Just In
- 7 hrs ago
Weekly Horoscope : কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন
- 10 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? পড়ুন ২২ মে-র রাশিফল
- 21 hrs ago
Mango Parota Recipe : এই গরমে স্বাদ বদল করতে চেখে দেখুন আমের পরোটা, দেখে নিন রেসিপি
- 22 hrs ago
কুকুর, বিড়ালের সঙ্গই পারে আপনার স্বাস্থ্য ভাল রাখতে! জেনে নিন বাড়িতে পোষ্য রাখার উপকারিতা
December 2021 Festival Calendar : বড়দিন ছাড়াও ডিসেম্বরে আরও অনেক উৎসব উদযাপিত হবে, দেখে নিন তালিকা
শুরু হয়ে গেল ২০২১ সালের শেষ মাস, ডিসেম্বর। ডিসেম্বর মাস এলেই নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি এবং নতুন বছরে সবকিছু নতুনভাবে শুরু করার পরিকল্পনাও শুরু হয়ে যায়। তবে নতুন বছরকে স্বাগত জানানোর আগে প্রতিবছরই ডিসেম্বর মাসে অনেক বড় বড় উৎসব উদযাপিত হয়ে থাকে। এই মাসের সবচেয়ে বড় আকর্ষণ হল বড়দিন বা ক্রিসমাস। যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে গোটা বিশ্বে জাঁকজমক করে ক্রিসমাস উদযাপিত হয়।
আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের ডিসেম্বরে কোন কোন উৎসব উদযাপিত হতে চলেছে।

২ ডিসেম্বর ২০২১ : প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি
প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি একই দিনে পড়েছে। এবছর ২ ডিসেম্বর, বৃহস্পতিবার ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রি ব্রত পালন করবে।

৪ ডিসেম্বর ২০২১ : অমাবস্যা ও সূর্যগ্রহণ
ডিসেম্বরের ৪ তারিখ অমাবস্যা পড়েছে। আবার এই দিনেই ২০২১ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণও ঘটতে চলেছে।

৮ ডিসেম্বর ২০২১ : বিবাহ পঞ্চমী
এই বছর ৮ ডিসেম্বর, বুধবার বিবাহ পঞ্চমী পালিত হবে। বিশেষত, উত্তর ভারতে এই দিনটির বিশেষ তাত্পর্য রয়েছে। হিন্দুধর্ম অনুসারে বিবাহ পঞ্চমী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রামায়ণ অনুসারে, এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাম ও সীতা। তাই এই দিনটি ভগবান শ্রী রাম এবং মা সীতার বিবাহবার্ষিকী হিসেবে পালিত হয়। ভারতের পাশাপাশি নেপালেও উদযাপিত হয় এই উত্সব। বাংলা মতে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চম দিনে পালিত হয় বিবাহ পঞ্চমী।

১৪ ডিসেম্বর ২০২১ : মোক্ষদা একাদশী
বছরের সমস্ত একাদশী তিথিই ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে মোক্ষদা একাদশী বলা হয়।

১৮ ডিসেম্বর ২০২১ : দত্তাত্রেয় জয়ন্তী
অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিকে দত্তাত্রেয় জয়ন্তী হিসেবে পালন করা হয়। এই দিনটি দত্ত পূর্ণিমা নামেও পরিচিত। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের ত্রয়ী অবতার বলে বিশ্বাস করা হয়। এই দিনে পূর্ণিমা তিথি হওয়ায় গঙ্গা স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ১৮ তারিখে পূর্ণিমা তিথি শুরু হবে এবং ১৯ তারিখে শেষ হবে।

২৫ ডিসেম্বর ২০২১ : ক্রিসমাস বা বড়দিন
প্রতি বছর ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে পালিত হয়। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এটি। প্রভু যীশুর জন্মদিন হিসেবে গোটা বিশ্বে এই উৎসব উদযাপিত হয়।

৩০ ডিসেম্বর ২০২১ : সফলা একাদশী
২০২১ সালের শেষ একাদশী তিথি হল সফলা একাদশী। ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার এই একাদশী ব্রত পালিত হবে।