For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিভিন্নভাবে নবরাত্রি পালিত হয়

By Tulika Ghoshal
|

অপেক্ষার এক বছর পর আবার অক্টোবর এসেছে তার সব উৎসব নিয়ে| পরিস্কার আকাশ, প্রস্ফুটিত ফুল এবং একটি শীতল হাওয়া-তারই বার্তা বয়ে এনেছে| সারা দেশের মানুষ জাঁকজমকের সঙ্গে নবরাত্রি উদযাপন করার জন্য প্রস্তুত|

ভারত বৈচিত্র্যের একটি দেশ|একই উৎসবে দেশের পৃথক অংশে বিভিন্ন ভাবে পালিত হয়|নবরাত্রিতেও কোনো ব্যতিক্রম নেই| সারা দেশ দেবী দুর্গাকে বিভিন্ন ভাবে স্বাগত জানাতে প্রস্তুত হয়ে যায়| গুজরাটে যদি গর্ভা রাশ হয় তবে পশ্চিমবঙ্গ তার দুর্গাপূজার জন্য বিখ্যাত| সুতরাং, সত্যিই বিভিন্ন উপায়ে নবরাত্রি পালিত হয়|বিভিন্ন উপায়ে নবরাত্রি উদযাপন মানেই তার ধর্মানুষ্ঠানও ভিন্ন ভিন্ন|কিন্তু সব ধর্মানুষ্ঠানেরই একটি অর্থ| দেবী দুর্গার কাছে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রার্থনা করা হয়|

নবরাত্রির ধর্মানুষ্ঠান: উৎসাহিত মানুষেরা এই উৎসবমুখর দিনগুলির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন| হয়তো বিভিন্নভাবে নবরাত্রি পালিত হয়, কিন্তু দেশের প্রতিটি অংশে উৎসব নয় দিন ধরে চলতে থাকে| দশম দিনে, দশেরা বা বিজয়া দশমী নামে যা পরিচিত, দেবী দুর্গার প্রতিমা জলে নিমজ্জিত হয়|এই নয়টি দিনের প্রতিটি দিন তার নিজের নিজের গুরুত্ব রয়েছে| সুতরাং, আসুন দেখি ভারতের বিভিন্ন প্রান্তে নবরাত্রি উৎসব কি ভাবে উদযাপন করা হয়|

navratri celebrated

1.পশ্চিমবঙ্গের দুর্গাপূজা -পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে নবরাত্রি দুর্গাপূজার জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয়ে থাকে| পূজা উৎসবের ষষ্ঠ দিনে বোধন (দেবী জাগরণ) দিয়ে শুরু হয় এবং দশম দিন পর্যন্ত চলতে থাকে|এখানে দেবী দুর্গাকে কন্যা হিসেবে গণ্য করা হয় যিনি দীর্ঘ সময় পর বাপের বাড়িতে ফিরে আসেন|

2. গুজরাটের গর্ভা রাশ- - কিভাবে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ভাবে নবরাত্রি উদযাপন করে থাকে? গুজরাটে, একটি মাটির পাত্র 'গর্ভা' (গর্ভ) প্রতীক হিসেবে রাখা হয়| মহিলারা নানারকম ঝলমলে পোশাক পরে এই পাত্রের চারপাশে ঘুরে ঘুরে নাচ করে থাকেন|এছাড়াও গুজরাটের ডান্ডিয়া রাশ আরেকটি ঐতিহ্যবাহী নৃত্য যা নবরাত্রির সময় করতে দেখা যায়|

3. তামিলনাডুর বোম্মাই গলু -এখানে সুন্দর সাজানো গলু পুতুল বিজোড় সংখ্যাযুক্ত 3, 7, বা 9 স্তরে প্রদর্শিত করে দেব দেবী হিসেবে পুজো করা হয়| আলো দিয়ে সাজিয়ে এবং স্তবগান করে এই নয় দিন ব্যাপী উৎসব উদযাপন করা হয়|

4. অন্ধ্র প্রদেশের বাটুকাম্মা পাণ্ডুগা - যদি উত্তর ও পশ্চিম ভারত ধুমধাম এবং জাঁকজমকের সঙ্গে এটি পালন করে তাহলে, দক্ষিণ প্রান্ত সবকিছু খুব প্রশান্ত রাখে| মৌসুমি ফুল দিয়ে সাতটি স্তরের একটি রঙিন ফুলের তোরা তৈরি করা হয়| এই তোরা দেবী দুর্গার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়|

5. মহারাষ্ট্রের নবরাত্রি - যদিও গর্ভা অনুষ্ঠান মহারাষ্ট্রেও উদযাপন করা হয়;
সেখানে এই উৎসবে কিছু অন্যরকম আচার পালন করতে দেখা যায়| এই সময়ে, বিবাহিত নারীরা একে অপরকে আমন্ত্রণ জানিয়ে সিঁদুর, মিষ্টি, চুড়ি, বিন্দি ইত্যাদি দিয়ে নিজেদের সাজিয়ে তোলেন|

6. কেরলে নবরাত্রি - ভারতের সবচেয়ে সাক্ষর রাজ্য হিসাবে কেরলকে বিবেচনা করা হয়|এখানে, নবরাত্রি শুধুমাত্র তিন দিনের জন্য পালিত হয়|মানুষ দেবী সরস্বতীর সামনে দুই দিনের জন্য তাদের বই রেখে জ্ঞান ও বিদ্যার জন্য প্রার্থনা করে| সাধারণত, এই বিভিন্ন উপায়ে নবরাত্রি বিভিন্ন সম্প্রদায়ের দ্বারা পালিত হয়|নয় দিন পর দেবী দুর্গার প্রতিমা পবিত্র জলে নিমজ্জিত করা হয়| বিহার ও উত্তরপ্রদেশে উৎসবের দশম দিনে দশেরা উপলক্ষে 'রামলীলা' উদযাপন করা হয়| বাংলার জনগণ, সম্মান ও ভালবাসা বিনিময় করে, 'বিজয়া দশমীর' মিষ্টির মাধ্যমে|প্রকার যাই হোক না কেন, এই উৎসব সব ভারতীয়দের হৃদয় জুড়ে থাকে|

English summary

বিভিন্নভাবে নবরাত্রি পালিত হয় | নবরাত্রি উৎসব | নানা ভাবে নবরাত্রি পালন করা হয় | প্রতিটা রাজ্য কিভাবে নবরাত্রি উজ্জাপন করে

After one year of waiting, again October has come with all its festivals. The clear sky, blooming flowers and a soothing breeze- all hail the oncoming carnival. Throughout the country, people get ready to celebrate Navratri with grandeur.
X
Desktop Bottom Promotion