For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শ্রাবণ মাসে চার সোমবার শিবের পুজো করলে উপকার তো মেলে কিন্তু কীভাবে করতে হবে দেবের পুজো?

আপনার তালুতে উপস্থিত আয়ুর রেখা যদি ছোট হয়, তাহলে প্রতি সোমবার, বিশেষত শ্রাবণ মাসচলাকালীন দুর্বা ঘাস দিয়ে দেবের আরাধনা করলে দারুন ফল মেলে।

|

সিংহভাগ বাঙালি মহিলাই পরিবারের সুখ-সান্তি বজায় রাখতে এবং আরও সব উপকার পেতে শ্রাবণ মাসে চার সোমবার শিবের পুজো করে থাকেন। কিন্তু বেশিরভাগই ঠিক ঠিক নিয়ম মেনে দেবের অরাধনা বা পুজো করেন না। তাই তো এত উপোস এবং পুজো-অর্চনার পরেও সেভাবে ফল মেলে না। আর সেকথা মাথায় রেখেই তো শ্রাবণ মাসের শেষ সোমবারের দেবের পুজো কীভাবে করতে হবে, সেই নিয়মগুলি সম্পর্কে জানাতে চলেছি। আজ যদি এই সব নিয়মগুলি মেনে পুজো করতে পারেন, তাহলে দেব এতটাই প্রসন্ন হবেন যে নানাবিধ উপকার মিলতে দেখবেন সময় লাগবে না। তাই তো বলি বন্ধু, এক্ষুনি লেখাটি পড়ে ফেলুন এবং আপনার পরিচিত যারা আজ উপোস করে দেবের পুজো করতে চলেছেন, তাদেরও পড়তে বলুন। দেখবেন ফল পাবেই পাবেন!

প্রসঙ্গত, হিন্দু শাস্ত্রে মতে শ্রাবণ মাসে শিবের ক্ষমতা প্রায় ১০৮ গুণ বেড়ে যায়। তাই তো এই সময় উপোস এবং বিশেষ পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কারণ এসময় সর্বশক্তিমানকে একবার প্রসন্ন করতে পারলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে যেমন সময় লাগে না, তেমনি জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও বাঁধা সরে যেতেও সময় লাগে না। মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন অর্থনৈতিক সমস্যা মিটে যায়, খারাপ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না, পরিবারে সুখ-শান্তি বজায় থাকে এবং হঠাৎ করে কোনও বিপদ ঘটার আশঙ্কা যায় কমে।

এখন প্রশ্ন হল কী কী নিয়ম মেনে দেবাদিদেবের আরাধনা করলে এইসব উপকার মিলতে পারে? প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে বিষয়গুলি মাথায় রাখার প্রয়োজন রয়েছে, সেগুলি হল...

১. আকি চক্রকে অ্যাকটিভ করতে হবে:

১. আকি চক্রকে অ্যাকটিভ করতে হবে:

দেবের পুজো শুরু করার আগে একেবারে প্রথম কাজ হবে দেবের ছবি বা মূর্তির সামনে বসে চোখ বন্ধ করে এক মনে দুচোখের মাঝের অংশ, যেখানে আকি চক্র থাকে, সেই অংশে এক মনে ফোকাস করতে হবে। এমনটা করলে বিশেষ এই চক্রটি অ্যাকটিভ হবে। এই সময় এক মনে দেবের নাম নিলে আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা এতটা বেড়ে যাবে যে সুফল মিলতে সময় লাগবে না।

২. অভিষেক স্নানের পালা:

২. অভিষেক স্নানের পালা:

অকি চক্রকে অ্যাকটিভ করার পরের ধাপ হল গঙ্গা জল দিয়ে দেবকে ভাল করে স্নান করাতে হবে। আর যদি আপনার ঠাকুর ঘরে শিব ঠাকুরের মূর্তির পরিবর্তে ছবি থাকে, তাহলে পরিষ্কার একটা কাপড়, গঙ্গা জলে চুবিয়ে সেই কাপড় দিয়ে ছবিটা ভাল করে পরিষ্কার করে নিতে হবে। আসলে এমনটা বিশ্বাস করা হয়, যে কোনও দেব-দেবীর আরাধনা করার সময় যদি তাঁর ছবি বা মূর্তি পরিষ্কার করে নেওয়া না হয়, তাহলে খারাপ শক্তির মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে। ফলে ঘন্টার পর ঘন্টা পুজো করেও কিন্তু সুফল মেলে না।

৩. পঞ্চমৃত:

৩. পঞ্চমৃত:

এবার দুধ, দই, ঘি এবং মধু মিশিয়ে পঞ্চমৃত বানিয়ে ফেলুন। তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হল এই প্রসাদটি বানানোর সময় ভুলেও তাতে চিনি দেবেন না যেন! তবে যদি ইচ্ছা করে তাহলে অল্প করে গুড় দিতে পারেন।

৪. কাপড়:

৪. কাপড়:

এমনটা বিশ্বাস করা হয় যে দেবের অরধানা করার যদি নতুন কোনও কাপড় তার সামনে রেখে পুজো শুরু করা হয়, তাহলে দেব বেজায় প্রসন্ন হন। প্রসঙ্গত, এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখা একান্ত প্রয়োজন, তা হল সাদা রঙের সুতো দেবের সামনে রেখে পুজো করে যদি হাতে পারতে পারেন, তাহলে কোনও বিপদ ঘটার আশঙ্কা একেবারে কমে যায়।

৫. ফুল, চন্দন এবং সুগন্ধি:

৫. ফুল, চন্দন এবং সুগন্ধি:

এবার দেবের সারা শরীরে ভাল করে চন্দন লেপে তার সামনে ফুল পরিবেশন করে অল্প করে সুগন্ধি ছড়িয়ে দেবেন। কারণ সারা বাড়ি এবং ঠাকুর ঘর সুন্দর গন্ধে ভরে উঠলে খারাপ শক্তির প্রভাব কমতে থাকবে, বাড়তে থাকবে শুভ শক্তির মাত্রা। ফলে গৃহস্থে পবিত্রতার ছোঁয়া লাগবে। আর পবিত্র স্থানই তো দেবের স্থান, তাই না!

৬. ধূপ-ধুনো জ্বালান:

৬. ধূপ-ধুনো জ্বালান:

দেবকে সাজানোর পর ধুপ-ধুনো জ্বালিয়ে মনে মনে কম করে ১০৮ বার "ওম নমঃ শিবায়", এই মন্ত্রটি জপ করা শুরু করুন। ইচ্ছা হলে "ওম রুদ্রায় নমহঃ" মন্ত্রটিও জপ করতে পারেন।

৭. সবশেষে:

৭. সবশেষে:

মন্ত্রচ্চারণ করে দেবের অরাধনা করার পর আরতি করে শেষ করতে হবে পুজো। এরপর সাতবার শিব ঠাকুরের ছবি বা মূর্তিকে প্রদক্ষিণ করতে করতে মনের ইচ্ছা জানাতে হবে সর্বশক্তিমানকে।

বিশেষ পুজা:

বিশেষ পুজা:

উপরে আলোচিত নিয়মগুলি মেনে পুজো করার পাশিপাশি আরও বেশ কিছু নিয়ম আছে, যা মানলে আরও একাধিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন...

১. আপনার তালুতে উপস্থিত আয়ুর রেখা যদি ছোট হয়, তাহলে প্রতি সোমবার, বিশেষত শ্রাবণ মাসচলাকালীন দুর্বা ঘাস দিয়ে দেবের আরাধনা করলে দারুন ফল মেলে। এক্ষেত্রে আয়ু তো বাড়েই, সেই সঙ্গে রোগ-ব্যাধিও দূরে পালায়। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে দুর্বা ঘাস দিয়ে শিব ঠাকুরের পুজো করলে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না।

২. শত চেষ্টা করেও বাবা-মা হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না? কোনও চিন্তা নেই বন্ধু, প্রতি সোমবার ধুতরো ফুল নিবেদন করে দেবের পুজো করুন। দেখবেন মনের ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না।

৩. গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠুক, সেই সঙ্গে কর্মক্ষেত্রে চরম সফলতার স্বাদ পেতে দেবের অরাধনা করার সময় সাদা চন্দন শিব ঠাকুরের ছবি বা মূর্তিতে লাগাতে ভুলবেন না যেন!

৪. জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে সূর্যাস্তের পর দেবকে জল এবং দুধ পরিবেশ করুন। দেখবেন উপকার পাবেই পাবেন!

Read more about: ধর্ম
English summary

How to Worship Shiva during shravan molnth

Shiva can help get rid of every problem that a person goes through. In this season of "Saawan", the effects of praying to Shiva are amplified. Learn how to please Shiva for various issues you may be having.
Story first published: Monday, August 13, 2018, 11:13 [IST]
X
Desktop Bottom Promotion