For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সরস্বতী পুজোয় কেন হলুদ রঙের পোশাক পরা হয়? জেনে নিন এর কারণ

|

সরস্বতী পুজো মানেই হলুদ পোশাক পরার দিন। সরস্বতী পুজো মানেই, সকাল সকাল স্নান সেরে সেজেগুজে মায়ের চরণে অঞ্জলি দেওয়ার ধুম। সারাটা দিন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে আনন্দে কাটানো। কিন্তু আপনি কি জানেন, সরস্বতী পুজোর দিন কেন হলুদ রঙের পোশাক পরা হয়? আসুন জেনে নেওয়া যাক এর আসল কারণ।

Importance of wearing yellow on saraswati puja

সরস্বতী পুজোয় কেন হলুদ রঙের পোশাক পরা হয়?

সরস্বতী পুজোর দিনটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। ধরা হয়, এই দিন থেকে শীত শেষ হয়ে বসন্ত কালের সূচনা হল। এই দিনটিতে হলুদ রঙকে শুভ হিসেবে বিবেচনা করার অনেকগুলি কারণ রয়েছে।

ষড়ঋতুর শেষ ঋতু হল বসন্ত। ঋতুরাজ বসন্তকে অন্যতম ভাগ্যবান মরসুম হিসেবে বিবেচনা করা হয় এবং এই কালকে প্রতীকায়িত করে বাসন্তী রং। আর, বাসন্তী ও হলুদ রং একে অপরের পরিপূরক। এই সময় উজ্জ্বল সূর্যের আলোয় প্রকৃতি ঝলমল করে ওঠে। বসন্ত কাল ঝলকানো তাপ, কঠোর শীত এবং ভারী বৃষ্টির মধ্যে ভারসাম্যতা মজায় রাখে। এই ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায়, তাজা ফল এবং ফুল ফোটে।

বাসন্তী বা হলুদ রং যে কোনও শুভকাজে শুভারম্ভের কথা ব্যক্ত করে। উজ্জ্বল হলুদ রঙ হল শক্তি, সমৃদ্ধি, ভাগ্য এবং ইতিবাচকতার প্রতীক। হলুদ রং আমাদের অন্তরাত্মাকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখে এবং মানসিকভাবেও আমাদের শক্তিশালী করে।

এছাড়াও বিশ্বাস করা হয় যে, বসন্ত পঞ্চমীতে সূর্যের 'উত্তরায়ণ' এর ফলে পৃথিবীর উপর আসা সূর্যের হলুদ রশ্মি সমৃদ্ধির ইঙ্গিত দেয় এবং আমাদেরকে সূর্যের মতো সতেজ হতে শেখায়। এটি বসন্ত পঞ্চমীতে হলুদ রঙকে খুব গুরুত্বপূর্ণ করে তোলে। এই কারণে বসন্তের প্রথম দিনটিতে এই রংয়ের পোশাক পরা হয়।

English summary

Saraswati Puja 2023: Importance of wearing yellow on saraswati puja

This year, Basant Panchami or Saraswati Puja will be celebrated on 05 February. On this day, men and women wear yellow-coloured clothes and worship Goddess Saraswati, the deity of learning. There are many reasons why yellow is considered auspicious on this day. Know more.
X
Desktop Bottom Promotion