For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Merry Christmas : এবার বাড়িতেই বানান সুস্বাদু ক্রিসমাস কেক, রইল রেসিপি

Posted By:
|

সামনেই বড়দিন। ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, বেলুনে সেজে উঠবে চারিদিক। ক্রিসমাস বা বড়দিন মূলত খ্রীষ্টধর্মের উৎসব হলেও, এটি বিশ্বজুড়ে প্রায় সমস্ত ধর্মের মানুষই উদযাপন করে থাকেন। ক্রিসমাস বা যীশুখ্রীষ্টের জন্মদিন মানেই হচ্ছে বিভিন্ন ধরনের কেক খাওয়া, সে বাড়িতে তৈরি হোক বা দোকানের। কেক ছাড়া ক্রিসমাস ভাবাই যায় না। তবে এবার করোনা পরিস্থিতিতে অনেকেই বাইরের খাবারের ওপর ভরসা করতে পারছেন না, সেক্ষেত্রে হোমমেড কেকই ভরসা বড়দিনের সেলিব্রেশনে।

Best Christmas Cake Recipes

তাই যারা বাড়িতে কেক তৈরির পরিকল্পনা করছেন তাদের জন্য রইল কয়েকটি সুস্বাদু, জিভে জল আনা ক্রিসমাস কেকের রেসিপি। চটপট দেখে নিন।

ক্রিসমাস ফ্রুট কেক

ক্রিসমাস ফ্রুট কেক

উপকরণ

ময়দা ১.৫ কাপ, চিনি ১ কাপ, ডিম ২টি, ১৫০ গ্রাম চেরি, ১২০ গ্রাম কিসমিস, ২০০ গ্রাম কাজু, ১৫০ গ্রাম আমন্ড, ১৫০ গ্রাম টুটি ফ্রুটি, ২০০ গ্রাম শুকনো আনারস, ১৩০ গ্রাম অ্যাপ্রিকট, সাদা তেল অথবা মাখন ১/৪ কাপ, ভ্যানিলা এসেন্স এক চামচ, দুধ ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চামচ, বেকিং সোডা ১/৪ কাপ, নুন সামান্য।

প্রণালী

প্রথমে ডিমের সঙ্গে চিনি মিশিয়ে পাঁচ-সাত মিনিট ফেটিয়ে নিন। তারপর মেশান বেকিং পাউডার, বেকিং সোডা এবং নুন। তারপর এতে মিশিয়ে নিন কিছুটা মাখন অথবা তেল। আরও পাঁচ মিনিট ফেটিয়ে নিন। চিনি না গলা পর্যন্ত অপেক্ষা করুন ১৫-২০ মিনিট। ওই মিশ্রণে ভাল করে দুধ ও ভ্যানিলা এসেন্স মেশান। এরপর ধীরে ধীরে ময়দা দিতে থাকুন। অল্প অল্প করে ময়দা মেশাবেন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব গাঢ় না হয়। সেরকম হলে অল্প উষ্ণ গরম দুধ মেশাতে পারেন। এবার একে একে ড্রাই ফ্রুট মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। কিছুটা ড্রাই ফ্রুট রেখে দেবেন সাজানোর জন্য। এবার কেকের পাত্র নিয়ে তাতে ভালো করে মাখন বা তেল মাখিয়ে নিন, কিছুটা ময়দার বা বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিন বাটিতে। এটা বাটিতে মাখিয়ে নিলে কেক পুড়ে যাবে না সহজে। এবার মিশ্রণটি ঢালুন। ওপর থেকে বাকি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিন। প্রেসার কুকারে বানাতে পারেন কেক বা কোনও বড় পাত্র নিয়ে আগে সেটিকে ভালো করে গরম করে নিন। তারপর স্টিল বা লোহার স্ট্যান্ড বসিয়ে তার ওপর কেকের জায়গাটি বসান। কম আঁচে ৩০-৪০ মিনিট রেখে দিন। ব্যস তৈরি ক্রিসমাস কেক।

আমন্ড কেক

আমন্ড কেক

উপকরণ

৫০০ গ্রাম আমন্ড বাদাম গুঁড়ো, আইসিং সুগার ৭০ গ্রাম, মাখন ৪ চামচ, ডিম ২টি, ময়দা ৩ কাপ, আমন্ড ফ্লেভার ৪ ফোঁটা, বেকিং পাউডার ১ চামচ।

প্রণালী

একটি পাত্রে মাখন ও আইসিং সুগার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ডিম দিয়ে আরও পাঁচ মিনিট ফেটান। তারপর আমন্ড পাউডার, ময়দা ও বেকিং পাউডার একে একে ঢালুন। আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন। কেক বানানোর ক্ষেত্রে ঠিকমতো ফেটানোটা খুব জরুরি। এরপর পুরো মিশ্রণ কেক বানানোর পাত্রে ঢেলে মাইক্রোওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিন। গ্যাসেও বানাতে পারেন। সেক্ষেত্রে ৩০ মিনিট রাখলেই হবে।

ভ্যানিলা কেক

ভ্যানিলা কেক

উপকরণ

১/২ কাপ ময়দা, ১/২ কাপ কনডেন্স মিল্ক, ২ কাপ গুঁড়ো চিনি, ১ কাপ জল ঝরানো দই, তেল ১ কাপ, দুধ ১ কাপ, বেকিং পাউডার ১ ছোট চামচ, বেকিং সোডা ১ ছোট চামচ, ভ্যানিলা এসেন্স ২ ফোঁটা।

প্রণালী

দই ভালভাবে ফেটিয়ে নিতে হবে। তাতে গুঁড়ো করা চিনি, কনডেন্স মিল্ক, তেল ভালো করে মেশান। অন্য একটি পাত্রে ময়দা, বেকিং সোডা ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে ছাঁকনি দিয়ে দইয়ের মধ্যে ঢেলে নিন। খুব ভালো করে মেশাতে হবে। এরপর ওভেনপ্রুফ পাত্রে ১৮০ ডিগ্রি প্রি-হিট ওভেনে ৩০-৩৫ মিনিট বেক করে নিতে হবে। গ্যাসেও বানাতে পারেন। সেক্ষেত্রে প্রি-হিট করে নিতে হবে যে পাত্রে বানাবেন সেটি।

আরও পড়ুন :ব্রেকফাস্টে বানাতে পারেন পনির স্যান্ডউইচ, রইল রেসিপি

এবার তাহলে আর চিন্তা নেই, নিজের পছন্দ মতো কেক বানিয়ে নিন বাড়িতেই। সবার ক্রিসমাস হয়ে উঠুক আনন্দময়!

[ of 5 - Users]
English summary

Best Christmas Cake Recipes in Bengali

Take a look at how to make Christmas Cake Recipe for Christmas.
X
Desktop Bottom Promotion