Just In
- 4 hrs ago
Shani Jayanti 2022 : শনি জয়ন্তীতে এই জিনিসগুলি দান করুন, মুক্তি মিলবে সব সমস্যা থেকে!
- 12 hrs ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৬ মে-এর রাশিফল
- 20 hrs ago
দুধের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি, শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে!
- 1 day ago
শুধু রান্নার কাজেই নয়, ত্বক ও চুলের যত্নেও দারুণ উপকারী অলিভ অয়েল! দেখুন কী ভাবে কাজে লাগাবেন
অম্বুবাচীর সময় ভুলেও এই কাজগুলি করবেন না, তাহলেই বিপদ!
এইবছর ২২ জুন, সোমবার থেকে শুরু হয়েছে অম্বুবাচী এবং এটি চলবে ২৫ জুন পর্যন্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয়। এই তিন দিন কোনও মাঙ্গলিক কাজ করা হয় না। হাল ধরা, গৃহ প্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এইসময়। এইসময় মঠ-মন্দিরের প্রবেশদ্বার এবং পুজোও বন্ধ থাকে। সন্ন্যাসী এবং বিধবারা এই তিন দিন বিশেষভাবে পালন করেন।
অসমের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী পালন সারা ভারত বিখ্যাত। হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র এবং এটি ৫১টি সতীপীঠের অন্যতম। এই স্থানে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। অম্বুবাচীর তিন দিন কামরুপ কামাখ্যায় বিশেষ উৎসব পালিত হয়। তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়। কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বৎসর বিরাট অম্বুবাচী মেলারও আয়োজন করা হয়।
প্রতিটি ব্রত বা পূজার ক্ষেত্রেই কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। ঠিক সেরকমই অম্বুবাচীরও কিছু নিয়ম আছে। হিন্দুশাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে, যেগুলি অম্বুবাচীতে করা উচিত এবং কিছু কাজ যেগুলি করা উচিত নয়। দেখে নিন সেগুলি কী -
আরও পড়ুন : Ambubachi 2021 : ২২ জুন থেকে শুরু অম্বুবাচী, কোন সময় শুরু এবং শেষ কবে? জেনে নিন সম্পূর্ণ নির্ঘণ্ট
হিন্দুশাস্ত্র মতে যে কাজগুলি অম্বুবাচীতে করা উচিত
ক) কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা ও চণ্ডীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়।
খ) এইসময় তুলসি গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করুন। যাঁরা শাক্তমন্ত্রে দীক্ষিত, তাঁরা মন্ত্র পাঠও করতে পারবেন।
গ) অম্বুবাচীতে গুরুপুজো করা যায়। এই সময় গুরু প্রদত্ত মন্ত্রও জপ করতে পারবেন।
ঘ) অম্বুবাচীর পর দেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দিন। তারপর দেবীমূর্তি ভাল করে স্নান করিয়ে পুজো করুন। দেবীকে আম-দুধ নিবেদন করতে পারেন।
ঙ) যদি এই সময় জগন্নাথদেবের রথযাত্রা পড়ে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে। কারণ এই সময়ে নিত্যকর্ম হবে, কাম্য কর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম।
যে কাজগুলি অম্বুবাচীতে করা উচিত নয়
ক) এই সময় বৃক্ষরোপণ ও কৃষিকাজ করতে নেই। এছাড়াও, কোনও শুভ বা মাঙ্গলিক কাজ না করাই ভালো।
খ) হিন্দুশাস্ত্র অনুসারে, গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করতে নেই।
গ) পূজার সময় কোনও মন্ত্রপাঠ করা উচিত নয়। কেবলমাত্র ধূপ-প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে।