For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গর্ভাবস্থায় ওজন বাড়া সামলানোর উপায়

By Riddhi Ghosh
|

গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওযা অনেক মহিলার অতি পরিচিত এক সমস্যা।ওজন বাড়া বলতে পারেন গর্ভধারণের এক অবধারিত পার্শ্বক্রিয়া বলতে পারেন।ওজন বাড়া ছাড়াও বেশির ভাগ মহিলাই স্ট্রেচ মার্ক সমস্যায় পড়েন এই ওজন বৃদ্ধির জন্য।এই প্রবন্ধে আমরা এরকম কিছু উপায় দেখব কী করে গর্ভাবস্থায় ওজন বাড়ার সাথে ঝুঝতে হয়।গর্ভাবস্থায় ওজন বাড়া নিয়ে অনেক অতিকথা বা মিথ চালু আছে।

এসবের ওপরে গিয়ে চলুন আমরা দেখি কিছু অব্যর্থ উপায় এই ওজনের সমস্যা সামলানোর।এগুলো মানলে আপনি অকারণ ওজন বাড়া থেকে নিজেকে সতর্ক করতে পারবেন গর্ভাবস্থায়। পড়ে দেখুন..

 গর্ভাবস্থায় ওজন বাড়া সামলানোর উপায়

আপনার ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন

আপনার ডাক্তারকে কোনও রকম পরিবর্তনের সম্পর্কে অবগত রাখুন।বিশেষ করে কোনও কিছু আপনার ওজন বাড়া সঙ্ক্রান্ত হলে।আপনার ডাক্তারই পারবে আপনাকে ঠিকঠাক নির্দেশ দিতে।ওনাকে প্রতি কিলোগ্রাম বাড়ার খবর দিতে হবে না। ওপর ওপর খবর দিয়ে রাখলেই হবে।

অন্যান্য গর্ভবতী মহিলাদের সাথে কথা বলুন

এটা আরও এক কার্য্যকরি উপায় গর্ভাবস্থায় ওজন কমানোর।অন্য মহিলাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন ওজন বেড়ে গেলে কী সব সমস্যার সম্মুখীন হতে হয়।

ঠিকঠাক খান
এটার জন্য আবার আপনার ডাক্তারই প্রথম লোক যার সাথে আপনার কথা বলা উচিত।গর্ভাবস্থায় ঠিক খাবার খান।আপনি যা খাবেন তার সরাসরি প্রভাব পড়বে আপনার ওজন বাড়ার ওপর।

হালকা এক্সারসাইজ
এটা একটা জিনিস যেটা মাঝে মাঝেই ভুলে যাওয়া হয়। গর্ভাবস্থায় হালকা এক্সারসাইজ খুব দরকার।এতে শিশুর দিকে রক্ত সণ্চালন বাড়ে এবং ওর শরীরের অঙ্গ গঠনে সাহায্য করে।মনে রাখবেন এক্সারসাইজ একদম ভুলবেন না।

English summary

Tips to deal with pregnancy weight gain | গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি সামলানোর উপায়

Weight gain during pregnancy is a common phenomenon most women face. In fact, weight gain is one of the foremost side effects of pregnancy among other side effects that women face.
Story first published: Thursday, November 24, 2016, 14:41 [IST]
X
Desktop Bottom Promotion