For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ganesh Visarjan 2021 : অনন্ত চতুর্দশীতে এই সময়ে গণপতি বাপ্পাকে বিদায় জানান, জানুন বিসর্জনের সময় ও সঠিক বিধি

|

এবছর অর্থাৎ ২০২১ সালে গণেশ পুজো শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। দেশের বেশিরভাগ জায়গাতেই ধুমধাম করে গণেশ উৎসব পালন করা হয়। দশ দিনব্যাপী গণেশ উৎসবে প্রতিদিন গণপতি বাপ্পার সঠিক আচার অনুযায়ী পূজা করা হয়। এরপর অনন্ত চতুর্দশীর দিনে গণেশ বিসর্জন করা হয় এবং আগামী বছর আসার জন্য প্রার্থনা করা হয়। অনেকে আবার পঞ্চম বা সপ্তম দিনেও গণপতি বিসর্জন দেয়। তবে ভক্তরা প্রিয় গণেশকে সর্বোচ্চ দশ দিন নিজেদের কাছে রাখেন এবং অনন্ত চতুর্দশীর দিন বিসর্জন দেন।

Ganesh Visarjan on Anant Chaturdashi 2021 : Date, Shubh Muhurat, significance

গণেশ উৎসবের সময় যেমন সঠিক বিধি মেনে পূজা করা হয়, ঠিক তেমনই গণপতি বাপ্পার বিসর্জনও সম্পূর্ণ আচারের সাথে করা আবশ্যক। এবার অনন্ত চতুর্দশী ১৯ সেপ্টেম্বর, রবিবার। তাহলে আসুন জেনে নেওয়া যাক অনন্ত চতুর্দশীতে গণেশ বিসর্জনের শুভ সময় এবং বিসর্জনের বিধি সম্পর্কে।

অনন্ত চতুর্দশীতে গণেশ বিসর্জনের শুভ সময়

অনন্ত চতুর্দশীতে গণেশ বিসর্জনের শুভ সময়

অনন্ত চতুর্দশী পড়েছে ১৯ সেপ্টেম্বর, রবিবার।

চতুর্দশী তিথি শুরু - ১৯ সেপ্টেম্বর, রবিবার সকাল ০৫টা বেজে ৫৯ মিনিটে

চতুর্দশী তিথি শেষ - ২০ সেপ্টেম্বর, সোমবার সকাল ০৫টা বেজে ২৮ মিনিটে

প্রাত:কাল বিসর্জন মুহুর্ত - সকাল ০৬টা ৫৬ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট

দুপুরের বিসর্জন মুহুর্ত - দুপুর ০১টা ০২ মিনিট থেকে দুপুর ০২টা ৩৩ মিনিট

সন্ধ্যাকালে বিসর্জন মুহুর্ত - বিকেল ০৫টা ৩৬ মিনিট থেকে রাত ১০টা ০২ মিনিট

রাত্রিকালে বিসর্জন মুহুর্ত - ২০ সেপ্টেম্বর, মধ্যরাত ১২টা ৫৯ মিনিট থেকে ০২টা ২৭ মিনিট পর্যন্ত।

ভোরবেলা বিসর্জন মুহুর্ত - ২০ সেপ্টেম্বর, ভোর ০৩টা ৫৬ মিনিট থেকে ০৫টা ২৫ মিনিট পর্যন্ত।

গণেশ বিসর্জন পদ্ধতি

গণেশ বিসর্জন পদ্ধতি

১) গণেশ বিসর্জনের আগে ভগবান গণেশের পূজা করুন। গণেশকে নতুন পোশাক পরান।

২) একটি পরিষ্কার কাঠের ছোটো চৌকি নিন এবং এটি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন।

৩) তারপর তার উপর একটি পরিষ্কার লাল কাপড় বিছিয়ে গণপতি বাপ্পাকে বসান।

৪) চৌকির উপর দুর্বা ঘাস, টাকা, পান-সুপারি, মোদক, প্রদীপ এবং ফুল রাখুন।

৫) এবার ধুমধাম করে বিসর্জনের জন্য গণপতি বাপ্পাকে নিয়ে যান।

৬) বিসর্জনের আগে গণপতি বাপ্পার আরতি করুন, তারপরে তাঁকে বিসর্জন দিন।

গণেশ বিসর্জনের সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

গণেশ বিসর্জনের সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

১) গণেশ বিসর্জন করার আগে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে।

২) অনেক সময় মানুষ দূর থেকে প্রতিমাকে জলে ফেলে দেয়, কিন্তু এই ভুল করা উচিত নয়।

৩) গণপতিকে সম্পূর্ণ সম্মান-সহ বিসর্জন দেওয়া উচিত। এর সাথে, সমস্ত উপাদান সম্মান-সহ প্রবাহিত করুন।

৪) আপনার করা ভুলগুলির জন্য ক্ষমা চান। তারপরে মান-সম্মানের সাথে জলে বিসর্জন দিন।

English summary

Ganesh Visarjan on Anant Chaturdashi 2021 : Date, Shubh Muhurat, Significance and Vidhi of Ganesh Visarjan in Bengali

Ganesh Visarjan on Anant Chaturdashi 2021 : Date, Shubh Muhurat, Significance and Vidhi of Ganesh Visarjan in Bengali. Read on to know.
X
Desktop Bottom Promotion