For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Hanuman Jayanti 2021 : সমস্ত বাধা-বিপত্তি থেকে মুক্তি পেতে বজরঙ্গবলীর পুজো করুন, রইল হনুমান জয়ন্তীর দিন-ক্ষণ

|

হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হনুমান জয়ন্তী। হনুমান ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। হনুমানের জন্মতিথি হিসেবে হনুমান জয়ন্তী পালন করা হয়। হনুমান ছিলেন শিবের একাদশ অবতার। তাঁর পিতার নাম ছিল কেশরী ও মায়ের নাম ছিল অঞ্জনা। হনুমানের পালক পিতা হলেন পবন দেবতা। রামায়ণ অনুযায়ী, শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক ছিলেন হনুমান।

Hanuman Jayanti 2021 Date

শক্তি ও ক্ষমতার প্রতীক হলেন হনুমান। তিনি সঙ্কটমোচন নামেও পরিচিত। যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে ও নিষ্ঠাভরে তাঁর পুজো করেন, সেই ব্যক্তি সমস্ত সঙ্কট থেকে মুক্তি পায়। জীবনে সুখ-শান্তি ফিরে আসে। যাদের কোষ্ঠীতে শনি গ্রহের অশুভ প্রভাব রয়েছে, তারা সঠিক নিয়মে ভক্তিভরে বজরঙ্গবালির পূজা করলে উপকৃত হবেন। তাহলে জেনে নিন ২০২১ সালের হনুমান জয়ন্তীর সঠিক দিন-ক্ষণ।

২০২১ সালের হনুমান জয়ন্তীর তারিখ ও পূজার শুভ সময়

এবছর ২৭ এপ্রিল, মঙ্গলবার হনুমান জয়ন্তী উদযাপিত হবে।

পূর্ণিমা তিথি শুরু - ২৬ এপ্রিল, দুপুর ১২টা ৪৪ মিনিটে

পূর্ণিমা তিথি শেষ - ২৭ এপ্রিল, সকাল ০৯টা ০১ মিনিটে

পূজা বিধি

হনুমান জয়ন্তীর আগের রাতে মেঝে বা মাটিতে ঘুমানো উচিত। এছাড়াও, ব্রহ্মচর্য পালন করুন। ব্রহ্ম মুহুর্তে উঠে শ্রীরাম, মাতা সীতা এবং হনুমানজী-র স্মরণ করুন। তারপর স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এবার হনুমানজী-র মূর্তি স্থাপন করুন এবং সঠিক নিয়মে তাঁর পূজা করুন।

বজরঙ্গবালীর বিশেষ আশীর্বাদ পেতে হনুমান জয়ন্তীর দিন তাঁর কাছে সুগন্ধি তেল এবং সিঁদুর অর্পণ করুন।

আরও পড়ুন : হনুমানকে কেন সিঁদুর দিয়ে পুজো করা হয়? জানুন আসল কারণ

English summary

Hanuman Jayanti 2021 : Date, Shubh Muhurat, Rituals and Significance in Bengali

Hanuman Jayanti is celebrated on full moon day during Chaitra month. This year, Hanuman Jayanti falls on Tuesday, April 27, 2021. Check out the details in Bengali.
Story first published: Tuesday, April 20, 2021, 19:13 [IST]
X
Desktop Bottom Promotion