Just In
- 1 hr ago
Chicken Maharani Recipe : নৈশভোজে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন মহারানী, রইল রেসিপি
- 3 hrs ago
আই লাইনার শেষ হয়ে গিয়েছে? আইশ্যাডো দিয়েই তৈরি করে ফেলুন নানা রঙের আই লাইনার!
- 9 hrs ago
Devshayani Ekadashi 2022 : দেবশয়নী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য
- 17 hrs ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০৫ জুলাইয়ের রাশিফল
Papaya Halwa Recipe : সুজি, গাজরের হালুয়া তো প্রায়ই খান, এবার চেখে দেখুন পেঁপের হালুয়া
বাঙালির রান্নাবান্নার মধ্যে বেশ জনপ্রিয় একটি পদ হল হালুয়া। সাধারণত গাজরের হালুয়া কিংবা সুজির হালুয়াই আমরা বেশি খাই। কিন্তু সবসময় তো একই খাবার খেতে ভাল লাগে না। তাই হালুয়ার নতুন ধরনের স্বাদ পেতে চাইলে বানাতে পারেন পেঁপের হালুয়া। পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্যও খুব উপকারি।
ফাইবার, ভিটামিন এবং খনিজে ভরপুর পেঁপে অত্যন্ত পুষ্টিকর একটি ফল। স্যালাড, জুস, স্মুদি কিংবা তরকারি, যে কোনও পদ্ধতিতে খেলেই পেঁপে আমাদের শরীরে হাজারো উপকার প্রদান করে। পেঁপে পেট ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমায়। তাহলে জেনে নিন, পেঁপের হালুয়া তৈরির রেসিপি -
পেঁপের হালুয়া তৈরির উপকরণ
একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে
২০০ গ্রাম চিনি
দুই টেবিল চামচ ঘি
একটা তেজপাতা
এলাচ গুঁড়ো এক চিমটে
পেঁপের হালুয়া তৈরির পদ্ধতি
১) প্রথমে পেঁপের ছাল ছাড়িয়ে মাঝারি টুকরো করে নিন। তারপর গ্রেটারে গ্রেট করে নিন সবকটি পেঁপের টুকরো।
২) একটা হাঁড়িতে পরিমাণমতো জল দিয়ে তাতে গ্রেট করা পেঁপে দিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন। মাঝারি আঁচে করবেন। খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না। পেঁপে সেদ্ধ হয়ে গেলে ছেঁকে নিন।
৩) এবার গ্যাসে কড়াই গরম করে ঘি ও পেঁপে দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট ভাজুন।
৪) ভাজা হলে চিনি দিয়ে নাড়তে থাকুন। চিনি গলে এলে তেজপাতা ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। আরও কিছুক্ষণ নাড়ুন। জল শুকিয়ে গেলে নামিয়ে নিন।
৫) এবার প্লেটে পেঁপের হালুয়া নিয়ে ওপরে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।