For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Paneer Bhurji Recipe : রুটি, পরোটার সঙ্গে জমে যাবে পনিরের এই পদ, দেখে নিন রেসিপি

Posted By:
|

নিরামিষ মেনুতে পনিরের স্থান উপরের দিকেই। উৎসব, অনুষ্ঠানেও পনিরের নানা আইটেম রাখা হয়। পনিরের মধ্য়ে রয়েছে একাধিক পুষ্টিগুণ, যা বাচ্চা থেকে বুড়ো সকলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। আজ আমরা নিয়ে এসেছি পনিরের এক চটকদার রেসিপি, যার নাম পনির ভুর্জি। তাহলে চলুন দেখে নেওয়া যাক, বাড়িতে কী ভাবে তৈরি করবেন পনির ভুর্জি।

Paneer Bhurji Recipe

উপকরণ

২০০ গ্রাম পনির

২টো বড় পেঁয়াজ কুচি

১টা টমেটো কুচি

হাফ ক্যাপ্সিকাম কুচি

ধনে পাতা কুচি

পরিমাণমতো সাদা তেল

স্বাদ অনুযায়ী লবণ

হাফ চা চামচ গোটা জিরে

হলুদ গুঁড়ো

হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো

হাফ চা চামচ জিরে গুঁড়ো

হাফ চা চামচ ধনে গুঁড়ো

হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো

১ চা চামচ আদা-রসুন বাটা

আরও পড়ুন : রান্নাঘরে থাকা অল্প কিছু সরঞ্জামেই বানিয়ে ফেলুন পনির মাখানি

তৈরির পদ্ধতি

১) প্রথমে পনির গ্রেট করে নিন ভাল ভাবে।

২) কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন কিছুক্ষণ।

৩) পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিন আদা-রসুন বাটা। ভেজে নিন আরও কিছুক্ষণ।

৪) এরপর সবকটা মশলা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। আঁচ খুব বেশি রাখবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে।

৫) মশলা কিছুক্ষণ রান্না করার পর টমেটো ও ক্যাপ্সিকাম দিয়ে দিন। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।

৬) এর পর ঢাকনা খুলে গ্রেট করা পনির দিয়ে দিন। পনির ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে দিন। স্বাদমতো নুন দিন। আবার ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।

৭) ঢাকনা খুলে আরও একবার নেড়ে নিন। তারপর গরম মশলা ও ধনে পাতা মিশিয়ে নামিয়ে নিন। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে পনির ভুর্জি!

[ of 5 - Users]
English summary

Paneer Bhurji Recipe In Bengali

Today we are here to share the recipe of Paneer Bhurji with you. Scroll down the article to read more.
Story first published: Thursday, October 6, 2022, 19:16 [IST]
X
Desktop Bottom Promotion