For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Eid-Ul-Fitr 2022: ভারতে ঈদ কবে? জেনে নিন দিনক্ষণ ও উৎসবের তাৎপর্য

|

রমজানের সূচনা থেকেই ঈদের দিন গোনা শুরু হয়। এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উপলক্ষ্যে চলে বিশেষ প্রার্থনা, দেখা যায় সৌভ্রাতৃত্বের নানান ছবি। ইতিহাস অনুযায়ী, এই উৎসবের সূচনা করেন স্বয়ং ইসলামের নবী হজরত মহম্মদ।

Eid 2022 Date

চাঁদ দেখার উপর নির্ভর করে সৌদি আরবে প্রথম ঈদের তারিখ ঘোষণা করা হয়। তারপরে অন্যান্য দেশে ঈদের তারিখ ঘোষিত হয়। আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালে ভারতে কবে উদযাপিত হবে খুশির ঈদ এবং এই উৎসবের তাৎপর্য -

ঈদ কবে উদযাপিত হবে?

ঈদ কবে উদযাপিত হবে?

এ বছর সৌদি আরবে ২ মে, সোমবার ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। আমেরিকা, ইংল্যান্ড, কানাডা এবং অন্যান্য পশ্চিমী দেশে বসবাসকারী মুসলমানরা সৌদি আরবের ঘোষণা অনুসরণ করে, তাই সেখানেও সোমবার ঈদ উদযাপন হবে।

পয়লা মে, রবিবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ভারতে ৩ মে, মঙ্গলবার ঈদ পালন করা হবে।

ঈদ-উল-ফিতরের তাৎপর্য

ঈদ-উল-ফিতরের তাৎপর্য

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। অনেকে 'মিঠি ঈদ' বলেও সম্বোধন করেন। ইসলামিক ক্যালেন্ডারের দশম মাসের প্রথম দিনে পালিত হয় ঈদ। 'ঈদ' মানে আনন্দ উৎসব, ঈদ মানে যা বারবার ফিরে আসে। 'ফিতর' মানে উপবাস ভঙ্গ করা বা রোজা ভাঙা। রমজানের রোজার শেষে এই ঈদ আসে বলে এর নাম 'ঈদ-উল-ফিতর'। রমজান মাস কখনও ২৯ দিনে হয়, আবার কখনও ৩০ দিনে। রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরই খুশির ঈদ পালিত হয়।

ইসলাম ধর্মের ক্যালেন্ডার লুনার বা চন্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভরশীল। ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস রমজান। দশম মাস শাওয়াল। শাওয়াল মাসের প্রথম দিনেই গোটা বিশ্বে পালিত হয় ঈদ উৎসব। 'শাওয়াল' কথার অর্থ হল 'রোজা ভঙ্গের উৎসব।'

ঈদ উদযাপন

ঈদ উদযাপন

ঈদের দিন সকালে নতুন জামাকাপড় পরে প্রথমে নামাজ পড়া হয়। এরপর খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয়। এর মধ্য দিয়ে শুরু হয় সম্প্রীতি ও আনন্দের উৎসব। সবাই একে অপরকে আলিঙ্গন করে এবং উপহার আদান-প্রদান হয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব একে অপরের বাড়িতে বেড়াতে আসে। ঘরে ঘরে জিভে জল আনা বিভিন্ন পদের রান্না হয়। এ দিন গরীব দুঃখীদের বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

English summary

Eid-Ul-Fitr 2022: date, history, significance and celebrations of this Islamic festival in bengali

Eid-Ul-Fitr 2022: All you need to know about date, history, significance and celebrations of this Islamic festival. Read on.
X
Desktop Bottom Promotion