For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Guru Purnima 2022 : রাশি মেনে দান করুন গুরু পূর্ণিমায়, সব কাজে সাফল্য আসবেই!

|

আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে আষাঢ় পূর্ণিমা, গুরু পূর্ণিমা এবং ব্যাস পূর্ণিমা বলা হয়। চলতি বছর গুরু পূর্ণিমা পড়েছে ১৩ জুলাই, বুধবার। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের দেশে গুরুকে ঈশ্বরতুল্য বলে মনে করা হয়। গুরুর দেখানো পথে চললে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। বিশ্বাস করা হয়, ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। তাই, প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুই জীবনে সঠিক পথে চলতে শেখায়।

donate these things according to zodiac signs on guru purnima

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতেই মুণি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রে অনুসারে, এই দিনে রাশি মেনে কিছু জিনিস দান করলে মনোস্কামনা পূরণ হয় এবং জীবনের সকল সমস্যা থেকে মুক্তি মেলে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমায় অসহায় ও দরিদ্রদের গুড় এবং লাল কাপড় দান করা উচিত। এতে করে আর্থিক সংকট কাটে বলে বিশ্বাস।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরা গুরু পূর্ণিমার দিন চিনি দান করুন। এছাড়াও, এই দিনে বাড়ির মন্দিরে ঘি-এর প্রদীপ জ্বালাতে হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

গুরু পূর্ণিমার দিন গরুকে সবুজ চারা খাওয়ান। সবুজ মুগও দান করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এটি করলে বিবাহিত জীবন সুখী হয়।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমার দিনে দরিদ্র ও অভাবী মানুষকে চাল দান করা উচিত। এতে মানসিক চাপ থেকে মুক্তি মিলবে।

সিংহ রাশি

সিংহ রাশি

গুরু পূর্ণিমার দিন গম দান করা ভাল। এতে জাতকের খ্যাতি, প্রতিপত্তি বাড়ে।

কন্যা রাশি

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কন্যা রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমার দিনে ব্রাহ্মণ ভোজন করান এবং আপনার সামর্থ্য অনুযায়ী তাঁদের দান-দক্ষিণা দিন।

তুলা রাশি

তুলা রাশি

গুরু পূর্ণিমার দিন মেয়েদের ক্ষীর খাওয়ানো উচিত। এতে যশ এবং ঐশ্বর্য প্রাপ্তি হয়।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমার দিন বানরকে ছোলা ও গুড় খাওয়াতে হবে। এছাড়া, গরীব শিক্ষার্থীদের বই এবং লেখাপড়ার জিনিসপত্র দান করা উচিত।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতকদের গুরু পূর্ণিমার দিন মন্দিরে ছোলা দান করা উচিত। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমার দিন দরিদ্র ও অসহায় লোকেদের কম্বল বিতরণ করা উচিত। এতে চাকরি বা ব্যবসায় আসা বাধা দূর হয় বলে বিশ্বাস।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুরু পূর্ণিমার দিন বৃদ্ধাশ্রমে বস্ত্র ও খাবার দান করা উচিত। এছাড়াও, মন্দিরে মাষকলাই দান করতে পারেন।

মীন রাশি

মীন রাশি

গুরু পূর্ণিমার দিন দরিদ্র ও অসহায়দের হলুদ এবং বেসন দিয়ে তৈরি মিষ্টি দান করুন। এতে মনোবাসনা পূর্ণ হয়।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

English summary

Guru Purnima 2022 : Donate These Things According To Zodiac Signs In Bengali

In this article we are discussing about these things according to zodiac signs on guru purnima in bengali. Take a look.
Story first published: Thursday, July 7, 2022, 12:18 [IST]
X
Desktop Bottom Promotion