Just In
- 1 hr ago
Krishna Janmashtami 2022 : ১৮ না ১৯? কবে জন্মাষ্টমী? জেনে নিন তিথি, শুভক্ষণ ও পূজা বিধি
- 9 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? জানতে দেখুন ১২ অগস্টের রাশিফল
- 18 hrs ago
Dahi Bhindi Recipe : ডিনারে রুটির সঙ্গে বানিয়ে নিন দই ভেন্ডি, আঙুল চাটবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো
- 19 hrs ago
এই ৬ খাবারই রক্তে কোলেস্টেরল বাড়ায়, এখনই না ছাড়লে বিপদে পড়বেন!
Apara Ekadashi 2022: চলতি বছর বিশেষ যোগে পালিত হবে অপরা একাদশী, জেনে নিন তিথি ও শুভক্ষণ
জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অপরা একাদশী। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এ বছর ২৬ মে, বৃহস্পতিবার পড়েছে অপরা একাদশী। মনে করা হয়, অপরা একাদশীর ব্রত করলে ভগবান বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ-কষ্ট ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করে। এই একাদশী অত্যন্ত পুণ্যদায়ক এবং ভক্তিভরে সকল নিয়ম মেনে এই একাদশী পালন করলে সমস্ত পাপ নাশ হয়।
বিশ্বাস করা হয় যে, এই একাদশীতে ভগবান বিষ্ণুর পূজা করলে পাপ থেকে মুক্তি মেলে ও মোক্ষ প্রাপ্তি হয়। চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের অপরা একাদশী ব্রতের তিথি ও শুভক্ষণ -

অপরা একাদশীর তিথি ও শুভক্ষণ
২০২২ সালে অপরা একাদশী পড়েছে ২৬ মে, বৃহস্পতিবার।
একাদশী তিথি শুরু : ২৫ মে, বুধবার সকাল ১০টা ৩২ মিনিটে
একাদশীর তিথি শেষ : ২৬ মে, বৃহস্পতিবার সকাল ১০টা ৫৪ মিনিটে
ব্রতভঙ্গের সময় : ২৭ মে, শুক্রবার সকাল ৪টা ৫৩ থেকে সকাল ৭টা ৩৩ মিনিট পর্যন্ত।

অপরা একাদশীতে শুভ যোগ
এ বছর অপরা একাদশীর সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ আছে। সকাল থেকে রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ এবং তার পরে রয়েছে সৌভাগ্য যোগ। বিশেষজ্ঞদের মতে, এই যোগ অত্যন্ত শুভ। আয়ুষ্মান যোগে পূজা করলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর আশীর্বাদ মেলে। বিশ্বাস করা হয় যে, সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনও কাজ করা সফলতা আসে।

অপরা একাদশী পূজা বিধি
অপরা একাদশীর দিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠুন। ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। উপবাসের সংকল্প গ্রহণ করুন। বাড়িতে পূজার স্থল পরিষ্কার করে, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন। এর পর ধূপ-দীপ জ্বালিয়ে সঠিক বিধি মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন। একাদশী ব্রত কথা পড়ুন এবং শ্রবণ করুন। সন্ধ্যায় আবার পূজা করুন এবং আরতি করুন। এ দিন অন্ন গ্রহণ করবেন না। ফলাহার করতে পারেন।
পরের দিন নিয়মানুযায়ী ব্রত ভঙ্গ করুন। আপনার সামর্থ্য অনুযায়ী গরীব-দুঃখী ও ব্রাহ্মণদের দান-দক্ষিণা দিন।