For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

হাক্কা চিলি চিকেনঃ চাইনিজ রেসিপি

Posted By: ANINDITA SINHA
|

এই মশলাদার রসাল হাক্কা চিলি চিকেন বাড়িতেও তৈরি করা যায়। এটি এমন একটি চিকেন রেসিপি, যা খুব সহজেই তৈরি করা যায় আর আপনি এটা কেবল ৩০ মিনিটেই তৈরি করতে পারবেন। দেখা নেওয়া যাক এই স্পেশাল চিকেন রেসিপিটি।

হাক্কা চিলি চিকেন রেসিপিঃ

পরিবেশনঃ ২-৩ জন
প্রস্তুতির সময়ঃ ৫ মিনিট
রান্নার সময়ঃ ২৫-৩০ মিনিট

হাক্কা চিলি চিকেন রেসিপি

উপকরণঃ

  • চিকেন থাই-এর অংশ- 6-7 (হাড় এবং চামড়া থাকা অবস্থায়)
  • পেঁয়াজ - ২ টি (কুচোনো)
  • কাঁচালঙ্কা- ৩-৪ টি (চেরা)
  • পেঁয়াজ পাতা- ২ টি (মিহি করে কুচোনো)
  • রসুন- ৪-৫ টি (বাটা করা)
  • আদা- ১ ইঞ্চি (মিহি করে কুচোনো)
  • লাল লঙ্কাগুঁড়ো- ১ টেবিইল চামচ
  • সাদা মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়ো- ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
  • কর্ন ফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
  • সোয়া সস- ৩ টেবিল চামচ
  • টমেটো কেচাপ- ১ টেবিল চামচ
  • নুন- স্বাদ মতো
  • জল- ১ কাপ
  • তেল- ১/২ কাপ

প্রণালিঃ

  1. চিকেন ভালকরে ধুয়ে, বাইট সাইজ আকারে কেটে নিতে হবে।
  2. নুন, সাদা মরিচ গুঁড়ো আর ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভাল করে মেখে নিতে হবে।
  3. ফ্রাইং প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে নিতে হবে।
  4. তেল গরম হলে পেঁয়াজ দিয়ে, সোনালি-বাদামী রং হওয়া পর্যন্ত ভাজুন।
  5. আদা, রসুন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে, ১ মিনিট ধরে ভাজতে হবে।
  6. এখন পেঁয়াজটাকে, প্যানের একপাশে সরিয়ে নিন অথবা অন্য প্লেটে তুলে নিন।
  7. চিকেনের টুকরোগুলি প্যানে দিয়ে সোনালী-বাদামী রং হওয়া পর্যন্ত ভাজুন।
  8. চিকেনে রং ধরে এলে, পেঁয়াজটা পুনরায় দিয়ে মিশিয়ে নিন।
  9. পেঁয়াজ পাতা ও কাঁচালঙ্কা দিয়ে দিন। ভালভাবে মিশিয়ে নিন।
  10. এবার আলাদা পাত্রে জল, বাকি কর্ণফ্লাওয়ার, সয়া সস ও টমেটো কেচাপ নিয়ে ভালভাবে মেশান।
  11. ধীরে ধীরে এই মিশ্রনটি প্যানে ঢালুন। চিকেনটাকে সস এর সাথে মিশিয়ে নিয়ে, ফুটতে দিন।
  12. গ্রেভিটা ঘন হয়ে এলে, প্যান আঁচ থেকে সরিয়ে নিন। হাক্কা চিলি চিকেন পরিবেশনের জন্য তৈরি ।
  13. গরম গরম ভাতের সাথে বা স্ন্যাক হিসাবে এটিকে পরিবেশন করুন।
[ of 5 - Users]
English summary

হাক্কা চিলি চিকেন রেসিপি। হাক্কা চিকেন। চাইনিজ রেসিপি

Hakka noodles is a very popular Chinese recipe. Hakka Chinese is a unique group of individuals who are descendants of Han culture. Members of these group have preserved their culture and their cuisine is popular worldwide especially in East Asia, East Africa, Europe, South America and Canada. The Hakka style chilli chicken is a very delicious dish that is available in all the Hakka restaurants. You can have it as a side dish or as a snack in parties.
Story first published: Friday, October 21, 2016, 14:29 [IST]
X
Desktop Bottom Promotion