For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Chaitra Navratri 2021 : কবে থেকে শুরু চৈত্র নবরাত্রি? জেনে নিন সঠিক দিন-ক্ষণ

|

দুর্গাপুজো বলতে বাঙালী হিন্দুদের মনে শারদীয়া দুর্গোত্‍সবের কথাই মাথায় আসে। তবে বাঙালীদের দুর্গাপুজো পাঁচ দিনের হলেও, ভারতের অনেক রাজ্যে টানা নয় দিন ধরে চলে দেবী দূর্গার আরাধনা। আর এই উত্‍সবই 'নবরাত্রি' নামে পরিচিত। বছরে চারটি নবরাত্রি আসে এবং বিভিন্ন নবরাত্রির ধর্মীয় তাৎপর্য আলাদা। প্রথম নবরাত্রি আষাঢ় মাসে, দ্বিতীয়টি আশ্বিন মাসে, তৃতীয়টি মাঘ মাসে এবং চতুর্থ নবরাত্রি চৈত্র মাসে পড়ে। এই এপ্রিল মাসেই আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে চৈত্র নবরাত্রি।

Chaitra Navratri 2021

নবরাত্রির সময় মা দুর্গার নয়টি রূপের পূজা করা হয়। নিষ্ঠাভরে মায়ের পূজা করলে জীবনে সুখ-সমৃদ্ধি ও খ্যাতি বৃদ্ধি পায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক ২০২১ সালের চৈত্র নবরাত্রির সঠিক দিন-ক্ষণ ও শুভ সময়।

চৈত্র নবরাত্রি কবে থেকে শুরু হবে?

চৈত্র নবরাত্রি কবে থেকে শুরু হবে?

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। ২০২১ সালে ১৩ এপ্রিল থেকে শুরু হবে এই উত্‍সব এবং শেষ হবে ২২ এপ্রিল।

প্রতিপদ ও ঘটস্থাপনের শুভ সময়

প্রতিপদ ও ঘটস্থাপনের শুভ সময়

১৩ এপ্রিল, মঙ্গলবার ঘটস্থাপন হবে।

ঘটস্থাপনের শুভ সময় - সকাল ০৫টা ১৮ মিনিট থেকে সকাল ০৯টা ৩১ মিনিট পর্যন্ত।

ঘটস্থাপনের অভিজিত্‍ মুহূর্ত - বেলা ১১টা ১২ মিনিট থেকে দুপুর ১২টা ০২ মিনিট পর্যন্ত।

প্রতিপদ তিথি শুরু - ১২ এপ্রিল, সকাল ০৮টা থেকে

প্রতিপদ তিথি শেষ - ১৩ এপ্রিল, সকাল ১০টা ১৬ মিনিট পর্যন্ত।

পয়লা বৈশাখ, রামনবমী ছাড়াও এপ্রিল মাসে এই উৎসবগুলি উদযাপিত হবে, রইল সম্পূর্ণ তালিকাপয়লা বৈশাখ, রামনবমী ছাড়াও এপ্রিল মাসে এই উৎসবগুলি উদযাপিত হবে, রইল সম্পূর্ণ তালিকা

২০২১ সালের চৈত্র নবরাত্রি তিথির সম্পূর্ণ তালিকা

২০২১ সালের চৈত্র নবরাত্রি তিথির সম্পূর্ণ তালিকা

প্রথম দিন : ১৩ এপ্রিল - শৈলপুত্রী

দ্বিতীয় দিন : ১৪ এপ্রিল - ব্রহ্মচারিণী

তৃতীয় দিন : ১৫ এপ্রিল - চন্দ্রঘণ্টা

চতুর্থ দিন : ১৬ এপ্রিল - কুষ্মান্ডা

পঞ্চম দিন : ১৭ এপ্রিল - স্কন্দমাতা

ষষ্ঠ দিন : ১৮ এপ্রিল - কাত্যায়নী

সপ্তম দিন : ১৯ এপ্রিল - কালরাত্রি

অষ্টম দিন : ২০ এপ্রিল - মহাগৌরী

নবম দিন : ২১ এপ্রিল - সিদ্ধিদাত্রী

English summary

Chaitra Navratri 2021 : Date, Ghatsthapana Timings, Auspicious Nine Days Full List In Bengali

Chaitra Navratri 2021 will begin from Tuesday, April 13. Check out the details in Bengali.
X
Desktop Bottom Promotion