For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ফেব্রুয়ারি ২০২০ : আপনি কি ফেব্রুয়ারিতে বিয়ের পরিকল্পনা করছেন? দেখে নিন শুভ তারিখগুলি

|

বিবাহ হল এমন একটি পবিত্র প্রতিষ্ঠান, সামাজিক বন্ধন যা একজন পুরুষ ও একজন নারীর পাশাপাশি তাদের দুই পরিবারকেও সুন্দর বন্ধনে আবদ্ধ করে। বিশেষত ভারতে, এর মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক সামাজিক স্বীকৃতি পায়। ভারতীয় লোকেরা বিশ্বাস করেন যে, বিবাহিত জীবনকে সুখী করতে হলে গ্রহ, নক্ষত্ররা সঠিক অবস্থানে আছে কি না তা নিশ্চিত করতে হয়। বিবাহ করার সময়, দু'জন ব্যক্তি সারাটা জীবন একসঙ্গে থাকার পবিত্র ব্রত গ্রহণ করেন। তাই, বিশ্বাস করা হয় যে এই ব্রত গ্রহণ এবং শুভ দিনে বিবাহের সমস্ত নিয়ম পালন তাদের বিবাহিত জীবনকে আনন্দিত করে তুলবে।

Auspicious Dates And Timings For Hindu Weddings

সুতরাং, আপনি যদি এই ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করে থাকেন, তবে এই শুভ তারিখ এবং মুহূর্তগুলির (শুভ সময়) মধ্যে যেকোনও একটি তারিখ বেছে নিতে পারেন -

৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহের জন্য এটি প্রথম শুভ তারিখ। এইদিন বিয়ের শুভ সময় শুরু হবে ৩ ফেব্রুয়ারি রাত ১২টা ৫২ মিনিটে এবং শেষ হবে ৪ ফেব্রুয়ারি সকাল ০৬টা ১৫ মিনিটে। হিন্দু পাঞ্চাং অনুসারে, এই তারিখের নক্ষত্র হবে রোহিনী এবং তিথি হবে দশমী।

৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

আপনি যদি রবিবার বিবাহের পরিকল্পনা করে থাকেন, তবে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি আরও একটি শুভ দিন। এইদিন বিয়ের শুভ সময় শুরু হবে রাত ০১টা ০৪ মিনিটে এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল ০৬টা ১২ মিনিটে। এই তারিখের নক্ষত্র হবে মাঘা এবং তিথি হবে প্রতিপদ।

আরও পড়ুন : মাসিক রাশিফল : ফেব্রুয়ারি ২০২০

১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার

এটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের আরও একটি শুভ তারিখ। এই তারিখে নক্ষত্র হবে মাঘা এবং তিথি হবে প্রতিপদ ও দ্বিতীয়া। এইদিন বিয়ের শুভ সময় শুরু হবে সকাল ০৬টা ১২ মিনিটে এবং শেষ হবে বেলা ১১টা ৩৩ মিনিটে।

১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

এই শুভ দিনে বিয়ের শুভ সময় শুরু হবে সকাল ০৬টা ১১ মিনিটে এবং শেষ হবে রাত ১১টা ৩৮ মিনিটে। এই তারিখের নক্ষত্র উত্তর ফাল্গুনি এবং হস্ত। তিথি হবে চতুর্থী।

১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার

এই মাসে যারা বিয়ে করার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি আরও একটি শুভ রবিবার। এই তারিখের শুভ সময় শুরু হবে সকাল ০৬টা ০৮ মিনিটে এবং শেষ হবে বেলা ১১টা ৫০ মিনিটে। এই তারিখের নক্ষত্র অনুরাধা এবং তিথি হবে অষ্টমী।

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

এই তারিখের শুভ সময় শুরু হবে দুপুর ০২টা ৩২ মিনিটে এবং শেষ হবে ১৯ ফেব্রুয়ারি সকাল ০৬টা ০৬ মিনিটে। হিন্দু পাঞ্চাং অনুসারে, তিথি হবে একাদশী এবং নক্ষত্র হবে মুলা।

আরও পড়ুন : পায়ে কেন কালো সুতো বাঁধা হয় জানেন? রইল এর আসল কারণ

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার

ফেব্রুয়ারি মাসের শেষ মঙ্গলবারটি বিবাহের জন্য আরও একটি শুভ দিন। সুতরাং, এই দিনে আপনি যদি বিয়ে করার পরিকল্পনা করে থাকেন, তবে বিয়ের শুভ মুহূর্ত শুরু হবে সন্ধ্যে ৭টা ১১ মিনিটে এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি সকাল ০৬টা ০১ মিনিটে। এই দিনটির নক্ষত্র হবে উত্তর ভদ্রপদ, তিথি হবে দ্বিতীয়া ও তৃতীয়া।

২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার

এই শুভ দিনে শুভ সময় শুরু হবে সকাল ০৬টা ০১ মিনিটে এবং শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা। তিথি হবে তৃতীয়া এবং চতুর্থী, নক্ষত্র হবে উত্তর ভদ্রপদ এবং রেবতী।

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার

২০২০ সালের ফেব্রুয়ারি মাসের এটিই শেষ শুভ তারিখ। এই দিন শুভ সময় শুরু হবে সকাল ৬টা থেকে বিকাল ৫টা ২৮ মিনিট। নক্ষত্র হবে রেবতী এবং তিথি চতুর্থী।

English summary

February 2020: Auspicious Dates And Timings For Hindu Weddings

If you are planning to tie the knot this February, then you can check out these auspicious dates and muhuratas (auspicious timings).
Story first published: Monday, February 3, 2020, 15:00 [IST]
X
Desktop Bottom Promotion