For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Bipadtarini Puja 2022 : বিপদ থেকে মুক্ত হতে বিপত্তারিণী পুজোর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন!

|

বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ পুজো হল বিপত্তারিণী পুজো। দেবী দুর্গার ১০৮ অবতারের এক দেবী হলেন মা বিপত্তারিণী। আষাঢ় মাসের রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে তাতেই করা হয় বিপত্তারিণী ব্রত। বাড়ির সকলের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা নিষ্ঠাভরে এই পুজো করেন। যেকোনও বিপদ থেকে মুক্তি পেতে, মা বিপত্তারিণীর আরাধনা করার রীতি বহু যুগ ধরে প্রচলিত।

চলতি বছর ২ জুলাই, শনিবার এবং ৫ জুলাই, মঙ্গলবার পালিত হচ্ছে বিপত্তারিণী পুজো। মনে করা হয় এই ব্রত করলে সব ধরনের বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সঠিক নিয়মে ব্রত পালন করলে খুবই উপকার হয়।

Do These Things During Bipadtarini Puja To Get Good Luck

বিপত্তারিণী ব্রতর বিধি নিষেধ

১) বিপত্তারিণী পুজোর সামগ্রী সব কিছুই ১৩টা করে অর্পণ করতে হয়। পুজো শেষের পর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রেও ১৩ রকমের খেতে হবে, যেমন - ১৩টা লুচি, ১৩ রকমের ফল, ইত্যাদি।

২) অপরিষ্কার বা অপরিচ্ছন্ন জায়গায় মায়ের পুজো করবেন না, তাহলে বাড়ির সুখ-শান্তি নষ্ট হয়ে যায়।

৩) বিপত্তারিণী ব্রতের লাল সুতোয় ১৩টি গিঁট এবং ১৩টি দুর্বা ঘাস বেঁধে দিতে হয়।

৪) পুজো চলাকালীন কারুর সঙ্গে কথা বলবেন না। এতে মা বিপত্তারিণী ক্ষুব্ধ হতে পারেন।

৫) পুজোর নিয়মে যেন কোনও ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। নাহলে দেবী রুষ্ট হতে পারেন এবং সংসারে আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।

৬) বিপত্তারিণী পুজোর আগের দিন এবং পুজোর দিন আমিষ খেতে নেই। অবশ্যই নিরামিষ খাবার খান।

৭) সম্ভব হলে লাল পোশাক পরে মায়ের পুজো করুন।

৮) পুজো শেষ হলে মায়ের চরণে রাখা ১৩টা দুর্বা ও ১৩টা গিঁট দেওয়া লাল সুতো মেয়েদের বাম হাতে এবং ছেলেদের ডান হাতে বাঁধতে হয়।

৯) বিপত্তারিণী পুজোর দিন ভুলেও বাড়ি থেকে কাউকে চিনি দেবেন না।

১০) এই দিন কাউকে অপমান করবেন না। বিশেষ করে, কোনও মহিলা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করবেন না বা অপমান করবেন না।

১১) যাঁরা ব্রত পালন করবেন, তাঁদের এই দিন চালের কোনও খাবার (ভাত, চিড়ে, মুড়ি) খাওয়া যাবে না। বিবাহিত মহিলাদের আলতা, সিঁদুর অবশ্যই পরতে হবে।

Disclaimer : এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি বা কাউকে মানতে বাধ্য করছে না৷ এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

English summary

Bipadtarini Puja 2022 : Do These Things During Bipadtarini Puja To Get Good Luck

Bipadtarini Puja 2022 : Do These Things During Bipadtarini Puja To Get Good Luck. Read on.
X
Desktop Bottom Promotion