For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Dhanteras 2023: অর্থাভাব কাটাতে ধনতেরাসের দিন এই কাজগুলি অবশ্যই করুন!

|

ধনতেরাসের মাধ্যমেই সূচনা হয় দীপাবলির। মূলত, দীপাবলির এক-দু'দিন আগে আমরা মেতে উঠি ধনতেরাসের আনন্দে। বিশেষত, এই রীতি পালনের প্রচলন অ-বাঙালিদের মধ্যে হলেও, বর্তমানে বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এটি। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। সেই মতো এইবছর, অর্থাৎ ২০২৩ সালে ১০ নভেম্বর এটি পালিত হবে।

অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির আশায় ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়ে থাকে। পারিবারিক ও অর্থনৈতিক শ্রী বৃদ্ধির কামনায় একাধিক ধাতুর জিনিস কেনার চল রয়েছে ধনতেরসের সময়। বিভিন্ন অলংকার যেমন সোনা, রুপা ছাড়াও কাঁসার, তামার বা পিতলের জিনিস কেনা হয়ে থাকে এইসময়। শাস্ত্র মতে, এই দিনে ঘরে নতুন কোনও ধাতুর জিনিস আনলে ঘটে 'শ্রী বৃদ্ধি', আসেন মা লক্ষ্মী। দেবী লক্ষ্মীর পাশাপাশি সম্পদের দেবতা কুবেরও এইদিনে পূজিত হন। হিন্দু শাস্ত্র মতে, এই বিশেষ দিনে কিছু উপায় অনুসরণ করলে ধন-ধান্যে বৃদ্ধি হয় ও সবসময় দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাহলে দেখে নিন অর্থাভাব কাটাতে ধনতেরাসে কী করবেন -

Auspicious things to do on Dhanteras

১) ধনতেরাসের দিন লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করুন। পুজোর পর ২১টি চালের দানা একটি লাল কাপড়ে মুড়ে টাকা রাখার স্থানে রাখুন। এতে আপনার সম্পত্তি বাড়বে।

২) ধনতেরাসের দিন সন্ধ্যেবেলায় একটি প্রদীপ জ্বালান এবং তার পাশে একটি কড়ি রাখুন। তারপর টাকা রাখার জায়গায় ওই কড়িটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন। দেখবেন পরিবারে অর্থাভাব থাকবে না!

৩) ধনতেরাসের দিন বাড়িতে ১৩টি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এর ফলে হঠাৎ ধন প্রাপ্তি হতে পারে।

৪) জীবনে উন্নতি চাইলে এই বিশেষ দিনে অবশ্যই রুপোর কয়েন ও গোটা হলুদের পুজো করুন, তাহলে আর্থিক বাধা দূর হবে।

আরও পড়ুন : এই ধনতেরাসে আপনার রাশি অনুযায়ী কেনাকাটা করুন, ঘরে সুখ-সমৃদ্ধি ভরে উঠবে!

৫) ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ অর্পণ করুন। এতে অর্থসমস্যা দূর হবে এবং অর্থের সঞ্চয় বাড়বে।

৬) এই ধনতেরাসে ঘরে গোমতি চক্র আনুন। বিভিন্ন জ্যোতিষ বিশেষজ্ঞের মতে, এটি ঘরে থাকলে অর্থাভাব কমে।

৭) ধনতেরাসের দিন শ্রীযন্ত্রের পুজো করলে আর্থিক সমস্যা দূর হয় এবং পরিবারে সুখ-সমৃদ্ধি আসে।

English summary

Dhanteras 2023: Auspicious things to do on Dhanteras

Here is a list of things to do and buy on Dhanteras to get lucky.
X
Desktop Bottom Promotion