For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাস্তুমতে আটটি দিকের গুরুত্ব

|

বাস্তু বিচার অতি প্রাচীন এক রীতি। যে কোনও বৈষয়িক কাজে এগোনের আগে, যেমন নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বাড়ির ভিতরের ঘরের পরিবর্তন, বাগান তৈরি, বা বাড়ির কোথায় কোন আসবাব রাখবেন- তার প্রতিটা ক্ষেত্রই বাস্তু মেনে এগোন অনেকেই। এবং এর সুফল পেয়েছে, এমনই দাবি অনেকের। কিন্তু বাস্তু শাস্ত্র বা বাস্তু চর্চা ঠিক কীভাবে হয়, তা জানেন না অনেকেই। জানলে তাঁদের পক্ষে বাস্তুবিদ্যার ব্যবহার আরও সহজ হয়, আরও প্রস্তুত হয়ে তাঁরা এই বিষয়ের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে যেতে পারেন। তাই তাঁদের বলা, বাস্তুশাস্ত্রর ভিত্তি আটটি দিক। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈর্ঋত, অগ্নি এবং বায়ু। বাস্তু মতে, এই প্রতিটি দিকের আলাদা আলাদা গুরুত্ব, আলাদা ভূমিকা। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলো।

eight directions

১। উত্তর (north):

শাস্ত্র মতে, এটা কুবেরের দিক। অর্থাৎ ধণসম্পত্তির প্রতিপত্তির দিক। বাড়ির এই দিকটায় ব্যবসার অফিস করুন। অফিস ভাড়া নিলে বিল্ডিং-এর উত্তর দিকে নিন। সিন্দুক বা টাকা রাখার জায়গা বাড়ির উত্তরে করুন। এই দিকে শৌচালয় বানাবেন না।

২। পূর্ব (east):

এটা দেবরাজ ইন্দ্র দিক। বাস্তুমতে, নতুন কিছু এ দিকে মুখ করে শুরু করতে পারে। পড়ার ঘর, পুজোর ঘর, কাজের ঘর এদিকে মুখ করা হতে পারে। সিন্দুক এদিকে মুখ করে খুললে ভালো। শৌচালয়, স্নানঘর এদিকে বানাবেন না। এদিকে খানিক খোলা জায়গা থাকলে বাড়ির প্রধানের আয়ু বৃদ্ধি হয়।

৩। পশ্চিম (west):

এটা বরুণের দিক। এদিকে শুভ কিছু রাখার দরকার নেই। সিঁড়ি বা জলের ট্যাংক এদিকে বানাতে পারেন। স্টোর বা জঞ্জাল রাখার জায়গা বাড়ির এদিকে করুন।

৪। দক্ষিণ (south):

এটা বাস্তুমতে ভয়ের দিক, কারণ এটি যমের দিকয়। এদিকেও সিঁড়ি বা জলের ট্যাংক রাখুন। বাড়ির গুরুত্বপূর্ণ কিছু এদিকে বানাবেন না। খাবারের টেবিল বা খাবার ঘর যেন কোনওভাবেই না এই দক্ষিণ অভিমুখে হয়।

৫। ঈশান (north-east):

ঈশান মহাদেবের দিক। এই দিকটি বাড়ির জন্য খুবই শুভ। এদিকে কিছুটা ফাঁকা জায়গা রাখুন। তাতে বাড়ির উপকার হবে। এই দিকটি বংশ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এদিকে গণ্ডগোল হলে বংশবৃদ্ধির ক্ষেত্রেও সমস্যা হয়।

৬। অগ্নি (south-east):

এটা অগ্নিদেবের দিক। এদিকের বৈশিষ্ট্য বাস্তুমতে, যৌক্তিকতা। তাই এদিকে স্নানাগার, শৌচালয়ের মতো কিছু রাখবেন না। শক্তি উৎপাদন করে এমন জিনিস এদিকে রাখতে পারেন। টেলিভিশন, ব্যাটারি, ইনভারটার, রুম হিটার এদিকে রাখতে পারেন।

৭। নৈর্ঋত (south-west):

নৈর্ঋত শব্দের অর্থ দানব। এই দিকটি আপনার জীবন থেকে দানবদের রক্ষা করে। এদিকে দামী সামগ্রী রাখতে পারেন। সেগুলো রক্ষা পাবে। জলের ট্যাংক এই দিকে রাখবেন না।

৮। বায়ু (north-west):

এটা বায়ু বা পবন দেবের দিক। ভালো স্বাস্থ্য বা দীর্ঘজীবন দিতে পারে এই দিক। কিন্তু এই দিকটা পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খুব দরকারি। এদিকে যেন কোনওভাবেই মাস্টার বেডরুমটি না হয়। খাবার ঘরও এদিকে করা ঠিক নয়। এদিকে বাড়ির কোনও বৃদ্ধি যেন না হয়, তাতে শত্রুর সংখ্যা বাড়তে পারে।

Read more about: life
English summary

importance of eight directions according to vastu shastra

Vaastu Shastra, one of the most ancient doctrines of Indian civilization, deals with the science of architecture and designing.
Story first published: Friday, January 4, 2019, 10:31 [IST]
X
Desktop Bottom Promotion