For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'স্ট্রেচ মার্কস' থেকে মুক্তি দেবে এই ম্যাজিক টোটকা!

By Oneindia Bengali Digital Desk
|

প্রসবের পর মহিলাদের সবচেয়ে বড় সমস্যা হল অযাচিত স্ট্রেচ মার্কস। যা দেখতে কুৎসিত লাগে। আর শরীরের খোলা অংশে এই ধরণের দাগ আপনার আত্মবিশ্বাস নষ্ট করে, আপনাকে বিড়াম্বনায় ফেলতে পারে।

তবে অনেকেই জানেন না স্ট্রেচ মার্কসের ধরন নির্ভর করে খাওয়া দাওয়ার অভ্যাস, শরীরে অন্য কোনও রোগ আছে কি না বা ওজনের উপর।

স্ট্রেচ মার্কস মূলত পেট, কোমর, বাহু বা উরুতে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণে স্ট্রেচ মার্কস দেখা যায় অনেকের শরীরে। যদি গর্ভাবস্থায় কোনও মহিলার অস্বাভাবিক হারে ওজন বাড়ে সেক্ষেত্রে তাদের স্ট্রেচ মার্কসের সমস্যা বেশী হয়।

বাজারে এমন অনেক ক্রিম বা লোশন পাওয়া যায় যারা স্ট্রেচ মার্কস কম করার দাবি করে। কিন্তু যতই হোক কেমিক্যালে ভরপুর এই ক্রিমের সাহায্যে আশানুরূপ ফল মেলে না।

তাই ঘরোয়া টোটকাই স্ট্রেচ মার্কস তাড়ানোর সেরা উপায়। আসুন দেখে নেওয়া যাক কোন ম্যাজিক টোটকায় আপনি মুক্তি পাবেন কুৎসিত স্ট্রেচ মার্কসের হাত থেকে।

মধু

মধু

মধু আঙুলে করে নিয়ে স্ট্রেচ মার্কসের উপরে হাল্কা করে মালিশ করুন। কিছুক্ষণ রেখে ইষদুষ্ণ জল দিয়ে ধুয়ে নিন। চাইলে মধুর সঙ্গে গ্লিসারিন ও নুন মেশাতে পারেন। তাতে আরও ভাল ফল পাবেন।

লেবুর রস

লেবুর রস

লেবুর রস স্ট্রেচ মার্কস তাড়ানোর সবচেয়ে উপযোগী পন্থা। লেবুর রস স্ট্রেচ মার্কসের উপর হাল্কা করে লাগিয়ে নিন। কয়েক দিনের মধ্যে স্ট্রেচ মার্কস হালকা হতে শুরু করবে। এবং সপ্তাহদুয়েকের পর থেকে তা নজরেই আসবে না। তবে তার জন্য রোজ এই পক্রিয়া ব্যবহার করতে হবে।

ল্যাভেন্ডার তেল

ল্যাভেন্ডার তেল

ল্যাভেন্ডার তেল স্ট্রেচ মার্কস দূর করতে উপযোগী। দিনে দুবার করে স্ট্রেচ মার্কসের উপর ল্যাভেন্ডার তেল ও নুন মিশিয়ে মালিশ করুন। ১৫ মিনিট রেখে ভেজা কাপড় দিয়ে আলতো করে মুছে নিন। ১৫ মিনিট জায়গাটি খোলা অবস্থায় রাখুন।

ডিমের সাদা অংশ

ডিমের সাদা অংশ

ত্বকের ক্ষেত্রে ডিমের সাদা অংশ ম্যাজিকের মতো কাজ করে। ডিমে উপস্থিত প্রোটিন উপাদান ত্বকের পুনর্নির্মানে সাহায্য করে। ডিমের সাদা অংশ রোজ স্ট্রে মার্কসের উপর লাগান। শুকিয়ে গেলে সাবান দিয়ে ধুয়ে নিন। এতে শুধু যে স্ট্রেচ মার্কস হালকা হবে তাই নয়, ত্বক তুলতুলেও হবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা

অ্যালোভেরার রসও ত্বকের জন্য অত্যন্ত উপকারি। অ্যালোভেরা গাছের রসালো আঠা জাতীয় পদার্থ স্ট্রেচ মার্কসে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন উপকার পাবেন।

English summary

Ways To Reduce Stretch Marks Post Pregnancy

ugly-looking stretch Marks make you feel uncomfortable in public..there are some home remediesTo Reduce Stretch Marks Post Pregnancy
X
Desktop Bottom Promotion