For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Ganesh Chaturthi 2022 : চলতি বছর কবে পড়েছে গণেশ চতুর্থী? জেনে নিন তিথি ও পূজার সময়

|

ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে প্রতি বছর গণেশ চতুর্থী উদযাপন করা হয়। শাস্ত্র অনুসারে, এই দিনেই গণপতি বাপ্পার জন্ম হয়েছিল। মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ দেশের অন্যান্য রাজ্যেও আড়ম্বরের সঙ্গে পালিত হয় গণেশ চতুর্থী। এই সময় অনেকেই বাড়িতে গণপতির মূর্তি স্থাপন করে পুজো করেন। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে গণেশের পূজা করলে ঘরে সুখ-সমৃদ্ধি আসে। মনের সকল ইচ্ছাও পূরণ হয়।

Ganesh Chaturthi 2022 Date and Time

আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের গণেশ চতুর্থীর তিথি, শুভক্ষণ এবং এই উৎসব পালনের আসল কাহিনী সম্পর্কে -

গণেশ চতুর্থীর তিথি ও শুভক্ষণ

গণেশ চতুর্থীর তিথি ও শুভক্ষণ

ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর গণেশ চতুর্থী পড়েছে ৩১ অগস্ট, বুধবার।

চতুর্থী তিথি শুরু হবে - ৩০ অগস্ট, দুপুর ৩টা ৩৩ মিনিটে

চতুর্থী তিথি শেষ হবে - ৩১ অগস্ট, দুপুর ৩টা ২২ মিনিটে।

মধ্যাহ্ন গণেশ পূজা মুহুর্ত - সকাল ১০টা ২১ মিনিট থেকে দুপুর ১২টা ৫২ মিনিট পর্যন্ত।

গণপতি বিসর্জন কবে?

গণপতি বিসর্জন কবে?

দশ দিন ব্যাপী গণেশ উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। দশম দিনে গণপতি বিসর্জন হয়। এবার অনন্ত চতুর্দশী পড়েছে ৯ সেপ্টেম্বর, শুক্রবার। এই দিনই গণেশ প্রতিমার বিসর্জন হবে।

কেন গণেশ উৎসব উদযাপন করা হয়?

কেন গণেশ উৎসব উদযাপন করা হয়?

পুরাণ অনুসারে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতেই মহাদেব ও দেবী পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল। কথিত আছে, গণেশ চতুর্থীর দিন থেকেই মহর্ষি বেদব্যাস গণেশকে মহাভারতের কাহিনি শোনানো শুরু করেন। টানা ১০ দিন পর্যন্ত বেদব্যাস চোখ বন্ধ করে গণেশকে মহাভারতের কাহিনি শোনান। মহর্ষির কথামতো বিশ্রাম না করেই গণেশ মহাভারত লিখতে থাকেন। অবশেষে ১০ দিন পর কাহিনি শেষ হলে বেদব্যাস চোখ খুলে দেখেন লাগাতার ১০দিন ধরে লেখার কারণে গণেশের উপর ধুলো-ময়লার স্তর পড়ে গেছে। নিজেকে পরিষ্কার করতে দশম দিনে গণেশ সরস্বতী নদীতে স্নান করেছিলেন। এই দিনটিই ছিল অনন্ত চতুর্দশী। আর সেই কারণে এই তিথিতে গণেশ মূর্তি বিসর্জন করা হয়।

English summary

Ganesh Chaturthi 2022 : Date, Shubh Muhurat and Significance in Bengali

Ganesh Chaturthi 2022 : Date, Shubh Muhurat and Significance in Bengali. Read on to know.
Story first published: Saturday, August 20, 2022, 13:21 [IST]
X
Desktop Bottom Promotion