For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Durga Puja 2023: মহাসপ্তমীর দিন করুন এই ৩ টোটকা, মায়ের কৃপার সকল বাধা-বিপত্তি হবে দূর!

|

ষষ্ঠীতে দেবীর মুখ উন্মোচন ও বোধন প্রক্রিয়া সম্পন্ন করে পুজোর দিনক্ষণ পড়লো মহাসপ্তমীতে। শাস্ত্র মতে, মহাসপ্তমীতে মহাপুজো হয়। এই তিথিতে খুব সকালে একটি কলা গাছ গঙ্গার জলে স্নান করিয়ে, নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। যাকে আমরা কলা বউ বা নবপত্রিকা বলে থাকি। নবপত্রিকার স্নানের পরই হয় দেবীর মহাস্নান। এরপর ঘটে প্রাণপ্রতিষ্ঠা করে শুরু হয় মহাপুজো। সপ্তমীর দিন বিশেষ কিছু টোটকা করা হলে সারা বছর সুখে শান্তিতে জীবন কাটবে এবং আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।

মহাসপ্তমীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই টোটকাগুলি করতে হবে। সঠিক নিয়ম মেনে এই টোটকাগুলো করতে পারলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন, আর্থিক উন্নতি হবে এবং পারিবারিক সুখ, শান্তিও বজায় থাকবে।

Things To Do This Maha Saptami

১) দু'টি পেরেক নিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে রেখে দিন। পেরেক দু'টিতে হনুমানজির চরণের কমলা রঙের সিঁদুর লাগিয়ে রাখুন। এর পর হনুমান চালিশা পাঠ করুন। তার পর পেরেক দু'টি বাড়ির সদর দরজার দুই পাশে পুঁতে দিন। এতে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে, আর্থিক সঙ্কট কাটবে।

২) সাতটি লাড্ডুর মধ্যে একটা করে লবঙ্গ গেঁথে দিন। তবে খেয়াল রাখবেন, লবঙ্গের ফুলটা যেন বাইরে বেরিয়ে থাকে। এর পর লাড্ডুগুলি একটি তামার পাত্রে রেখে মা দুর্গার মূর্তি বা ছবির সামনে নিবেদন করুন। ধূপ ধুনো কর্পুর দিয়ে মায়ের আরতি করুন এবং এই মন্ত্র 'ওঁ শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে, সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোহস্তু তে সহকারে' জপ করুন।

৩) সপ্তমীর দিন মায়ের চরণে ১০৮টি দুর্বা, ১০৮টি আতপ চাল, ১০৮টি যব এবং একটি আলতা নতুন কাপড়ে মুড়ে মায়ের চরণে অর্পণ করতে হবে।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Durga Puja 2023: Things To Do This Maha Saptami

Durga Puja 2023: Things To Do This Maha Saptami. Read on to know.
X
Desktop Bottom Promotion