For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অক্ষয় তৃতীয়া ২০২১ : জানুন এই উৎসবের আচার-অনুষ্ঠান ও তাৎপর্য সম্পর্কে

|

অক্ষয় তৃতীয়া প্রতিবছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয়। এই বছর এই উৎসবটি ১৪ মে পালিত হতে চলেছে। ভারতের বহু প্রদেশে পালিত এই উৎসব হিন্দি বলয়ে আখা তীজ নামে অভিহিত।

হিন্দু এবং জৈন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনটিকে শুভ দিন হিসেবে মানা হয়, তাই এই দিনটিতে অনেকেই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ শুরু করে। এই দিনে অনেকেই ব্যবসার কাজ, বাড়ি কেনা, যানবাহন, গহনা কেনা ইত্যাদি করে থাকে। এই দিনে অনেকে বিয়েও করেন। আসুন অক্ষয় তৃতীয়া সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক।

Akshaya Tritiya 2020

অক্ষয় তৃতীয়ার আচার অনুষ্ঠান

যেহেতু এই বছর আমরা করোনা ভাইরাসের কারণে লকডাউনে আছি, তাই বাইরে না বেরিয়ে আমরা বাড়িতে থেকে অবশ্যই পূজা করতে পারি। এই দিনে সম্পদ, সমৃদ্ধি এবং ভাগ্যের দেবীর উপাসনা করা হয়।

ক) খুব সকালে উঠে ফ্রেশ হয়ে নিন।

খ) আপনার পূজার ঘর বা আপনি যেখানে দেবতার পূজা করবেন সেই জায়গাটি পরিষ্কার করুন।

গ) স্নান করে নতুন বা পরিষ্কার পোশাক পরুন।

ঘ) কাঁচা দুধ দিয়ে দেবী লক্ষ্মীর প্রতিমাকে পবিত্র স্নান করান। এর পরে প্রতিমাটি একটি লাল কাপড়ে মুড়ে নিন।

ঙ) দেবীর কাছে কুমকুম, ফুল এবং কেশর (জাফরান) অর্পণ করুন।

ঙ) গঙ্গাজল (গঙ্গা নদীর পবিত্র জল) দেবতার উপরে ছিটিয়ে দিন এবং তাঁর উপাসনা করুন।

অক্ষয় তৃতীয়ার তাৎপর্য

ক) অক্ষয় তৃতীয়ায় দিনটিকে অর্থ বিনিয়োগ এবং সম্পত্তি কেনার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়।

খ) মানুষ এই দিন সোনা এবং অন্যান্য মূল্যবান রত্ন কিনতে পছন্দ করে। দিনটি ভাগ্য এবং সাফল্য নিয়ে আসে বলে মনে করা হয়।

গ) এই দিনে ধন ও সমৃদ্ধির দেবতা দেবী লক্ষ্মীর পূজা করা হয়।

English summary

Akshaya Tritiya 2021 : Rituals And Significance Of The Festival

Akshaya Tritiya also known as Akha Teej is celebrated every year on the Tritiya of Shukla Paksha of Vaishakh month. This year the festival falls on 14 May 2021.
X
Desktop Bottom Promotion