For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Krishna Janmashtami: প্রিয়জনদের এই মেসেজগুলি পাঠিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান

|

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই উপলক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। এই বছর ৬ ও ৭ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে। তাই, হিন্দু-ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এইদিন গোপাল পুজোর আয়োজন করা হয়।

Krishna Janmashtami Wishes

মথুরায় মাতা দেবকী ও পিতা বাসুদেবের সন্তান হিসেবে জন্ম নেন শ্রীকৃষ্ণ। কিন্তু, তাঁর মামা কংস ছিলেন খুব অত্যাচারী রাজা। তাই, মামার হাত থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণের জন্মের রাতেই তাঁর পিতা বাসুদেব তাঁকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা যশোদা ও পিতা নন্দ-র কাছে রেখে আসেন। সেখানেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ। ছোটোবেলায় তাঁকে সবাই আদর করে গোপাল বলে ডাকত। তিনি গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলেছিলেন বলে তাঁর আর এক নাম গোবর্ধন। এ বার আপনার প্রিয়জনদের এই মেসেজগুলি পাঠিয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।

১)

১)

উপহারটি তখনই নির্ভেজাল হয়

যখন এটি হৃদয় থেকে সঠিক ব্যক্তিকে

সঠিক সময়ে এবং সঠিক জায়গায় দেওয়া হয়,

এবং যখন আমরা এর বিনিময়ে কিছু আশা করি না।

শুভ জন্মাষ্টমী

২)

২)

এইদিন ভালবাসার ও ভাগ্যের দিন

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন

তিনি একজন প্রেমিক ও বন্ধু

শুভ জন্মাষ্টমী

৩)

৩)

ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে

আপনার জীবনের পথ দেখিয়েছেন,

মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে

তিনি অর্জুনকে পথ দেখিয়েছিলেন,

ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আপনার মঙ্গল করুন

শুভ জন্মাষ্টমী

৪)

৪)

যদা যদাহি ধর্মস্য

গ্লানি ভবতি ভারত,

অভ্যূত্থানম অধর্মস্য

তদাতনং সৃজাম্যহম

শুভ জন্মাষ্টমী

৫)

৫)

রাধার প্রেম,

বাঁশির মিষ্টি সুর,

মাখনের স্বাদ,

গোপিনীদের লীলা,

এগুলির সমন্বয়ে সুন্দর হয়ে উঠুক জন্মাষ্টমী।

শুভ জন্মাষ্টমী

৬)

৬)

হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়ালাল কি

শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি ও শুভেচ্ছা

৭)

৭)

জগৎবাসীকে রক্ষা করার জন্য

এক আঙুলের ওপর পর্বত উঠিয়েছিলেন যিনি,

সেই কানহাইয়াকে মনে করার জন্য এল জন্মাষ্টমী

শুভ জন্মাষ্টমী

৮)

৮)

এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ

আপনার সমস্ত চিন্তা, ভাবনা ও উদ্বেগ চুরি করে

আপনাকে সমস্ত ভালবাসা দিক

শুভ জন্মাষ্টমী

৯)

৯)

আপনার দরজায় পড়ুক শ্রীকৃষ্ণের পদধূলি,

তাঁর জন্য আপনি খুশির প্রদীপ জ্বালান,

আপনার সব দুঃখ মুছে যাক।

শুভ জন্মাষ্টমীর অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা জানাই

১০)

১০)

যিনি মাখন চুরি করে খেয়েছেন,

যার বাঁশির সুরে সবাই মুগ্ধ হয়েছে,

তাঁর জন্মদিনে সবাই আনন্দ করো,

যিনি সারা বিশ্বকে প্রেমের পথ দেখিয়েছেন।

শুভ জন্মাষ্টমী

English summary

Happy Krishna Janmashtami 2023: Quotes, Images, Wishes, Messages, Facebook and WhatsApp status in Bengali

Janmashtami is the birth celebration of Lord Krishna. This year, in 2023, it falls on 6 and 7 september. Here are some Quotes And Messages for Krishna Janmashtami.
X
Desktop Bottom Promotion