For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Annapurna Puja 2021 : দেবী অন্নপূর্ণার পুজো করলে অভাব-অনটন ঘুচবে, রইল অন্নপূর্ণা পুজোর সময়সূচি ও নির্ঘণ্ট

|

হিন্দুধর্মের একটি বিশেষ উৎসব অন্নপূর্ণা পূজা। দেবী পার্বতীর অন্য এক রূপ হল অন্নপূর্ণা। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণা-র অর্থ হল পূর্ণ, অর্থাত্‍ যিনি অন্নদাত্রী। দ্বিভুজা অন্নপূর্ণার এক হাতে অন্নপাত্র ও অন্য হাতে হাতা থাকে। বিশ্বাস করা হয় যে, ভক্তিভরে দেবী অন্নপূর্ণার পুজো করলে জীবনে অন্ন-বস্ত্রের অভাব হয় না। অর্থনৈতিক দিকও শক্তিশালী হয়। দেবী অন্নপূর্ণার কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। দেবী অন্নপূর্ণা-কে নিয়ে পুরাণে নানান কাহিনীও আছে।

Annapurna Puja 2021 Date

পুরাণ মতে, দেবীর সঙ্গে মহাদেবের মতবিরোধের কারণে দেবী কৈলাস ত্যাগ করেন। তারপরই চারিদিকে মহামারি ও খাদ্যাভাব দেখা দেয়। তখন ভক্তদের রক্ষার জন্য মহেশ্বর ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েন, কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে। তখন মহাদেব জানতে পারেন যে, কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। এরপর মহাদেব দেবীর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন।

কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর ধুমধাম করে দেবী অন্নপূর্ণার পুজো করা হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উত্‍সবও খুব বিখ্যাত। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এবছর কবে পড়েছে অন্নপূর্ণা পূজা এবং পুজোর শুভ সময়।

২০২১ সালের অন্নপূর্ণা পূজার সময়সূচি ও নির্ঘণ্ট

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

অষ্টমী তিথি শুরু - ১৯ এপ্রিল, সোমবার। রাত ১২টা বেজে ০৩ মিনিটে

অষ্টমী তিথি শেষ - ২০ এপ্রিল, মঙ্গলবার। রাত ১২টা বেজে ৪৪ মিনিট নাগাদ

নবমী তিথি শুরু - ২০ এপ্রিল, মঙ্গলবার। রাত পৌনে ১টা

নবমী তিথি শেষ - ২১ এপ্রিল, বুধবার। রাত ১২টা বেজে ৩৬ মিনিটে

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

অষ্টমী তিথি শুরু - ১৯ এপ্রিল, সোমবার। রাত ০৬টা বেজে ৫৫ মিনিটে

অষ্টমী তিথি শেষ - ২০ এপ্রিল, মঙ্গলবার। রাত ০৭টা বেজে ১৬ মিনিটে

নবমী তিথি আরম্ভ - ২০ এপ্রিল, মঙ্গলবার। রাত ৭টা ১৬ মিনিটে

নবমী তিথি শেষ - ২১ এপ্রিল, বুধবার। রাত ৭টা ০৭ মিনিটে

English summary

Annapurna Puja 2021 : Date, Time And Significance in Bengali

Annapurna Puja 2021 : Date, Time And Significance
X
Desktop Bottom Promotion