For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পুত্রদা একাদশী : ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চাইলে এই ভুলগুলি করা এড়িয়ে চলুন

|

প্রতিবছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পুত্রদা একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী পালন করা হয়। একবছরে ২৪টি একাদশী ব্রত পালন করা হয়। পুত্রদা একাদশী ব্রত বছরে দু'বার পড়ে। শ্রাবণ মাস ছাড়া পৌষ মাসেও এই একাদশী পালন করা হয়। এইবছর অর্থাৎ ২০২০ সালে ৩০ জুলাই পালন করা হচ্ছে পুত্রদা একাদশী ব্রত।

Dont Do These Mistakes On Putrada Ekadashi

বিশ্বাস করা হয় যে, সন্তান সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পুত্রদা একাদশী ব্রত পালন করা হয়। এছাড়াও বিশ্বাস করা হয়, পুত্রদা একাদশী ব্রত করলে সন্তান সুখ আসে। সমস্ত একাদশীর মতো এই একাদশী পালনের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হয়। দেখে নিন কী কী -

মহিলাদের অপমান করবেন না

মহিলাদের অপমান করবেন না

এমনিতেও প্রত্যেকের উচিত সবাইকে সম্মান করে চলা। বিশেষত একাদশীর দিন মহিলাদের যেকোনও প্রকারে অপমান করা এড়াতে পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে মহিলাদের সম্মান না করলে ব্রতের ফল পাওয়া যায় না এবং জীবনে বিভিন্ন সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে।

রাগ করা এড়ান

রাগ করা এড়ান

একাদশীর দিন শ্রীহরি-এর উপাসনা করা উচিত। এই দিনে রাগ করা থেকে বিরত থাকুন। এছাড়াও, যেকোনও ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন।

শারীরিক সম্পর্ক

শারীরিক সম্পর্ক

একাদশীর দিন মানুষের শারীরিক সম্পর্কে জড়ানো উচিত নয়। বরং এই দিন অন্তর থেকে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষ ফল প্রাপ্তি হয়।

আমিষ জাতীয় খাবার থেকে দূরত্ব বজায় রাখুন

আমিষ জাতীয় খাবার থেকে দূরত্ব বজায় রাখুন

একাদশীর দিন আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এছাড়া, মদ্যপান থেকেও দূরে থাকা উচিত।

ভাত খাওয়া এড়িয়ে চলুন

ভাত খাওয়া এড়িয়ে চলুন

বিশ্বাস করা হয়, একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয়।

English summary

Don't Do These Mistakes On Putrada Ekadashi

Don't Do These Mistakes On Putrada Ekadashi. Read on.
X
Desktop Bottom Promotion