For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মা হওয়ার আগে জেনে নিন, এরপর কী কী

মা হওয়ার সময় শুধু শরীর থেকে অনেকটা রক্ত এবং ফ্লুইড বেরিয়ে যায় শুধু তাই নয়, তার পাশাপাশি শরীরে আসে অনেকগুলো পরিবর্তন। সদ্য মা হওয়ার পরে কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা? জেনে নিন।

|

বাচ্চার জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের শরীরে অনেকগুলো পরিবর্তন হয়। শরীর থেকে অনেকটা রক্ত এবং ফ্লুইড বেরিয়ে যায় শুধু তাই নয়, তার পাশাপাশি শরীরে আসে অনেকগুলো পরিবর্তন। তার মধ্যে হরমোনগত, স্নায়ুগত এবং মানসিকতাগত পরিবর্তন রয়েছে। বিশেষজ্ঞরা বলেন পরবর্তী সময়ে সুস্থ ভাবে বাঁচতে, বাচ্চার যত্ন নিতে এবং বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এই সময়ে মায়েদের উচিত নিজেদের যত্ন নেওয়া। সেইজন্য বিশেষজ্ঞরা বাতলে দেন কতগুলো বিশেষ পদ্ধতি, যা মেনে চললে গর্ভাবস্থার এবং বাচ্চার জন্ম দেওয়ার সময়কার কষ্ট মায়েরা অতি দ্রুত সামলে উঠতে পারবেন।

সদ্য মা হওয়া মহিলাদের জন্য বিশেষজ্ঞদের যে যে পরামর্শ আছে, সেগুলো অনেকটা এইরকম:

১। ভিটামিনের প্রয়োজন

১। ভিটামিনের প্রয়োজন

অনেক মায়েরা মনে করেন, তাঁদের শরীরের যাবতীয় পুষ্টির দরকার ছিল, যখন তাঁরা অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময়। কিন্তু না, জন্ম দেওয়ার পরেও তাঁদের দরকার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি। বিশেষত দরকার যথেষ্ট পরিমাণে ভিটামিন। সেই সমস্ত মেয়েরা, যাঁরা বাচ্চাদের বুকের দুধ পান করান, তাঁদের ক্ষেত্রে ভিটামিনের চাহিদা বেশি। ভিটামিন ডি এবং ওমেগা ৩-এর প্রয়োজন হয় প্রচুর। তাই এই সময় নজর দেওয়া উচিত যাতে শরীরে পর্যাপ্ত পরিমাণে এই ভিটামিনগুলো উপস্থিত থাকে। যদি না থাকে, তাহলে সাপ্লিমেন্টের মাধ্যমেতা গ্রহণ করতে হবে।

২। পুষ্টির দিকে খেয়াল

২। পুষ্টির দিকে খেয়াল

যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করান, তাঁদের শরীরের অনেকটা পুষ্টি চলে যায় বাচ্চার শরীরে। তাই সেই সমস্ত মায়েদের দরকার আরও বেশি পরিমাণে পুষ্টি। তাছাড়াও জন্ম দেওয়ার সময় শরীর থেকে বেরিয়ে যায় অনেকটাই রক্ত। সেই রক্তের ঘাটতি পূরণের জন্য দরকার প্রচুর পরিমাণে খাওয়া। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার প্রতিদিন নিয়মমাফিক গ্রহণ করতে হবে।

৩। বেশি ঘুমান

৩। বেশি ঘুমান

আপনার যথেষ্ট পরিমাণে ঘুম হচ্ছে তো? বিশেষজ্ঞরা বলছেন, হবু মায়েদের ঘুম দরকার অন্য মহিলাদের তুলনায় অনেকটাই বেশি। সেটা যদি দিনের মাথায় ১৬ ঘন্টা হয় তাহলে খুব ভালো। এক এক বারে অন্ততপক্ষে তিন থেকে চার ঘণ্টা ঘুমাতে হবে তাঁদের। সব মিলিয়ে ১৫ থেকে ১৬ ঘন্টা ঘুমালে শরীরের ক্লান্তি অবসাদ এবং পুষ্টিগুণ অনেকটাই পূরণ হবে।

৪। ব্যথার প্রস্তুতি

৪। ব্যথার প্রস্তুতি

আপনার কি সিজার করে সন্তান হয়েছে? নাকি নরমাল ডেলিভারি? যদি নরমাল ডেলিভারি হয়, তাহলে আপনি নিজেও জানেন, আপনার যৌনাঙ্গের চারপাশে রীতিমতো ব্যথা এবং সেই অঞ্চলে অস্বস্তি থাকতে পারে। এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং যাতে এই অস্বস্তি এবং ব্যথা দূর করা যায়, আগে থেকে তা নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

৫। অতিথিদের একটু দূরে

৫। অতিথিদের একটু দূরে

বাচ্চার জন্মের পর থেকেই বাড়িতে অতিথিদের ভিড়? না, একদম প্রথম দিকে এই বিষয়টাকে মোটেই খুব বেশি গুরুত্ব দেবেন না। বলা ভালো অতিথিরা যদি খুব বেশি পরিমাণে আসতে চান, সেটাকে নিয়ন্ত্রণ করার দিকে লক্ষ্য দিন। বাচ্চার জন্মের প্রথম কয়েক দিনের জন্য এই ব্যবস্থা। কয়েক সপ্তাহ পর থেকে আস্তে আস্তে অতিথিদের সংখ্যা বাড়লে কোনও অসুবিধা নেই। কিন্তু প্রথম পর্যায়ে হবু মায়েরা যে পরিমাণ ক্লান্ত থাকেন, তাতে তাঁদের বিশ্রাম দরকার অনেক বেশি। তাই সেই সময় যত কম পরিমাণে অতিথি বাড়িতে আসেন, ততই ভালো।

English summary

After giving birth keep these things in mind

After becoming mother we start experiencing a whole lot of things that nobody ever said anything about. Now what?
Story first published: Friday, January 25, 2019, 11:59 [IST]
X
Desktop Bottom Promotion