For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ganesh Chaturthi 2022 : গণেশ চতুর্থীর দিন এই সময়ে স্থাপন করুন গণপতি মূর্তি, জেনে নিন শুভক্ষণ

|

গণেশকে ধন-সম্পদ, জ্ঞান, সুখ এবং সমৃদ্ধির দেবতা বলা হয়। হিন্দু ধর্মে গণেশকে প্রথম দেবতা হিসেবে পূজা করা হয়। কোনও শুভ কাজ বা ধর্মীয় আচার-অনুষ্ঠান করার আগে সর্বপ্রথম নিয়ম মেনে ভগবান গণেশের পূজা করা হয়। কথিত আছে, ভক্তিভরে গণেশের আরাধনা করলে কোনও বাধা ছাড়াই সব কাজ সম্পন্ন হয়, ঝুট-ঝামেলা থেকে মুক্তি মেলে এবং মনের সকল ইচ্ছা পূরণ হয়।

প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে দেশজুড়ে সাড়ম্বরে গণেশ চতুর্থী উদযাপিত হয়। এই বছর ৩১ অগস্ট থেকে শুরু হবে গণেশ উৎসব। এ দিন ঘরে ঘরে গণেশ মূর্তি স্থাপন করা হবে এবং ১০ দিন ধরে চলবে তাঁর আরাধনা। জেনে নিন, গণেশ চতুর্থীতে কোন সময়ে গণপতি মূর্তি স্থাপন করা শুভ হবে -

Best Time to Bring Ganesh Home as Per Nakshatra And Yoga

গোধুলি বেলায় গণেশকে বাড়িতে আনুন

ভাদ্র যোগ, হংস যোগ এবং শশা যোগে গণেশ চতুর্থী উদযাপিত হবে। বুধ, বৃহস্পতি, শনি এবং সূর্য নিজ নিজ রাশিতে স্থির থাকবে। এই শুভ দিনে দুপুর ৩:২২ মিনিটে ভাদ্র অপসৃত হবে। ভাদ্রের অবসরের পরেই গণেশ মূর্তি স্থাপনা শুভ হবে। ৩১ অগস্ট, বুধবার গোধুলি বেলায় ভগবান গণেশকে বাড়িতে আনাই সবচেয়ে উত্তম বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : চলতি বছর কবে পড়েছে গণেশ চতুর্থী? জেনে নিন তিথি ও পূজার সময়

নতুন ব্যবসা শুরু করার শুভ দিন

গণেশ চতুর্থীর দিন চাঁদ অস্ত যাবে রাত ৮টা ৪৯ মিনিটে। এ দিন রবি যোগও রয়েছে। গণেশ উৎসব সৌভাগ্য চতুর্থী হিসেবেও পালিত হয়। গণেশ চতুর্থীর দিন এই মুহুর্তে নতুন কাজ শুরু করা, ক্রয়, বিক্রয় এবং ব্যবসা শুরু করার জন্য সবচেয়ে সেরা বলে মনে করা হয়।

English summary

Ganesh Chaturthi 2022 Panchang : Best Time to Bring Ganesh Home as Per Nakshatra And Yoga in Bengali

Ganesh Chaturthi 2022 Panchang : Best Time to Bring Ganesh Home as Per Nakshatra And Yoga.
X
Desktop Bottom Promotion