For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

দেখুন অক্ষয় তৃতীয়ার দিন ও শুভ সময়, ভুল করেও এই কাজ করে মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করবেন না

|

সামনেই অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যেদিন যেকোনও শুভ কাজ সম্পাদন করা যায়, এর জন্য পঞ্জিকা দেখার কোনও প্রয়োজন হয় না। এই দিনে যেকোনও কাজই বিফলে যায় না। এই বছর অর্থাৎ ২০২০ সালে অক্ষয় তৃতীয়া পড়ছে ২৬ এপ্রিল, রবিবার। সাফল্য ও সৌভাগ্যের প্রতীক এই দিনটি। এই তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে অর্থাৎ তা কখনও নষ্ট হয় না, তাই এই তিথি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধি লাভ করেছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। পয়লা বৈশাখের মত এই তিথিতে কিছু কিছু ব্যবসায়ী খাতা ও লক্ষ্মী-গণেশ পুজো করে থাকেন।

Akshaya Tritiya 2020

জেনে নিন অক্ষয় তৃতীয়ায় দিনে কোন শুভ সময়ে দেবী লক্ষ্মীর পূজা করবেন এবং কী কী করা এড়ানো উচিত।

অক্ষয় তৃতীয়ার শুভ সময়

অক্ষয় তৃতীয়ার শুভ সময়

তৃতীয়া তিথি শুরু - বেলা ১১টা ৫১ মিনিট (২৫ এপ্রিল ২০২০, শনিবার)

তৃতীয়া তিথি শেষ - দুপুর ১টা ২২ মিনিট (২৬ এপ্রিল ২০২০, রবিবার)

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় হল - ২৫ এপ্রিল বেলা ১১টা ৫১ মিনিট থেকে ২৬ এপ্রিল দুপুর ১টা ২২ মিনিট পর্যন্ত।

অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলি করবেন না

অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজগুলি করবেন না

যেমনভাবে বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়ার দিনে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে অর্থাৎ তা কখনও নষ্ট হয় না, তেমনিভাবে এই দিনে আপনার করা কোনও পাপ কাজের কখনই মুক্তি মেলে না। অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে নির্যাতন করা বা অন্যের ক্ষতি করা এড়ানো উচিত। এই দিনে কোনও ব্যক্তি খারাপ কাজ করলে তার অর্জিত পুণ্যকর্মগুলিও বিফলে যায়। এটাও বিশ্বাস করা হয় যে, অক্ষয়া তৃতীয়ার দিনে কোনও ব্যক্তির করা খারাপ কাজের ফল তার প্রতিটি জন্মে ভোগ করতে হয়। অক্ষয় তৃতীয়ার দিনে যে ব্যক্তি ব্রত রাখে তার নুন খাওয়া এড়ানো উচিত।

অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে

অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে

পৌরাণিক গ্রন্থ অনুসারে, এই দিনে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনটি বিবাহ, ধর্মীয় অনুষ্ঠান, গৃহপ্রবেশ, ব্যবসা শুরু, জপ ও পূজা-পাঠ করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে দান-দক্ষিণা এবং গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনার জীবনসাথী ও সন্তানের সুখের জন্য অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করা যথাযথ বলে বিবেচিত হয়।

অক্ষয় তৃতীয়া সম্পর্কিত যে যে বিশ্বাস আছে

অক্ষয় তৃতীয়া সম্পর্কিত যে যে বিশ্বাস আছে

ক) এটা বিশ্বাস করা হয় যে, সত্যযুগ এবং ত্রেতাযুগের প্রথম আবির্ভাব অক্ষয় তৃতীয়ায় দিনে হয়েছিল।

খ) অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং সাত চিরঞ্জীবির একজন।

গ) অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন।

ঘ) অক্ষয় তৃতীয়ার দিনে বেদব্যাস মহাভারত গ্রন্থ লেখা শুরু করেছিলেন।

ঙ) অক্ষয় তৃতীয়ার শুভ লঘ্নেই বদ্রীনাথ ধামের দরজা খোলা হয়।

English summary

Akshaya Tritiya 2020 : Date,Time And Importance

Akshaya Tritiya which is also known as Akha Teej is highly auspicious and holy day for Hindu communities.
Story first published: Wednesday, April 22, 2020, 16:44 [IST]
X
Desktop Bottom Promotion