For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পরখ করবেন আপনি গর্ভধারণ করেছেন কি না?

|

গর্ভবতী হওয়া মেয়েদের জীবনে এখ অন্য অনুভূতি বা বলা ভাল সবচেয়ে সুন্দর অুভূতি। গর্ভধারণ শুধু একজন মহিলাকে আনন্দ দেয় তা না তাঁর জীবনকে স্বয়ংসম্পূর্ণ করে।

গর্ভধারণ পরীক্ষার জন্য আজকাল একাধিক যন্ত্রপাতি, প্রেগন্যান্সি কিট বাজারে এসেছে। তার দামও নেহাত কম নয়। যদি আপনার কাছে সময় ও অর্থের অভাব থাকে এই ধরণের দামি মেডিক্যাল কিট কেনার জন্য তাহলে চিন্তা করবেন না, ঘরোয়া একাধিক বিশ্বস্ত পরীক্ষা পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি গর্ভবতী কি না। [(ছবি) গর্ভবতী হলে এড়িয়ে চলুন এই ১০ টি জিনিস!]

অতীতে যখন এই ধরণের আধুনিক যন্ত্রপাতি তৈরি হয়নি তখন ঘরোয়া পদ্ধতিতে মহিলারা যাচাই করতেন গর্ভধারণের পরীক্ষা। এই পরীক্ষাগুলি বিশ্বাসযোগ্য, এবং নিপুণভাবে আপনার গর্ভধারণের সত্যতা আপনার কাছে তুলে ধরবে।

আজ আমরা এমনই ৭টি ঘরোয়া গর্ভধারণ পরীক্ষা পদ্ধতির কথা আপনাদের জানাব। সেই পদ্ধতিগুলি কী কী জানতে ক্লিক করুন নিচের ছবিতে।

টুথপেস্ট

টুথপেস্ট

১ চামচ সাদা টুথপেস্টের সঙ্গে আপনার দিনের প্রথম মূত্রের ২-৩ ফোঁটা মেশান। যদি টুথপেস্টে ফেনা তৈরি হয় এবং রং নীলচে হয়ে যায় তাহলে বুঝবেন আপনি গর্ভবতী।

ব্লিচিং পাউডার

ব্লিচিং পাউডার

২ টেবিলচামচ ব্লিচিং পাউডারে আপনার দিনের প্রথম মূত্রের ২-৩ ফোঁটা মেশান। যদি ব্লিচিং পাউডার একইরকম থাকে তাহলে বুঝবেন গর্ভে সন্তান নেই। আর যদি ব্লিচিং পাউডারের মধ্যে বুদবুদ উঠতে শুরু করে তাহলে বুঝবেন আপনি গর্ভবতী।

ভিনিগার

ভিনিগার

১ টেবিল চামচ ভিনিগারে আপনার দিনের প্রথম মূত্রের ৪ ফোঁটা মেশান। যদি ভিনিগারের রং একই থাকে তাহলে বুঝবেন কিছুই হয়নি। কিন্তু যদি এই মিশ্রণের রং বদলাতে শুরু করে তাহলে বুঝবেন আপনার গর্ভধারণ পরীক্ষার ফল ইতিবাচক।

সাবান

সাবান

একটি শুকনো সাবান নিন। তাতে আপনার দিনের প্রথম মূত্রের ৩-৫ ফোঁটা ফেলুন। যেই জায়গায় মূত্র ফেলছেন সেই জায়গায় যদি ফ্যানা তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনি গর্ভবতী।

জং

জং

কোনও মহিলা গর্ভবতী কি না তা জানার এই অতি প্রাচীন পদ্ধতি। একটি টিনের পাত্রে জং ধরা তালা বা শিকল রাখুন। এবার এই পাত্রের মধ্যে আপনার দিনের প্রথন মূত্রের পুরোটাই ঢেলে দিন। ৩ ঘন্টা পরে পাত্র থেকে তালা বা শিকলটা বের করুন। যদি পাত্রের তলায় ছাপা ছাপা দাগ পড়ে যায় তার অর্থ হল গর্ভধারণ পরীক্ষা ইতিবাচক।

ওয়াইন

ওয়াইন

এক গ্লাস হোয়াইট ওয়াইনে আপনার দিনের প্রথম মূত্রের ৫-৬ ফোঁটা ফেলুন। যদি ওয়াইনের রং বদলে যায় তাহলে বুধবেন আপনার গর্ভে সন্তান এসেছে।

চিনি

চিনি

২-৩ চা চামচ চিনি নিন। এতে আপনার দিনের প্রথম মূত্রের ১-২ ফোঁটা ফেলুন। যদি চিনি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন আপনি গর্ভবতী।

English summary

Homemade Pregnancy Tests You Can Experiment At Home

Homemade Pregnancy Tests You Can Experiment At Home
Story first published: Wednesday, December 2, 2015, 12:43 [IST]
X
Desktop Bottom Promotion