For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ডিম ছাড়া ভ্য়ানিলা কেক রেসিপি

ডিম ছাড়া ভ্য়ানিলা কেক রেসিপি

Posted By:
|

ডিম ছাড়া কেক বানানো যায় নাকি! অবশ্য়ই যায়। ভেজিটেরিয়ান কোনও দিনই কেক মুখে তুলতে পারবেন না, এমনটা হয় নাকি! তাই তো এই প্রবন্ধে ডিম ছাড়াই ভ্য়ানিলা কেক বানানো শেখাব আপনাদের।

এই পদটি বানাতে কম বেশি ৪০ মিনিট সময় লাগবে। আর যে যে উপকরণগুলির প্রয়োজন পড়বে তা সবই পেয়ে যাবেন হাতের কাছে। তাহলে অপেক্ষা কিসের ঝটপট শিখে নিয়ে কোনও এক রবিবার বানিয়ে ফেলুন না এই পদটি, দেখবেন আম্মা-দাদুর পাশাপাশি আপনার বাচ্চাদের মুখেও হাসির ফোয়ারা ছুটবে।

eggless vanilla cake recipe

পরিবেশন করবেন- ৩-৪ পিস

উপকরণ জোগার করতে সময় লাগবে- মাত্র ১৫ মিনিট

বানাতে সময় লাগবে- ৩৫ মিনিট

উপকরণ:
১. ময়দা- দেড় কাপ
২. বেকিং পাউডার- ১ চামচ
৩. নুন- এক চিমটে
৪. জল- হাফ কাপ
৫. মাখন- হাফ কাপ (গলানো)
৬. চিনি- একটা কাপের তিন চতুর্থাংশ
৭. দই- ৪ চামচ
৮. অ্যাপেল সিডার ভিনিগার- ১ চামচ
৯. ভ্যানিলা পাউডার- ১ চামচ

বানানোর পদ্ধতি:
১. একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে তার সঙ্গে বেকিং পাউডার এবং নুন মিশিয়ে ভাল করে ময়দাটা মেখে ফেলুন।
২. উপকরণগুলি এবার সব হাতের কাছে নিয়ে আসুন।
৩. ওভেনটা প্রি-হিট করুন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে।
৪. এবার একটা প্য়ান নিয়ে তাতে অল্প করে মাখনটা দিয়ে দিয়ে দিন।
৫. প্রয়োজন মনে করলে প্য়ানে বাটার পেপার দিয়ে তাতে মাখনটা লাগাতে পারেন।
৬. এবার মাখনটা গলিয়ে ফেলুন।
৭. হাফ কাপ মাখনের প্রয়োজন পড়বে। তাই সেই পরিমাণে মাখন গলাতে হবে।
৮. যখন মাখনটা গরম অবস্থায় থাকবে তখন তাতে পরিমাণ মত চিনি মেশান।
৯. ভাল করে মাখন আর চিনিটা মিশিয়ে নিন।
১০. এবার একটা বাটিতে চার চামচ দই আর ১ চামচ জল নিয়ে ভাল করে ফেটান।
১১. দইয়ের মিশ্রনে ১ চামচ ভিনিগার মেশান।
১২. তারপর বেকিং সোডা মিশিয়ে আবার দইটা ফেটান।
১৩. এবার ময়দার মধ্য়ে প্রথমে মাখন আর চিনি মিশ্রন, তারপর দইয়ের মিশ্রনটি দিয়ে দিন।
১৪. এবার ভ্য়ানিলা পাউডারটা মিশিয়ে মিশ্রনটি ভাল করে ফেটান। খেয়াল রাখবেন মিশ্রনটি যেন ঘন হয়। তাতে যেন ময়দার পিন্ড না থেকে যায়।
১৫. আগে থেকে মখন লাগানো প্য়ানে এবার এই মিশ্রনটি ঢেলে দিন।
১৬. এবার প্য়ানটা প্রি-হিট করা ওভেনের মধ্য়ে রাখুন।
১৭. মিশ্রনটি ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০-৩৫ মিনিট রেখে দিন।
১৮. যখন দেখবেন কেকটা তৈরি হয়ে গেছে, তখন ওভেন থেকে বার করে ঘরের তাপমাত্রায় ঠান্ডা করুন।
১৯. এবার একটা প্লেটে কেকটা নিয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Read more about: কেক রেসিপি
English summary

ডিম ছাড়া ভ্য়ানিলা কেক রেসিপি

eggless vanilla cake recipe with step by descriptions. tried ways of making an eggless basic vanilla cake but never came to a perfect texture.
Story first published: Wednesday, March 1, 2017, 17:04 [IST]
X
Desktop Bottom Promotion