For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

এই ৭ কারণের জন্য আপনার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে

By Oneindia Bengali Digital Desk
|

নারীর জীবনে সন্তানের জন্ম দেওয়ার মতো সুখ হয়তো আর কোনওকিছুতে নেই। প্রত্যেক মহিলাই সুস্থ সবল সন্তানের জন্ম দিয়ে মা হওয়ার স্বপ্ন দেখেন। [(ছবি) সন্তানকে বুদ্ধিমান বানাতে চাইলে এইগুলি অভ্যাস করুন]

কেউ চানন না গর্ভে থাকা সন্তানের ক্ষতি হোক। কিন্তু এমন বহু কারণ আছে যার ফলে জানতে অজান্তে গর্ভের ভ্রূণের ক্ষতি হয়। বাড়ির বড়রাও হবু মাদের জন্য অনেক পরামর্শ দিতে থাকেন। অনেকসময় তা বিরক্তিকর মনে হলেও তা আলে আপনার ও আপনার সন্তানের ভালোর জন্যই। [৪ বছরের শিশুর পেটে শিশু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে]

অ্যালকোহল, ধূমপান গর্ভবতী মা এবং সন্তান উভয়েরই ক্ষতি করে তা মোটামুটি সবাই জানেন। কিন্তু এর বাইরেও আরও কিছু কারণের জেরে গর্ভস্থ ভ্রূণ ক্ষতিগ্রস্ত হতে পারে তা কি আপনি জানেন? [(ছবি) গর্ভবতী অবস্থায় ধূমপান কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন কি?]

আর আজকে আমাদের আলোচ্য বিষয় সেই কারণগুলিই যার ফলে আপনার গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে। [(ছবি) ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পরখ করবেন আপনি গর্ভধারণ করেছেন কি না?]

দূষণ

দূষণ

সমীক্ষায় দেখা গিয়েছে যদি গর্ভবতী কোনও মহিলা অধিকাংশ সময় দূষণগ্রস্ত এলাকায় কাটান তাহলে শিশুর জন্মের ক্ষেত্রে কম ওজনের হওয়ার সম্ভাবনা থেকে যায়।

রেড মিট বা প্রসেসড খাবার বেশি খাওয়া

রেড মিট বা প্রসেসড খাবার বেশি খাওয়া

অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে প্রসেসড খাবার একেবারে বিষ। এই ধরণের খাবারে লিস্টেরিয়া নামক একপ্রকারের ব্যাকটেরিয়া থাকে। যার ফলে অপরিণত সন্তানের প্রসব, জন্মের পর সদ্যোজাতোর সংক্রমণ এমনকি জড়বুদ্ধি সম্পন্ন সন্তানেরও জন্ম হওয়ার সম্ভাবনা রয়ে যায়।

ভিটামিন ডি-এর অভাব

ভিটামিন ডি-এর অভাব

সূর্য ভিটামিন ডি-এ প্রধান উৎস তা আমরা সবাই জানি। তবে অনেকেই এই সময় বেশি সাবধানতা অবলম্বন করতে গিয়ে বাড়ির বাইরে বেরতেই চাননা। ফলে সূর্যের আলো শরীরে না পড়ায় ভিটামিন ডি-এ ঘাটতি রয়ে যায় শিশুর মধ্যেও। এর ফলে গর্ভাবস্থায় ডায়বেটিস, রক্তচাপের চড়াই উতরাইয়ের ফলে মা ও সন্তানের উভয়ের ক্ষেত্রে প্রাণের ঝুঁকি পর্যন্ত থাকতে পারে।

অ্যান্টিডিপ্রেশন ওষুধ

অ্যান্টিডিপ্রেশন ওষুধ

সমীক্ষায় দেখা গিয়েছে, গর্ভবতী মহিলাদের একটা বড় অংশই অবসাদে ভোগেন এই সময়। আর তার জেরে অবসাদ দুর করতে নানাধরণের ওষুধ খান। যার ফলে গর্ভনষ্ট হতে পারে, শিশুর জন্মগত ত্রুটি থেকে যেকে পারে, অপরণত শিশুর জন্ম হতে পারে, এমনকী আচারে ব্যবহারে এবং মননে সমস্যা হতে পারে শিশুর।

সেকেন্ড হ্যান্ড ধূমপান

সেকেন্ড হ্যান্ড ধূমপান

ধূমপান এমনিতেই গর্ভবতী মা ও সন্তান উভয়ের পক্ষেই ক্ষতিকর। কিন্তু সেকেন্ড হ্যান্ড ধূমপান, বা কারোর ধূমপান করা সিগারেট নিয়ে ধূমপান করা গর্ভবতী মহিলা ও তার সন্তানের পক্ষে ক্ষতিকর। এর ফলে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। মৃত সন্তানেরও জন্ম দিতে পারেন ওই মহিলা।

কফি

কফি

গর্ভাবস্থায় অতিরিক্ত কফি খাওয়াও খুব একটা বুদ্ধিমানের কাজ না। কফির মধ্যে যে ক্যাফারিন থাকে তা গর্ভের ভ্রূণকে নষ্ট করার ক্ষমতা রাখে। ক্যাফারিনের প্রভাবে স্বাভাবিক আকারের চেয়ে ছোট আকারের সন্তানের জন্ম হতে পারে।

মোটা শরীর

মোটা শরীর

গর্ভধারনের আগে থেকেই যে মহিলাদের শরীরে অতিরিক্ত মেদ জমে, বা মোটা হন যারা, তাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে। সমীক্ষায় দেখা গিয়ে এই অবস্থায় অধিকাংশ ক্ষেত্রেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সদ্যোজাত পৃথিবীর আলো দেখে।

English summary

7 Ways Pregnant Women Affect The Foetus

7 Ways Pregnant Women Affect The Foetus
X
Desktop Bottom Promotion