Just In
- 3 hrs ago
তরমুজ খেয়ে খোসা ফেলে দেন? ওই খোসা দিয়ে বানাতে পারেন চমৎকার স্বাদের মোরব্বা!
- 5 hrs ago
রোজ দাঁত মাজুন নিম ডাল দিয়ে, দূর হবে দাঁত ও মাড়ির সকল সমস্যা!
- 11 hrs ago
Jagannath Rath Yatra 2022 : রথযাত্রা কবে পড়েছে? জেনে নিন তিথি, শুভক্ষণ ও এই উৎসবের গুরুত্ব
- 19 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ২৮ জুনের রাশিফল
Holi 2022 : বসন্ত উৎসবে রাশি অনুযায়ী রং খেলুন, জেনে নিন কোন রং আপনার জন্য শুভ
দোল পূর্ণিমার আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর দোল বা হোলি মানেই রং ও আবির লাগিয়ে শত্রুতা ভুলে সকলকে আপন করে নেওয়া। ছোটো-বড় সকলেই একে অপরের গায়ে রং লাগিয়ে আলিঙ্গন ও মিষ্টিমুখের মাধ্যমে উৎসবের শুভেচ্ছা জানায়। এই উৎসবটি সকলের মধ্যে ভ্রাতৃত্ব, ভালবাসা এবং সুখের বার্তা ছড়িয়ে দেয়।
ফাল্গুন পূর্ণিমায় প্রায় গোটা দেশজুড়েই রঙের উত্সব উদযাপিত হয়। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা - হাজারো রঙের মেলা বসে। নানান রঙে রঙিন হয়ে ওঠে চারিদিক। তবে সবার জন্য কিন্তু সব রং নয়। এবারের দোল খেলুন আপনার রাশি মেনেই। আসুন জেনে নেওয়া যাক, কোন রাশির জন্য কোন রঙ শুভ।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের লাল, কমলা ও হলুদ রং দিয়ে হোলি খেলা শুভ হবে। তবে ভুলেও নীল ও সবুজ রং ব্যবহার করবেন না।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা এ বছর সবুজ, নীল ও সিলভার রং দিয়ে হোলি খেলতে পারেন। লাল, হলুদ ও কমলা রং দিয়ে হোলি খেলবেন না।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের এ বছর সবুজ ও সিলভার রং দিয়ে হোলি খেলা শুভ। তবে লাল এবং কমলা রং নিয়ে খেলবেন না।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকারা হলুদ ও সিলভার রং দিয়ে হোলি খেলুন। কালো এবং নীল রং ব্যবহার করবেন না।

সিংহ রাশি
লাল, কমলা এবং হলুদ রং দিয়ে হোলি খেলা শুভ। সবুজ এবং নীল রং এড়িয়ে চলাই ভাল।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা এই হোলিতে সবুজ ও সিলভার রং ব্যবহার করুন। কিন্তু ভুলেও লাল বা কমলা রঙ লাগাবেন না।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সিলভার রং শুভ। এর সঙ্গে নীল ও সবুজ কালারও ব্যবহার করতে পারেন। তবে লাল, হলুদ বা কমলা রং ব্যবহার করবেন না।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জন্য হোলিতে লাল, হলুদ, কমলা ও সিলভার কালার ব্যবহার করুন। নীল রং এড়িয়ে চলুন।

ধনু রাশি
এই বছর ধনু রাশির জাতক জাতিকারা হলুদ, কমলা এবং লাল রং দিয়ে হোলি খেলতে পারেন। নীল রং ব্যবহার করবেন না।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের জন্য নীল রং খুবই শুভ। এর সঙ্গে আপনি কালো এবং সবুজ রং দিয়ে হোলি খেলতে পারেন। তবে লাল, হলুদ ও কমলা রং ব্যবহার না করাই ভাল।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নীল, সবুজ ও কালো রং খুবই শুভ। কমলা, হলুদ এবং লাল রং দিয়ে হোলি না খেলাই ভাল।

মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা হলুদ ও কমলা রং নিয়ে হোলি খেলতে পারেন। তবে নীল, কালো ও সবুজ রং একেবারেই ব্যবহার করবেন না।