For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) নবজাতকের এই ক্ষমতাগুলি চমকে দেওয়ার মতো

By OneIndia Bengali Digital Desk
|

গর্ভবতী অবস্থায় একজন মহিলাকে অনেকরকম ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। কখনও কোনও ঘটনা তাদের আনন্দিত করে, আবার কোনও ঘটনায় তারা দুঃখ পান। আর এই সবকিছুই নবজাতকের সঙ্গে জড়িয়ে থাকে।

দীর্ঘ মাসের প্রতীক্ষার পরে নর্মাল ডেলিভারি অথবা সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন একজন মা। আর এই অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুখকর অনুভূতি।

সন্তানের জন্ম দিলেও একজন বাবা-মা অনেকসময়ই সন্তানের নানা ক্ষমতা সম্পর্কে অনেক কিছু জানেন না। সদ্যজাতের বেশি কিছু ক্ষমতা থাকে যা একেবারে অভিনব।

নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন আশ্চর্য ক্ষমতা লুকিয়ে রয়েছে আপনার নবজাতকের মধ্যে।

চোখে জল নেই

চোখে জল নেই

একেবারে সদ্যজাতকদের চোখে কোনও এমন গ্রন্থি থাকে না যা থেকে কাঁদলে জল বেরোয়। তিন মাস বয়সের পর থেকে এই গ্রন্থি তৈরি হয় ও কাজ করতে শুরু করে।

আপনাকে চেনে সদ্যজাত

আপনাকে চেনে সদ্যজাত

আপনার শিশু সবে জন্ম নিলেও সে আপনাকে চেনে। কারণ গর্ভে থাকাকালীন সে আপনার গলার আওয়াজ শুনেছে। এছাড়া আপনার গায়ের গন্ধও সে বুঝতে পারে।

দৃষ্টিশক্তি তৈরি হচ্ছে

দৃষ্টিশক্তি তৈরি হচ্ছে

সদ্যজাতদের দৃষ্টিশক্তি তৈরি হতে কিছুটা সময় লাগে। প্রথমদিকে তারা মাত্র ২০ ফুট পর্যন্ত দূরের জিনিস দেখতে পারে।

মুখ পছন্দ করে

মুখ পছন্দ করে

জন্মের পর থেকেই নবজাতকরা মুখ চিনতে পারে। সমীক্ষায় দেখা গিয়েছে, পুতুলের চেয়ে মানুষের মুখই বেশি পছন্দ শিশুদের।

সাদা-কালো জিনিস পছন্দ করে

সাদা-কালো জিনিস পছন্দ করে

জন্মের পর নানা ধরনের রঙকে আলাদা করতে অসুবিধা হয় শিশুদের। ফলে সাদা কালো জিনিস বেশি চোখে ধরে তাদের। বড় হতে শুরু করলে অন্য রঙের জিনিস ভালো লাগতে শুরু করে শিশুদের।

হাড় অনেক বেশি থাকে

হাড় অনেক বেশি থাকে

সদ্যজাতের শরীরে প্রাপ্তবয়স্কদের চেয়ে বেশি হার থাকে। প্রায় ২৭০ টি হার থাকে বলে জানা গিয়েছে। পরে তা জোড়া লেগে ২০৬-এ এসে দাঁড়ায়।

English summary

Surprising And Amazing Facts About Your Newborn Baby

Surprising And Amazing Facts About Your Newborn Baby
X
Desktop Bottom Promotion