For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আজ বৃহস্পতিবার তো? তাহলে বন্ধু পুজো করার সময় এই নিয়মগুলি মেনে চলতেই হবে! না হলে কিন্তু...!

শাস্ত্র মতে বৃহষ্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করা শুরু করলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায়।

|

হিন্দু শাস্ত্রের দিকে নজর ফেরালে জানতে পারবেন সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গে কোনও না কোনও ভগবানের যোগ রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে সেই বিশেষ দিনে, সেই বিশেষ দেবতার পুজো করলে দারুন ফল পাওয়া যায়। যেমন ধরুন সোমবার দেবাদিদেবের পুজো করলে বাস্তবিকই বিশেষ ফল মেলে। একই ঘটনা ঘটে মঙ্গলবার হনুমান জির পুজো করলেও। তাহলে জিজ্ঞাস করতে পারেন অফুরন্ত সুখ-শান্তি এবং অর্থনাতিক সমৃদ্ধি লাভের জন্য় বৃহষ্পতিবার কোন দেব-দেবীর পুজো করা উচিত?

এই প্রশ্নর উত্তর অবশ্যই পাবেন। তবে তার আগে জানিয়ে রাখি বেশিরভাগ ধর্মভিরু বাঙালিই বৃহষ্পতিবার মা লক্ষীর পুজো করে থাকেন। যদিও সপ্তাহের এই বিশেষ দিনটিতে মায়ের নয়, পুজো করা উচিত তাঁর স্বামী ভগবান বিষ্ণুর। প্রসঙ্গত, শাস্ত্র মতে বৃহষ্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করা শুরু করলে গৃহস্থের অন্দরে পজেটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায়। শুধু তাই নয়, কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, সবক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায়। সেই সঙ্গে অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো। তবে এক্ষেত্রে আরেকটি আকর্ষণীয় বিষয় আপনাদের জেনে রাকা একান্ত প্রয়োজন। কী বিষয়?

এমনটা বিশ্বাস করা হয় যে বৃহষ্পতি বার এই প্রবন্ধে আলোচিত নিয়মগুলি মেনে চললে আরও বেশি মাত্রায় সুফল মেলে। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাও যায় কমে। তাহলে এখন প্রশ্ন হল সুখে-শান্তিতে থাকতে সপ্তাহের এই বিশেষ দিনটিতে কী কী নিয়ম মেনে চলা জরুরি?

১. হলুদ জামা পরা মাস্ট!

১. হলুদ জামা পরা মাস্ট!

এমনটা বিশ্বাস করা হয় যে হলুদ রং ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাই তো বৃহষ্পতিবার এই রঙের জামা-কাপড় পরলে নেগেটিভ এনার্জি ধারে কাছেও ঘেঁষতে পারে না। ফলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সঙ্গে ভঘবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করার দিনটা বেজায় আনন্দে কেটে যায়। প্রসঙ্গত, সপ্তাহের এই বিশেষ দিনটিতে ভগবান বিষ্ণুর পুজো করার সময় যদি হলুদ রঙের বসন পরতে পারেন, তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়।

২. নিয়ম করে প্রতি বৃহষ্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করতে হবে:

২. নিয়ম করে প্রতি বৃহষ্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করতে হবে:

শাস্ত্রে লেখা প্রতিটি শব্দকে যদি সত্য়ি মেনে নেন, তাহলে প্রতি বৃহষ্পতিবার সর্বশক্তিমানের পুজো করতে ভুলবেন না যেন! কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বৃহষ্পতিবার ভগবান বিষ্ণুর আরাধনা করলে গৃহস্তে মা লক্ষীর প্রবেশ ঘটে। ফলে অর্থনৈতিক উন্নতি লাভের পথ তো প্রশস্ত হয়ই, সেই সঙ্গে সামাজিক সম্মানও বৃদ্ধি পায়। শুধু তাই নয়, মা লক্ষী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে সুখের ঝাঁপি কখনও খালি হয় না। ফলে জীবন আনন্দে কেটে যায়। প্রসঙ্গত, ভগবান বিষ্ণুর আরাধনা করার সময় মনে করে "ওম নম ভগবতে বাসুদেবায় নমহঃ", এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না যেন!

৩. ডাল নিবেদন করতে হবে:

৩. ডাল নিবেদন করতে হবে:

সপ্তাহের এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর চরণে ডাল নিবেদন করা বেজায় শুভ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। কারণ এমনটা করলে জীবন পথে মাথা চাড়া দিয়ে ওঠা নানাবিধ সমস্যার পাহাড় সরে যেতে সময় লাগে না। শুধু তাই নয়, মনের ছোট থেকে চোটতর ইচ্ছা পূরণের সম্ভাবনাও যায় বেড়ে। প্রসঙ্গত, ডালের সঙ্গে যদি গুড় নিবেদন করতে পারেন, তাহলেও বেজায় উপকার মেলে। এখন প্রশ্ন হল যাদের বাড়ির সামনে বিষ্ণু মন্দির নেই, তার কী করবেন? সেক্ষেত্রে কলা গাছের সামনে চানা ডাল এবং গুঁড় পরিবশন করতে পারেন। কারণ এমনটা করলেও সমান উপকার পাওয়া যায়।

৪. কলা গাছের পুজো করতে হবে:

৪. কলা গাছের পুজো করতে হবে:

ভগবান বিষ্ণুকে চটজলদি প্রসন্ন করতে চান নাকি? তাহলে প্রতি বৃহষ্পতিবার সকালে উঠে স্নান সেরে হলুদ রঙের জামা-কাপড় পরে কলা গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা মাস্ট! আর এই সময় মনে মনে ভগবান বিষ্ণুর নাম নিতে ভুলবেন না যেন! এমনটা করলে দেখবেন দেবের আশীর্বাদ থেকে কখনও বঞ্চিত হবেন না। আর একবার সর্বশক্তিমানের আশীর্বাদ আপনার সঙ্গ নিলে কোনও নেগেটিভ শক্তিই আপনার ক্ষতি করতে পারবে না দেখবেন।

৫. সত্যনারায়ণ কথা:

৫. সত্যনারায়ণ কথা:

এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বৃহষ্পতিবার উপোস করে যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায়, তাহলে দারুন ফল মেলে। প্রসঙ্গত, এইদিন সত্যনারায়ণ কথার আয়োজন করাও বেজায় শুভ। কারণ শাস্ত্র মতে সপ্তাহের এই বিশেষ দিনে নারায়ণের আরাধনা করলে গুডলাক রোজের সঙ্গী হয়। ফলে চরম সফলার স্বাদ পেতে সময় লাগে না।

৬. খাবার বা অর্থ দান করুন:

৬. খাবার বা অর্থ দান করুন:

হিন্দু ধর্মের উপর লেখা একাধিক প্রাচীন গ্রন্থ অনুসারে প্রতি বৃহষ্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করার পাশাপাশি যদি গরীব মানুষদের অর্থ, বস্ত্র এবং খাবার দান করা যায়, তাহলে দারুন সুফল মেলে। তাই ভগবান বিষ্ণুর আশীর্বাদ থেকে যদি বঞ্চিত হতে না চান, তাহলে নিয়ম করে দান-ধ্যান করতে ভুলবেন না যেন!

Read more about: ধর্ম
English summary

6 Spiritual things people should do on Thursdays

Thursday is an important day in Hinduism and dedicated to Lord Vishnu. Known as Brihaspativar, people in order to bring prosperity and wealth, worship Lord Vishnu on this day.There are certain things listed in sacred Hindu texts that needs to be followed on a Thursday. Take a look.
Story first published: Thursday, April 26, 2018, 11:08 [IST]
X
Desktop Bottom Promotion