For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chandra Grahan 2023: চন্দ্রগ্রহণের সময় সতর্ক থাকুন গর্ভবতী মহিলারা, ভুলেও করবেন না এই কাজ!

|

জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহণের প্রভাব প্রতিটি ব্যক্তির জীবনে পড়ে। গ্রহণ চলাকালীন প্রত্যেকেরই খুব সাবধানে থাকা উচিত, বিশেষ করে গর্ভবতী মহিলাদের। কারণ গ্রহণের প্রভাব মায়ের পাশাপাশি গর্ভস্থ শিশুর উপরও পড়তে পারে, ফলে তাদের ক্ষতি হতে পারে বলে বিশ্বাস।

২৮ অক্টোবর, চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই দিনে কোনও শুভ কাজ করা উচিত নয়। এই গ্রহণ ভারতে দেখা যাবে। যে কারণে এর সূতক কালও মান্য হবে। জ্যোতিষীরা বিশ্বাস করেন, গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত, যাতে মা ও গর্ভে বেড়ে ওঠা শিশু উভয়ই সুস্থ থাকে।

Chandra Grahan Pregnancy Precautions

চন্দ্রগ্রহণ চলাকালীন এই বিষয়গুলি মাথায় রাখুন

১) গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকা উচিত।

২) গ্রহণকালে চাঁদের দিকে তাকাবেন না। এতে গর্ভস্থ শিশুর ওপর খারাপ প্রভাব পড়ে।

৩) ছুরি, কাঁচি, সূঁচ, এই জাতীয় ধারালো জিনিস ব্যবহার করবেন না।

৪) গ্রহণকালে কিছু খাবেন না। সেলাই করাও নিষেধ।

৫) মুখে তুলসী পাতা রেখে হনুমান চালিসা পাঠ করুন।

৬) গ্রহণ শেষ হলে বিশুদ্ধ জল দিয়ে স্নান করুন।

৭) বিশ্বাস করা হয় যে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের মাধ্যাকর্ষণ খুব বেশি থাকে, তাই গর্ভবতী মহিলাদের গ্রহণ দেখা উচিত নয়।

৮) গ্রহণের সময় মহিলাদের শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। তাদের অস্থিরতা, ঘাম এবং দুর্বলতা অনুভব হতে পারে।

৯) গ্রহণের সময় গর্ভবতী মহিলারা একটি নারকেল নিজের কাছে রাখুন। এতে গ্রহণের কোনও খারাপ প্রভাব পড়ে না বলে বিশ্বাস। গ্রহণকালে জপ, ধ্যান করতে থাকুন। ইষ্টদেবের মন্ত্রগুলো মনে মনে জপ করুন।

১০) এই সময়ে গর্ভবতী মহিলাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত। তাদের কোনও ধরনের কাজ করা উচিত নয়।

১১) গ্রহণের সময় জানালা বন্ধ রাখুন, যাতে গ্রহণের আলো কোনওভাবেই ঘরে ঢুকতে না পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে দেওয়া।

English summary

Chandra Grahan 2023: Pregnancy Precautions; Know Dos and Don'ts during Lunar Eclipse in Bengali

Here we talking about Chandra Grahan 2023 Pregnancy Precautions: Know Do's and Don'ts during Lunar Eclipse. Read on.
X
Desktop Bottom Promotion