For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Kali Puja : ভারত ছাড়াও এই দেশগুলিতে পড়েছিল মাতা সতীর অঙ্গ, রইল মোট ৫১টি শক্তিপীঠের তালিকা

|

হিন্দু পুরাণে দেবী শক্তি, কালী বা দুর্গা নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে, তিনি জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। হিন্দুধর্মাবলম্বীরা বিভিন্ন রূপে দেবীর উপাসনা করেন। বিশেষত, কালী পূজার সময় ভক্তরা বিশেষভাবে দেবীর পূজার্চনা করে থাকেন। এই সময় অনেকে মায়ের প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েও দেবী দর্শন-পূজা ও আশীর্বাদ প্রার্থনা করেন। তবে, শুধুমাত্র ভারতেই নয়, আমাদের দেশের আশেপাশের দেশগুলিতেও মায়ের শক্তিপীঠ রয়েছে। মোট ৫১টি শক্তিপীঠ দেশ-বিদেশে ছড়িয়ে আছে এবং এর পিছনে পৌরাণিক কাহিনীও আছে।

সত্যযুগে প্রজাপতি দক্ষ তাঁর নিজ গৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি-ঋষিসহ অন্যান্য সকলে নিমন্ত্রিত থাকলেও, দক্ষ তাঁর আপন কন্যা সতী ও জামাতা শিব-কে নিমন্ত্রণ করেননি। সতী মহাযজ্ঞের কথা জানতে পেরে বিনা আমন্ত্রণেই যজ্ঞস্থলে উপস্থিত হন। কিন্তু সেখানে তাঁর সম্মুখেই প্রজাপতি দক্ষ মহাদেবের নিন্দা করা শুরু করেন।

List Of Shakti Peethas Across The World

পতিনিন্দা সহ্য করতে না পেরে শিব পত্নী সতী তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন। তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ তাঁর নিজ স্কন্ধে নিয়ে বিশ্বধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডবনৃত্য শুরু করেন। শিব-কে শান্ত করতে ভগবান বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন। সতীর খণ্ডবিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল এবং পৃথিবীতে পড়ামাত্রই এগুলি প্রস্তরখণ্ডে পরিণত হয়। আজ আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের দেবীর ৫১টি শক্তিপীঠের নাম এবং সেগুলির স্থান সম্পর্কে জানাব।

আরও পড়ুন : মহাতীর্থ কালীঘাট সম্পর্কে এই তথ্যগুলি জানলে আপনি অবাক হবেন!

১) শক্তি মহামায়া - অমরনাথ, জম্মু ও কাশ্মীর

২) শক্তি ফুল্লরা - অট্টহাস শক্তিপীঠ, পশ্চিমবঙ্গ

৩) শক্তি বহুলা - বহুলা, পশ্চিমবঙ্গ

৪) শক্তি মহিষমর্দিনী - বক্রেশ্বর, পশ্চিমবঙ্গ

৫) শক্তি অবন্তী - ভৈরব পর্বত, মধ্য প্রদেশ

৬) শক্তি অপর্ণা - ভবানীপুর, বাংলাদেশ

৭) গন্ডকী চণ্ডী - গন্ডকী, নেপাল

৮) শক্তি ভ্রমরী - জনস্থান, নাসিক

৯) শক্তি কোট্টারি - হিংলাজ, পাকিস্তান

১০) শক্তি জয়ন্তী - জয়ন্তী, বাংলাদেশ

১১) শক্তি সিদ্ধিদা/অম্বিকা - জ্বালা, হিমাচল প্রদেশ

১২) শক্তি কালিকা - কালিঘাট, পশ্চিমবঙ্গ

১৩) শক্তি কালী - কালমাধব, মধ্যপ্রদেশ

১৪) শক্তি যোগেশ্বরী - যোগেশ্বরী, বাংলাদেশ

১৫) শক্তি কামাখ্যা - কামাখ্যা, অসম

১৬) শক্তি দেবী গর্ভা - কংকালিতলা, পশ্চিমবঙ্গ

১৭) শক্তি শ্রাবণী - কন্যাশ্রম, কন্যাকুমারী, তামিলনাড়ু

১৮) শক্তি জয়দুর্গা - চামুন্ডেশ্বরী, কর্ণাটক

১৯) শক্তি বিমলা - কিরীট, পশ্চিমবঙ্গ

২০) শক্তি কুমারী - রত্নাবলী, পশ্চিমবঙ্গ

২১) শক্তি ভ্রামরী - ত্রিস্রোতা, পশ্চিমবঙ্গ

২২) শক্তি দাক্ষায়ণী - মনসা, তিব্বত

২৩) শক্তি গায়ত্রী - মণিবন্ধ, রাজস্থান

২৪) শক্তি উমা - মিথিলা, ভারত এবং নেপাল বর্ডার

২৫) শক্তি ইন্দ্রাক্ষী - নয়নাতিভু, শ্রীলঙ্কা

২৬) শক্তি মহাশিরা - গুহ্যেশ্বরী, নেপাল

২৭) শক্তি ভবানী - চন্দ্রনাথ, বাংলাদেশ

২৮) শক্তি বারাহী - পঞ্চসাগর, উত্তরপ্রদেশ

২৯) শক্তি চন্দ্রভাগা - প্রভাস, গুজরাট

৩০) শক্তি ললিতা - প্রয়াগ

৩১) শক্তি সাবিত্রী - কুরুক্ষেত্র, হরিয়ানা

৩২) শক্তি শিবানী - মইহার, মধ্যপ্রদেশ

৩৩) শক্তি নন্দিনী - নন্দীকেশ্বরী, পশ্চিমবঙ্গ

৩৪) শক্তি রাকিনী - বিশ্বেশ্বরী, গোদাবরী নদীর কাছে

৩৫) শক্তি মহিষমর্দিনী - পাকিস্তান

৩৬) শক্ত নর্মদা - শন্দেশ, মধ্যপ্রদেশ

৩৭) শক্তি সুন্দরী - শ্রীশৈলাম, অন্ধ্রপ্রদেশ

৩৮) শক্তি মহালক্ষী - শ্রীশৈল, বাংলাদেশ

৩৯) শক্তি নারায়ণী - শুচি, তামিলনাড়ু

৪০) শক্তি সুগন্ধা - শিখরপুর, বাংলাদেশ

৪১) শক্তি মঙ্গলচন্ডী - উজ্জনি, পশ্চিমবঙ্গ

৪২) শক্তি ত্রিপুর সুন্দরী - ত্রিপুরা

৪৩) শক্তি বিশালক্ষী - বারাণসী, উত্তরপ্রদেশ

৪৪) শক্তি কৃপালিনী - পশ্চিমবঙ্গ

৪৫) শক্তি অম্বিকা - ভারতপুর, রাজস্থান

৪৬) শক্তি উমা - বৃন্দাবন, উত্তরপ্রদেশ

৪৭) শক্তি ত্রিপুরমালিনী - জলন্ধর, পাঞ্জাব

৪৮) শক্তি অম্বা - অম্বাজী, গুজরাট

৪৯) শক্তি জয় দুর্গা - দেওঘর, ঝাড়খন্ড

৫০) শক্তি দান্তেশ্বরী - দান্তেশ্বরী, ছত্তিশগড়

৫১) শক্তি বিমলা - বিরাজ, ভুবনেশ্বর

English summary

Kali Puja 2022 : List Of 51 Shakti Peethas Across The World In Bengali

We are here to tell you about the 51 Shakti Peethas. Scroll down the article to read more.
X
Desktop Bottom Promotion