করেন, তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। জেনে নিন আপনার রাশি অনুযায়ী জন্মাষ্টমীতে গোপালকে কী নিবেদন করবেন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। লাল রং এই জাতকদের জন্য শুভ বলে মনে করা হয়। তাই এই রাশির জাতক জাতিকারা লাল রঙের পোশাক পরিয়ে সাজান গোপালকে। তারপর তাঁকে মাখন ও মিছরির ভোগ নিবেদন করুন।

বৃষ রাশি

বৃষ রাশি

কৃষ্ণ জন্মাষ্টমীর দিন বৃষ রাশির জাতকরা গোপালকে মাখন নিবেদন করুন। এতে আপনার সব সমস্যা কেটে যাবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা জন্মাষ্টমীতে কৃষ্ণকে চন্দনের তিলক পরান, তারপর দই নিবেদন করুন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই জন্মাষ্টমীরতে সাদা পোশাকে সাজান গোপালকে। তারপর দুধ ও কেশর নিবেদন করুন।

সিংহ রাশি

সিংহ রাশি

গোলাপী রঙের পোশাক পরান বাল গোপালকে। এর পর কপালে অষ্টগন্ধার তিলক পরিয়ে মাখন ও মিছরির ভোগ নিবেদন করুন।

কন্যা রাশি

কন্যা রাশি

জন্মাষ্টমীর দিন কন্যা রাশির জাতক জাতিকারা ভগবান শ্রীকৃষ্ণকে সবুজ বস্ত্র পরান। এর পর তাঁকে মাওয়া নিবেদন করুন।

তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকারা বাল গোপালকে গোলাপী রঙের পোশাক পরান। তারপর তাঁকে ঘি নিবেদন করুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

লাল পোশাকে সাজান ছোট্ট কৃষ্ণকে। তারপর মাখন বা দই নিবেদন করুন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ বস্ত্র পরান এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন।

মকর রাশি

মকর রাশি

নাড়ু গোপালকে নীল রঙের কাপড়ে সাজান মকর রাশির জাতক জাতিকারা। এর পর মিছরি নিবেদন করুন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নীল রঙের পোশাক পরান। তারপর বালুশাহী নিবেদন করুন।

মীন রাশি

মীন রাশি

জন্মাষ্টমীতে মীন রাশির জাতক জাতিকারা ভগবান কৃষ্ণকে পীতাম্বরী বস্ত্র এবং হলুদ রঙের কুণ্ডল পরান। এরপর ভোগে কেশর ও বরফি নিবেদন করুন।

English summary

Janmashtami 2023: What Bhog you can offer to Lord Krishna as per your zodiac signs

Janmashtami 2023: It is believed that any person who offers God 'bhog' as per their zodiac sign, gains good karma and blessings of the Lord.
X
Desktop Bottom Promotion