For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ছোটদের জন্য রেসিপি চকোলেট রক!

Posted By: Oneindia Bengali Digital Desk
|

চকোলেট রক ছোটদের জন্য জনপ্রিয় ও লোভনীয় একটি রেসিপি। মুচমুচে বাদাম, আখরোট, আমন্ড চকোলেটে ডুবে ছোটদের জন্য এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডের জন্ম দেয়।

এই চকোলেট রকস রেসিপিটি এতই সোজা যে আপনার ছোট্র সোনাই বানিয়ে ফলতে পারবে আপনার এখটি সাহায্য পেলেই। তাহলে আসুন চটপট দেখে নেওয়া যাক সোজা এই রেসিপিটি।

ছোটদের জন্য রেসিপি চকোলেট রক!

উপকরণ

  • চকোলেট - ১ কাপ (২০০ গ্রাম)
  • আখরোট, খোসা ছাড়ানো বাদাম ও আমন্ড - আধ কাপ
  • সিলভার ফয়েল বা বাটাক পেপার
  • ট্রে বা থালা

প্রণালী

  • শুকনো খোলায় আমন্ড, বাদাম ও আখরোটকে ভেজে নিতে পারেন মুচমুচে করার জন্য।
  • নইলে ১০০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট প্রিহিট করে নিন ওভেন।
  • এবার ড্রাইফ্রুট দিয়ে ৩-৪ মিনিট গ্রিল করুন আবার বের করে টস করতে থাকুন। ৩-৪ বার এই পদ্ধতি করতে থাকুন। হাল্কা খয়েরি হয়ে এলে ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিন।
  • এবার একটি বাটি বা চওড়া মুখের গ্লাসে চকোলেট ছোট ছোট টুকরো করে নিন।
  • এবার মাইক্রোওভেনে ৩০-৪০ সেকেন্ড মাইক্রো করে নিন।
  • মাইক্রো থেকে বের করে একটি চামচের সাহায্যে ভল করে নেড়ে নিন।
  • যতক্ষণ না চকোলেট একেবারে গলে যাচ্ছে ততক্ষণ এই একই পদ্ধতি অবলম্বন করুন।
  • এবার একটি বাটিতে একচামচ আমন্ড মিশ্রণ দিন।
  • এতে ২ চামচ তরল চকোলেট দিন।
  • এবার চামচে করে চকোলেট ও আমন্ড মিশ্রণ একসঙ্গে তুলে ট্রে বা থালার উপর রাখা সিলভার ফয়েলের উপর রাখুন।
  • এইভাবে পুরো মিশ্রণ দিয়ে ছোট ছোট মিশ্রণ তৈরি করে নিন।
  • ১-২ মিনিট রাখুন বিশ্রামে।
  • ফ্রিজে ১০ মিনিট ঠাণ্ডা হওয়ার জন্য রাখুন।
  • তৈরি চকোলেট রক।
[ of 5 - Users]
English summary

Chocolate rock recipe for kids

Chocolate rock recipe for kids
Story first published: Wednesday, February 24, 2016, 23:23 [IST]
X
Desktop Bottom Promotion