For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চাটুতেই বানিয়ে ফেলুন রোস্টেড চিকেন

সময় লাগবে মাত্র ১৫ মিনিট। তাহলে অপেক্ষা কিসের এখনই বানিয়ে ফেলুন না জীভে জল আনা চিকেনের এই পদটি।

Posted By:
|

বাঙালির বাড়িতে উৎসবের মরসুম কখনও শেষ হয় নাকি! ক্রিস্টমাস-নিউইয়ার গেছে তো কী, বাড়িতে অতিথিদের আনাগোনা তো লেগেই আছে। আর তাদের রসনা তৃপ্তির জন্য় রোজই আপনাকে খোঁজ করতে হচ্ছে নতুন রেসিপির। কি তাই তো? আপনার মুশকিল আসান করতেই তো এই লেখায় এমন একটি পদ নিয়ে আলোচনা করা হল যেটি বানানো যেমন সোজা, তেমনি সুস্বাদু।

ফ্রিজে মুরগির মাংস আছে তো?উত্তর যদি হ্য়াঁ হয় তাহলে আর কোনও চিন্তা নেই। লেখাটি পড়তে পড়তেই বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন রোস্ট।

পরিবেশন করবেন- ৪ পিস

উপকরণ জোগার করতে সময় লাগবে-২০ মিনিট

পদটি রান্না করতে সময় লাগবে- ১৫ মিনিট

উপকরণ:
১. আদা, রসুন আর লঙ্কা গুঁড়ো নিন দু চামচ।
২. হলুদ গুঁড়ো- হাফ চামচ
৩. কাশ্মীরি গুঁড়ো লঙ্কা- দু চামচ
৪. সেজুয়ান সস- তিন চামচ
৫. পরিমাণ মতো নুন
৬. ঘন দই- ১ কাপ
৭. অলিভ অয়েল- ৪ চামচ
৮. চিকেন- ৭৫০ গ্রাম (হাড় সমেত )
৯. সাজানোর জন্য় লেবু আর পেঁয়াজ

বানানোর পদ্ধতি:

বাঙালির বাড়িতে উৎসবের মরসুম কখনও শেষ হয় নাকি

১. একটা বড় বাটি নিন। তাতে আদা, রসুন, লঙ্কার পেস্ট, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেজুয়ান সস, নুন এবং দুই নিন এবং ভালো করে মেশান।

২. এই উপকরণগুলি ভালো করে মেশালেই আপনার মেরিনেশান তৈরি হয়ে যাবে। এবার সেই মিশ্রনে মুরগির মাংস দিয়ে পুনরায় ভালো করে মেশান। তারপর ১০ মিনিট মাংসটিকে মিশ্রনের মধ্য়ে রেখে দিন।

৩. এবার গ্য়াস জ্বালিয়ে একটা ননস্টিক তাওয়া চড়ান। তাতে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে চিকেন পিসগুলি একে একে তাওয়াতে রাখুন।

৪. আঁচ বাড়িয়ে কমকরে ৪-৫ মিনিট মাংসের পিসগুলি ভালো করে রান্না করুন। মনে রাখবেন মাংসের পিসগুলির সবদিক যেন রান্না হয়, কোনও জায়গা যেন কাঁচা না থেকে যায়। মাংসের পিসগুলি সোনালি খয়েরি রঙের হয়ে গেলেই নামিয়ে নিন।

৫. এবার চাটুটা ১০-১২ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

৬.আপনার চিকেন রোস্ট এবার তৈরি! দাঁড়ান দাঁড়ান এখনও কাজ বাকি আছে। মাংসের পিসগুলি একটা প্লেটে নিয়ে তার উপর গোল গোল করে কাটা পেঁয়াজ আর লেবু রাখুন। যদি ইচ্ছা হয় এর সঙ্গে একবাটি দই বা ধনে পাতার চাটনিও পরিবেশন করতে পারেন।

[ of 5 - Users]
English summary

চিকেন রোস্ট বানানোর সহজ রেসিপি

Christmas means fun, joy, celebration, cakes, and obviously yummy dishes. But, do you think cooking will make you stay away from all amusements of the party? When you have chicken in your refrigerator you can just relax.
Story first published: Friday, January 20, 2017, 12:54 [IST]
X
Desktop Bottom Promotion