For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ক্রিসমাস ক্যারোলের ইতিহাস কি আপনি জানেন?

By Lekhaka
|

"সেই সময় হটাৎ দেবদূতের আগমন, স্বর্গীয় কর্তাবৃন্দরা ঈশ্বরের প্রশংসা করতে করতে বললেন, স্বর্গে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে"(লূক 2: 13-14)| কথিত আছে যে, যিশুর জন্ম সঙ্গীতের সঙ্গে পালিত হয়েছিল|

প্রথম শতাব্দী থেকেই ক্রিস্টানদের মধ্যে দেবদূতের ঐতিহ্য অব্যাহত; আজও, সারা বিশ্বের মানুষের দরজায় দরজায় এই ঋতু সম্বন্ধীয় আনন্দের স্তবগান ও ক্যারোল গেয়ে বেড়ানো হয়|

ক্রিসমাস ক্যারোলের ইতিহাস

129 খ্রিস্টাব্দের আগে থেকেই বড়দিন পালনের জন্য বিশেষভাবে লেখা গানের ঐতিহাসিক রেকর্ড আছে| এই ক্রিসমাস গানগুলি প্রাথমিকভাবে ল্যাটিনে রচিত হয়েছিল, ক্যারোল নয় তবে স্তবগান বলা হত|

তাহলে, খ্রিষ্টমাস ক্যারোল কি? ক্রিসমাস ক্যারোলকে নোয়েলও বলা হয়| ক্রিসমাসের থিমের উপর ভিত্তি করে লেখা গানগুলি, ঐতিহ্যগতভাবে বড়দিনে গাওয়া হয়ে থাকে| ক্রিসমাস ক্যারোল ইউরোপে হাজার বছর আগে প্রথম গাওয়া হয়, কিন্তু সেগুলি ঠিক ক্যারোল বলা যায় না| এইগুলি পৌত্তলিক গান ছিল, যা দক্ষিণায়ন(উইন্টার সলস্টিস)উদযাপনের সময়ে মানুষ বৃত্তাকার পাথরের চারিপাশে নেচে নেচে গাইতেন|

ক্যারোল কোথায় গাওয়া হত? এগুলি সাধারণত চার্চের বদলে বাড়িতেই গাওয়া হত| ভ্রমণ গায়ক বা বাউলরা এই ক্যারোল গান গাওয়া শুরু করেন এবং যেখানেই তারা ভ্রমণ করতেন সেখানকার স্থানীয় লোকেদের জন্য গানের কথা পরিবর্তন করতেন| সেইজন্য, কালক্রমে ক্যারোল যা ল্যাটিন ভাষায় ছিল, পরে সারা বিশ্বে ছড়াবার সাথে সাথে অনেক ভাষায় রূপান্তরিত হয়|

কারা এই ক্রিসমাস ক্যারোলস গেয়েছিলেন? এই ক্যারোলস জনপ্রিয় হয়ে ওঠার আগে, 'ওয়েটস' নামক সরকারি সংকীর্তন গায়করা এই গান গাইতেন, কারণ তারা শুধুমাত্র ক্রিসমাস ইভেই এই গান গাইতেন| এই ওয়েটসদের, ওয়েটনাইট বা ওয়াচনাইটও বলা হত কারণ, মনে করা হয়ে থাকে যে এরা, সেই সকল মেষপালক যারা মেষ দেখভাল করছিলেন যখন দেবদূতের আগমন হয়েছিল|

Read more about: বড়দিন christmas
English summary

ক্রিসমাস ক্যারোলের ইতিহাস কি আপনি জানেন?

"And suddenly there was with the angel, a multitude of the heavenly host praising God, and saying, Glory to God in the highest, and on earth peace, good will toward men." (Luke 2:13-14). It is said that the birth of Jesus was celebrated with music.
X
Desktop Bottom Promotion