For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

গর্ভবতী অবস্থায় মদ্যপান নৈব নৈব চ!

By Swathi
|

আপনি কি গর্ভবতী? অথচ কিছুতেই ছাড়তে পারছেন না মদ্যপানের অভ্যাস? তাহলে বলে রাখা ভালো যে আপনি অজান্তেই বিপদ ডেকে আনছেন। শেষ করে দিচ্ছেন সন্তানের মানসিকভাবে বেড়ে ওঠাকে। আসলে গর্ভাবস্থায় মদ খেলে মাতৃজঠরে থাকা শিশুও প্রভাবিত হতে পারে, যা পরে বড় হলে নেশায় পরিণত হওয়ার আশঙ্কা বাড়ায়।

গবেষণায় জানা গেছে, এমন নেশা ছাড়তে না পারার পিছনে মস্তিষ্কে তৈরি হওয়া ভাং-এর সমগোত্রীয়, এন্ডোক্যানাবিনয়েড এর জন্য দায়ি থাকে।

মাতৃজঠরে থাকাকালীন শিশুর মস্তিষ্কে মদের প্রভাব পড়লে এই এন্ডোক্যানাবিনয়েড, ডোপামিন উৎপাদনকারী স্নায়ুর উপরে কাজ করা শুরু করে দেয় - হাতে খড়ি হয় নেশার প্রথম ধাপে।

prenatal alcohol exposure

ভেনট্রাল টেগমেন্টাল এরিয়া বা ভিটিএ হল আমাদের মনোযোগ, আসক্তি ইত্যাদি সংবেদনগুলির নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের বিশেষ অংশ, যা ব্রেনের মাঝখান বরাবর থাকে এবং সেখানে থাকে প্রচুর ডোপামিন উৎপাদনকারী স্নায়ু। এন্ডোক্যানাবিনয়েড এই ডোপামিন উৎপাদনকারী স্নায়ুর সংযোগস্থলগুলিকে দুর্বল করে দেয়।

বাফেলো বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক রো য্যু শেন জানিয়েছেন, "মস্তষ্কে এমন পরিবর্তন হওয়ার কারণে ডোপামিন উৎপাদনকারী স্নায়ুগুলো নানাবিধ ড্রাগের প্রতি অতিসংবেদনশীল হয়ে ওঠে এবং বাচ্চাটি পরবর্তী জীবনে সামান্য ড্রাগ বা ওষুধেই নেশাগ্রস্থ হয়ে পড়ে"।

অন্যদিকে, মাতৃজঠরে শিশুর মস্তিষ্কে মদের প্রভাবে এন্ডোক্যানাবিনয়েড-সংবেদী প্রোটিনগুলির কার্যক্ষমতা অনেকাংশে কমে যায়। ফলে এন্ডোক্যানাবিনয়েড-এর প্রভাবও কমে আসে।

'নিউরোসায়েন্স' পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রে শেন জানিয়েছেন, এমনটা হওয়ার কারণে স্নায়ুগুলি উত্তেজিত অবস্থায় থেকে যাওয়াতেই তৈরি হয় নেশাগ্রস্থ হয়ে পড়ার আশঙ্কা।

তিনি আরও বলেছেন, নেশাগ্রস্থ হওয়ার সঙ্গে এন্ডোক্যানাবিনয়েড-এর সম্পর্ক সম্পূর্ণ বুঝে উঠতে পারলে নেশার সাথে যুদ্ধ করার অস্ত্র তৈরি করা যেতে পারে। সেই সঙ্গে মাতৃজঠরে বাচ্চার মস্তিষ্কে মদের অন্যান্য আর কী কী প্রভাব পড়ে, তাও সামনে আসবে।

প্রসঙ্গত, জন্মগত নানাবিধ সমস্যা এবং স্নায়ুর বৃদ্ধিগত অস্বাভাবিকত্বের পিছনে মূল কারণ হল জন্মের পূর্বে মস্তিষ্কে মদের প্রভাব। ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিজঅর্ডার অথবা এফ এ এস ডি, শিশুর জ্ঞান আহরণ করার ক্ষমতায় বাধা সৃষ্টি করে এবং নানা আচরণ গত সমস্যার সৃষ্টি করে। একই কারণে নেশার প্রতি আসক্তি ছাড়াও নানা মানসিক অসুস্থতা, যেমন মনোযোগে ঘাটতি, বিষণ্ণতা, উদ্বেগ, লোভ দমনে অপারগতা ইত্যাদি মনোরোগের জন্ম হতে পারে।

English summary

আপনি কি গর্ভবতী? অথচ কিছুতেই ছাড়তে পারছেন না মদ্যপানের অভ্যাস? তাহলে বলে রাখা ভালো যে আপনি অজান্তেই কিন্তু বিপদ ডেকে আনছেন।

Babies' exposure to alcohol in the womb causes alteration in the brain's reward system, which then increases their risk for drug addiction later in life, according to a study. The key appears to lie with endocannibinoids -- cannabis-like chemicals that are produced by the brain itself, the research showed.
Story first published: Thursday, July 20, 2017, 17:23 [IST]
X
Desktop Bottom Promotion