For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Jamai Sasthi 2022 : জামাইষষ্ঠী কেন পালন করা হয়? জেনে নিন এ বছরের তিথি ও শুভক্ষণ

|

কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই পয়লা বৈশাখ দিয়ে শুরু হয় বাঙালির পার্বণ, তারপর প্রতি মাসেই কোনও না কোনও উৎসব লেগেই থাকে। এর মধ্যে অন্যতম জনপ্রিয় পার্বণ হল জামাইষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে এই ব্রত পালন করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আদর-আপ্যায়ন করা এই ব্রতের রীতি। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। এককথায়, আদরের কন্যার সুখী দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালনীয় ব্রত জামাইষষ্ঠী।

Jamai Sasthi 2022

আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে জামাইষষ্ঠী কবে পড়েছে এবং এই উৎসবের বিশেষ কিছু রীতি-নীতি।

২০২২ সালের জামাইষষ্ঠীর তিথি ও শুভক্ষণ

২০২২ সালের জামাইষষ্ঠীর তিথি ও শুভক্ষণ

চলতি বছর জামাইষষ্ঠী পড়েছে ৫ জুন, রবিবার।

ষষ্ঠী তিথি আরম্ভ - ৪ জুন, শনিবার। বাংলার ২০ জ্যৈষ্ঠ, শনিবার।

সময় - রাত ১টা ০৭ মিনিটে।

ষষ্ঠী তিথি শেষ - ৫ জুন, রবিবার। বাংলার ২১ জ্যৈষ্ঠ, রবিবার।

সময় - রাত ২টো ২২ মিনিটে।

পুজোর নিয়ম ও রীতি-নীতি

পুজোর নিয়ম ও রীতি-নীতি

ষষ্ঠীপুজো উপলক্ষ্যে শাশুড়িদের সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করতে হবে। ঘটে জল ভরে তার ওপর আম্রপল্লব দিয়ে স্থাপন করতে হবে। সঙ্গে তালপাতার পাখাও রাখতে হবে। এই পুজোয় ১০৮টি দূর্বা ঘাস লাগে। করমচা ফল-সহ পাঁচ থেকে নয় রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখবেন। একটি সুতোয় হলুদ মাখিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে রাখুন। জামাই এলে তাঁকে বসিয়ে সুতোটা হাতে বেঁধে দিন। পাখার হাওয়া দিয়ে বলুন 'ষাট-ষাট-ষাট'।

জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মেয়ে-জামাইয়ের কল্যাণ কামনা করেন শাশুড়িরা। কপালে তেল-হলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করা হয়। ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। জামাইয়ের জন্য শাশুড়ি মায়েরা নিজের হাতে পঞ্চব্যাঞ্জন রান্না করেন। বিভিন্ন ধরনের মাছ, মাংস, মিষ্টির এলাহি আয়োজন থাকে। এছাড়াও, উপহার দেওয়ারও একটা পর্ব থাকে।

জামাইষষ্ঠীর গুরুত্ব

জামাইষষ্ঠীর গুরুত্ব

জামাইষষ্ঠী মূলত লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার উদ্ভব। ষষ্ঠীদেবী মাতৃত্বের প্রতীক। তাই মেয়ের মুখ দেখতে এবং মেয়ে-জামাইয়ের দ্রুত সন্তান লাভের কামনায় জামাইষষ্ঠীর উৎসব পালন করা হয়। বিশেষত যে পরিবারে সদ্য বিবাহিতা কন্যা রয়েছে সেই পরিবারে ঘটা করে এই পার্বণ পালন করা হয়।

English summary

Jamai Sasthi 2022 : Date, Time, Rituals, Puja Vidhi And Significance In Bengali

Jamai Sasthi 2022 : Date, Time, Rituals, Puja Vidhi And Significance. Read on.
Story first published: Saturday, June 4, 2022, 12:38 [IST]
X
Desktop Bottom Promotion