For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ডিসেম্বর ২০১৯ : এই মাসের গৃহপ্রবেশের শুভ তারিখ

|

হাউস ওয়ার্মিং বা 'গৃহপ্রবেশ' ভারতে একটি জনপ্রিয় পুরানো রীতি। নতুন বাড়িতে প্রথমবার প্রবেশ করার সময় এই গৃহপ্রবেশের অনুষ্ঠান করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, গৃহপ্রবেশ বা গৃহ যজ্ঞ-এর অনুষ্ঠান শুভ বলে বিশ্বাস করা হয়। যেকোনও দিনে এই অনুষ্ঠান করা যায় না। বলা হয়, কোনও নতুন সম্পত্তি কেনা বা নতুন বাড়িতে স্থানান্তর হওয়ার ব্যাপার থাকলে, একটি শুভদিন দেখে গৃহপ্রবেশের অনুষ্ঠান করা হয় বাড়ি এবং সমগ্র পরিবারের সৌভাগ্য লাভের জন্য। তাই, গৃহপ্রবেশের জন্য শুভ দিন খুঁজে বার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Auspicious Dates For Griha Pravesh

সুতরাং, আপনি যদি ডিসেম্বর মাসে গৃহপ্রবেশ অনুষ্ঠান করার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার সুবিধার্থে এখানে গৃহপ্রবেশের কয়েকটি শুভ তারিখ দেওয়া হল।

৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার

২০১৯ সালের ডিসেম্বর মাসে গৃহপ্রবেশের জন্য এটিই প্রথম শুভ দিন, এইদিনে আপনি আপনার নতুন বাড়ির জন্য গৃহ পূজা বা যজ্ঞ করতে পারেন। এইদিনের 'তিথি' (হিন্দু বর্ষপঞ্জী অনুসারে তারিখ) হল 'দশমী'।

৭ ডিসেম্বর ২০১৯, শনিবার

এইদিনেও আপনি নিজের নতুন বাড়ির জন্য গৃহপ্রবেশের পরিকল্পনা করতে পারেন। এই দিনের 'তিথি' হল 'একাদশী'। গৃহপ্রবেশের সেরা সময় শুরু হবে সকাল ৭টা বেজে ০১ মিনিট (৭ ডিসেম্বর ২০১৯) থেকে রাত ০১টা বেজে ২৯ মিনিট (৮ ডিসেম্বর ২০১৯) পর্যন্ত।

আরও পড়ুন : বিয়ের পরিকল্পনা করছেন? দেখে নিন ডিসেম্বরের বিয়ের দিনক্ষণ

১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার

আপনার নতুন বাড়ির গৃহপ্রবেশ সম্পাদন এবং জীবনে নতুন কিছু শুরু করার জন্য এটি অত্যন্ত শুভ দিন। এই দিনটির 'তিথি' হল 'প্রতিপদ'। এইদিন পূজা শুরু করার সেরা সময় হল সকাল ১০টা বেজে ৪২ মিনিট থেকে সকাল ০৬টা বেজে ১৯ মিনিট (১৩ ডিসেম্বর) পর্যন্ত।

আমরা আশা করি, গৃহপ্রবেশের জন্য এই শুভ তারিখগুলি আপনাকে আরও ভালভাবে অনুষ্ঠান পরিকল্পনা করতে সহায়তা করবে।

Read more about: griha pravesh december
English summary

Auspicious Dates For Griha Pravesh in The Month of December 2019

If you are planning to organise a home warming ceremony in the month of December, then here are some auspicious dates for your convenience.
X
Desktop Bottom Promotion