For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জন্ম নিয়ণ্ত্রণ বড়িক সম্বন্ধে ১০-টি মহিলাদের অবশ্যই জানা উচিত তথ্য

By Super Admin
|

গর্ভধারণ রুখতে জন্ম নিয়ণ্ত্রণ বড়ির এ এক নতুন অভিযানে নেমেছে আজকের নারী। কিন্তু আপনি কি জানেন সেই সাংঘাতিক ভীতিকর দিকগুলি এই বড়ি ব্যবহারের, যা শুধু আপনার জরায়ু (ইউটেরাস)র জন্য ক্ষতিকারক নয়, সার্বিক স্বাস্হ্যের পক্ষেও যথেষ্ট হানিকারক।

যদিও এই মুখে ওষুধ বা জন্ম নিয়ণ্ত্রণ বড়ি বহু বিহিত ও ব্যবহৃত পন্হা সন্তানধারণ রুখতে, এটি মহিলাদের জন্য খুবই ক্ষতিকারক ওষধি, তাদের জন্য যারা এমনিতেই সাধারণ অন্য রোগে ভুগছেন।

পিরিয়ড হয়নি?... জেনে নিন কেন

এই বড়িগুলি সাধারণত ইসট্রোজেন ও প্রোজেসটিন নামক হরমোন মিশ্রিত থাকে। এমন উপাদান যা প্রাকৃতিক হরমোনের মত ব্যবহার করে।এই উপাদানগুলি একসাথে মিলে ডিম্বাশয় (ওভারি) থেকে প্রতি মাসে ডিম বিমুক্তিতে বাধার সন্চার করে।

সঠিক ভাবে নেওয়া এই কন্ট্রাসেপভিভ বড়ি অন্যতম উপযোগী পন্হা গর্ভধারণ রোধ করতে, কারণ সম্ভাবনা থাকে মাত্র ১%। কিন্তু এর সাথে দেকে আনে অজস্র অন্য সমস্যার।

বর্তমানে আপনি প্রয়োগ করুন বা না করুন, প্রতি মহিলার জানা উচিত এই বড়ি নিয়ে কিছু কথা..

জন্ম নিয়ণ্ত্রণ বড়ি সম্বন্ধে সব তথ্য

পরামর্শ সর্বপ্রথম
জন্ম নিয়ণ্ত্রণ বড়ি সব সময় ডাক্তারি পরামর্শে নেওয়া উচিত। প্রথমে এক ডাক্তারের রায় নেওয়া উচিত এই ধরণের কোনো বড়ি নেওয়ার আগে।

অসুথে ভুগছেন?
আপনার বয়স যদি ৩৫-এর ওপর হয এবং মোটা/স্হূলতা জনিত সমস্যা বা ডায়াবেটিসের স্বীকার হলে, ডাক্তারকে পরামর্শ অতি আবশ্যক কোনো প্রকারের জন্ম নিয়ণ্ত্রণ বড়ি খাওয়ার আগে।

মুখে খাওয়ার বড়ি ও সাবধানতা
একটা তথ্য সব মহিলার বিশেষভাবে জানা উচিত যে বড়ি শুধু গর্ভধারণ রোধের জন্য প্রযোজ্য। মুখে খাফয়ার এই বড়ি কোনো প্রকারের যৌনবাহিত রোগ প্রতিরোধ করেনা।

মাইগ্রেন
যারা মাইগ্রেন সমস্যায় ভুগছেন বা সাইনাসের জন্য মাথার যণ্ত্রণায় ভোগেন তারা যখন তখন এই বড়ি নেবেন না। প্রয়োজনে কোমো স্ত্রীরোগবিশারদকে পরামর্শ করুন।

সদ্য হওয়া মা
ছয় মাসের মধ্যে সন্তান হয়েছে এমন মায়েরা এবং যারা এখনও সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, তারা এই বড়ি ব্যবাহার না করাই শ্রেয়। এর ব্যবহার সন্তানের জন্যও ক্ষতিকারক এবং নিজের স্বাস্হ্যের জন্যও।

বিস্ময়ের জমাট
নতুন নতুন যারা বড়ি ব্যবহার করছেন বা যারা নিয়মিত বড়ির ব্যবহার করেন - দুটি চক্রের মধ্যেও রক্ত জমাট বাঁধা লক্ষ্য করবেন। চিন্তার কিছু নেই - এটি বেশ স্বাভাবিক।

চর্বি যুক্ত টিস্যু
একটি অতি প্রয়োজনীয় তথ্য এই বড়ি সম্পর্কে, সেটি হল এর ব্যবহার আপনাকে মোটা বানায় না। যদিও জন্ম নিয়ণ্ত্রণ বড়ির পার্শ্বক্রিয়া আছে,মোটা হওয়া তার মধ্যে পড়ে না।

খূঁত
প্রচুর লোক জন্ম নিয়ণ্ত্রণ বড়িকে দোষী সাব্যস্ত করে সন্তানের খূঁতের জন্য।আপনার জানা দরকার যে এইসব বড়ির সন্তানের স্বাস্হ্যের ওপর কোনো প্রভাব নেই।

ব্রেস্ট ক্যান্সার
বহু মহিলার ধারণা,ব্রেস্ট ক্যান্সারের সূত্রপাতের অন্যতম কারণ জন্ম নিয়ণ্ত্রণ বড়ি। কিন্তু আপনাদের বলি জন্ম নিয়ণ্ত্রণ বড়ির সাথে ক্যান্সারের কোনো সম্বন্ধ নেই।

রক্ত জমাট
যদি আপনার পরিবারে রক্ত জমাট বাঁধার ইতিহাস থেকে থাকে, কোনো প্রকারের জন্ম নিয়ণ্ত্রণ বড়ি ব্যবহার না করাই উচিত।

English summary

জন্ম নিয়ণ্ত্রণ বড়ি সম্বন্ধে সব তথ্য | জন্ম নিয়ণ্ত্রণ বড়ির পার্শ্বক্রিয়া| জন্ম নিয়ণ্ত্রণ বড়ির ব্যবহার

Taking the pill is a new adventure most modern women are opting for to prevent pregnancy. But, did you know there are alarming things about the pill that isn't safe for your uterus and for one's overall health.
Story first published: Friday, October 28, 2016, 12:35 [IST]
X
Desktop Bottom Promotion