For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Diwali 2021 : দীপাবলির দিন এই সময় করুন লক্ষ্মীপুজো, সৌভাগ্য বৃদ্ধি পাবে

|

হাতে গোনা কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি। ইতিমধ্যেই চারিদিকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। পঞ্জিকা মতে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেশজুড়ে দীপাবলি উৎসব উদযাপিত হয়। পশ্চিমবঙ্গে দীপাবলির সময় ধুমধাম করে কালীপুজো হয়। অসম ও ওড়িশার অনেক জায়গাতেও এই সময় মা কালীর আরাধনা হয়ে থাকে। আর পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারতে দিওয়ালির সময় সম্পদ ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। আবার অনেক বাঙালীও এইসময় লক্ষ্মীপুজো করে থাকেন। একে দীপান্বিতা লক্ষ্মীপুজো বলা হয়।

Diwali 2021 : Date, Auspicious timing for Lakshmi Puja

আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের দীপাবলি বা দিওয়ালি কবে পড়েছে এবং লক্ষ্মী পূজার শুভ সময়।

২০২১-এর দীপাবলির তারিখ ও শুভ সময়

২০২১-এর দীপাবলির তারিখ ও শুভ সময়

এবছর দীপাবলি উৎসব পালিত হবে ৪ নভেম্বর, বৃহস্পতিবার।

অমাবস্যার তিথি শুরু - ০৪ নভেম্বর, সকাল ০৬টা ০৩।

অমাবস্যা তিথি শেষ - ০৫ নভেম্বর, মধ্যরাত ০২টা ৪৪।

দীপাবলি পূজার শুভ মুহূর্ত

দীপাবলি পূজার শুভ মুহূর্ত

দীপাবলির দিনে অবাঙালিরা গণেশ এবং দেবী লক্ষ্মীর পূজা করে থাকে। তবে অনেক বাঙালি বাড়িতেও এই সময় লক্ষ্মীপুজো হয়ে থাকে। যে ব্যক্তি দীপাবলির দিন ভক্তি ভরে দেবী লক্ষ্মীর স্মরণ করেন, তিনি সুখ, সমৃদ্ধি, ধনসম্পদের আশীর্বাদ পান। এবছর দীপাবলিতে লক্ষ্মী পূজার শুভ সময় পড়েছে - ০৪ নভেম্বর, বিকেল ০৫টা ৩৪ থেকে সন্ধ্যা ০৭টা ৩১ পর্যন্ত। পূজার সময়কাল ১ ঘণ্টা ৫৬ মিনিট।

Kali Puja 2021 : জেনে নিন এবছরের কালীপুজোর দিনক্ষণ ও শুভ সময়Kali Puja 2021 : জেনে নিন এবছরের কালীপুজোর দিনক্ষণ ও শুভ সময়

তাৎপর্য

তাৎপর্য

"দীপাবলি" শব্দটির অর্থ "প্রদীপের সমষ্টি"। এই দিন হিন্দুরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালান। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। আলোকমালায় সেজে ওঠে চারিদিক। দীপাবলির সময় অলক্ষ্মী বিদায় করে গৃহে মহালক্ষ্মীর আবাহন করা হয়। অলক্ষ্মী ঈর্ষা, দুর্ভাগ্য ও অশুভতার প্রতীক। মনে করা হয় লক্ষ্মীপুজোর সময়, লক্ষ্মীর সঙ্গে গৃহে অলক্ষ্মীরও আগমন হয়। তাই এই দিন লক্ষ্মী-অলক্ষ্মী উভয়ের পুজো করে, অলক্ষ্মীকে বিদায় করা হয়। উত্তর ভারতে দীপাবলির দিন লক্ষ্মী-গণেশ পূজার চল আছে, আর পশ্চিমবঙ্গে এইসময় দারুণ জাঁকজমক করে পালন করা হয় কালীপূজা।

English summary

Diwali 2021 : Date, Auspicious timing for Lakshmi Puja and Significance in Bengali

Diwali for the year 2021 is observed on 4 November, which falls on a Thursday. Check out the puja timings and Significance in Bengali.
X
Desktop Bottom Promotion