For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পনিরের কুলচা বানানোর সহজ পদ্ধতি

পনির কুলচা বানানোর সহজ পদ্ধতি সম্পর্কে জানতে পড়ে ফেলুন এই প্রবন্ধটি ।

Posted By:
|

শরীরের গঠনে পনিরের যে একটা বড় ভূমিকা রয়েছে সে বিষয়ে কারও সন্দেহ নেই। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্য়ালসিয়াম এবং ভিটমিন, যা নানা রোগকে দূরে রাখে। তবে সমস্য়াটা অন্য় জায়গায়। বেশিরভাগ বাচ্চাই এ খাবার মুখে তুলতে চায়না। কারণ... সেটা যদিও অজানা।

আপনার বাচ্চার যদি পনিরে অরুচি থাকে তাহলে অবশ্য়ই পড়ে ফেলুন বাকি প্রবন্ধটি। কারণ শুধু শুধু পনির খেতে ভালো না লাগলেও আপনার ছোট্ট সোনাটার পনির কুলচা যে বেশ মুখে রোচবে সেকথা হলফ করে বলতে পারি।

পরিবেশন করবেন ৪ পিস

উপকরণ জোগার করতে সময় লাগবে- ৪৫ মিনিট

রান্না করতে সময় লাগবে- ২০ মিনিট

উপকরণ-
১. ময়দা- ৩ কাপ
২. চিনি- ১ চামচ
৩.বেকিং পাউডার- ১ টামচ
৪. মাখন- ৫ চামচ
৫. দুধ- এক কাপ
৬. নুন পরিমাণ মতো

পুর বানাতে লাগবে:
৭. পনির- ২০০ গ্রাম
৮. লঙ্কা- ৪ টে (ছোট ছোট করে কাটা)
৯. গরম মশলা গুঁড়ো- এক চামচ
১০. ধনে পাতা- ২ চামচ (ভালো করে কাটা)
১১. লঙ্কা গুঁড়ো- ২ চামচ
১২. চাট মশলা- ২ চামচ
১৩. পেঁয়াজ- ১ টা (ভালো করে কাটা)

বানানোর পদ্ধতি:
১. একটা বাটি নিয়ে তাতে ময়দা এবং বেকিং পাউডার মিলিয়ে নিন।

পনিরের কুলচা বানানোর সহজ পদ্ধতি

২. এবার পরিমাণ মতো দুধে মাখন, চিনি এবং নুন দিয়ে সেগুলি ভালো করে মেশান।

৩. এবার ময়দার মিশ্রনে এই দুধের মিশ্রনটি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর একটা সুতির কাপড় দিয়ে পাত্রটা ঢেকে কম করে ৪০ মিনিট রেখে দিন।

৪. এবার পুরটা বানিয়ে ফেলুন। একটা বাটিতে পনির, পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা, নুন, গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো এবং চাট মশলা একসঙ্গে মেশান।

৫. ভালো করে এই উপাদানগুলি মিশিয়ে আলাদা করে রাখুন। এবার ময়দাটা নিয়ে রুটির মাপে গোল করে তাতে পুরটা মিশিয়ে নিন।

৬. পুরটা গোলাকার ময়দার মধ্য়ে ভালো করে চেপে দিতে ভুলবেন না। পুরটা মেশানোর পর গোলাকার ময়দার ডেলাটা রোল করে নিন, যাতে পুরটা পরে না যায়। এবার মাইক্রোওযেভের একটা ট্রি নিয়ে তাতে অল্প করে তেল দিয়ে তার উপর ময়দার লেচি গুলো রাখুন। ১০-১৫ মিনিট মাইক্রাওয়েভটা চালান। তাহলেই আপনার কুলচা রেডি।

৭. ওভেন থেকে কুলচা বার করে তাতে ভালো করে মাখন লাগিয়ে পরিবেশন করুন। সঙ্গে আচার দিতে ভুলবেন না যেন!

[ of 5 - Users]
Read more about: পনির রুটি
English summary

পনিরের কুলচা বানানোর সহজ পদ্ধতি

It is a well-known fact that paneer or cottage cheese is very healthy for your body. It contains calcium and other vitamins and minerals that are necessary for the healthy being of all, whether young or old.
Story first published: Monday, January 23, 2017, 15:20 [IST]
X
Desktop Bottom Promotion