For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গার্লিক রেড চিকেন গ্রেভি রেসিপি

Posted By:
|

কে বলে শুধু ম্যাগিই দু মিনিটে তৈরি করা যায়! আজ বোল্ডস্কাই বাংলার রান্না ঘরে মুরগির মাংস সহযোগ যে পদটি বানানো হবে সেটি রান্না করতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। তবে স্বাদের দিক থেকে হবে একেবারে লাজাবাব। তাই মুরগি প্রিয় বাঙালি ভোজন রসিকেরা আর সময় নষ্ট না করে ঝটপট শিখে নিন এই পদটি রান্না করা। ভুলে যাবেন না আর একদিন পরেই রবিবার, মানে পেট পুজোর বার। সেদিন যদি এই পদটি পরিবেশন করতে পারেন, তাহলে গিন্নি যে আপনার হাতের যাদুতে যে একেবারে ক্লিন বোল্ড হয়ে যাবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

গার্লিক রেড চিকেন গ্রেভি বানাতে সময় লাগবে- মাত্র ১৫ মিনিট

কে বলে শুধু ম্যাগিই দু মিনিটে তৈরি করা যায়

উপকরণ গোছাতে সময় লাগবে- ৫ মিনিট

পরিবেশন করবেন- এক কড়াই

যে যে উপকরণগুলির প্রয়োজন পরবে:
১. মুরগির মাংস- ১ কেজি
২. সরষের তেল- ২ চামচ
৩. মাখন- ১ চামচ
৪. পেঁয়াজ- ১ টা (ছোট ছোট করে কাটা)
৫. শুকনো লঙ্কা- ১৫টা
৬. রসুনের কোয়া- ১০ টা
৭. দই- ১ কাপ
৮. হলুদ গুঁড়ো- ১ চামচ
৯. নুন- স্বাদ অনুসারে
১০. জিরা গুঁড়া- ১ চামচ

রান্নার পদ্ধতি:
১. একটা বাটিতে পরিমাণ মতো গরম জল নিয়ে তাতে লঙ্কা এবং রসুনটা কম করে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
২. এবার একটা পেঁয়াজ কেটে নিন। তারপর মিক্সিতে লঙ্কা এবং রসুনের কোয়াটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
৩. প্রেসার কুকারে পরিমাণ মতো সরষের তেল নিন। তারপর তাতে আগে থেকে কেটে রাখা পিঁয়াজটা দিয়ে ভল করে নারাতে থাকুন।
৪. যখন দেখবেন পিঁয়াজটা সোনালী রং নিয়েছে তখন তাতে মাংসের পিসগুলি দিয়ে দিন। তারপর একে একে নুন এবং হলুদ গুঁড়ো মেশান। কিছু সময় পরে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছেন, সেটিও মিশিয়ে দিন। এবার ভাল করে নারাতে থাকুন যাতে সবকটি উপকরণ মিশে যেতে পারে।
৫. কিছু সময় পরে মাংসের মধ্যে দই এবং জিরা গুঁড়ো দিয়ে ভাল করে নারাতে থাকুন।
৬. এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিন।
৭. একটা সিটি পরার পর আঁচটা বন্ধ করুন।
৮. আপনার গার্লিক রেড চিকেন গ্রেভি তৈরি। এবার সেটি গরম ভাত বা বাটার নানের সঙ্গে পরিবেশন করলেই কেল্লাফতে!

[ of 5 - Users]
Read more about: রেসিপি
English summary

আজ বোল্ডস্কাই বাংলার রান্না ঘরে মুরগির মাংস সহযোগ যে পদটি বানানো হবে সেটি রান্না করতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। তবে স্বাদের দিক থেকে হবে একেবারে লাজাবাব।

Garlic Red Chicken gravy is the easiest chicken recipe to prepare, which can be done within few minutes. Though it requires only two main ingredients to prepare, it tastes so tasty and yummy. Just try it out. Serve Garlic Red Chicken Gravy along with Steamed Rice or a Garlic Naan for a weekday meal.
X
Desktop Bottom Promotion