For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মা স্থূল হলে পরের তিন প্রজন্মের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত নানা ঝুঁকি থাকবে

By Oneindia Bengali Digital Desk
|

মহিলারা যারা চিনি ও ফ্যাট জাতীয় খাবারে বেশি অভ্যস্ত ও স্থূলকায়, তারা সাবধান। স্বাস্থ্য সংক্রান্ত নয়া গবেষণা জানাচ্ছে, মোটা মহিলাদের সন্তানরা সঠিক ডায়েট গ্রহণ করলেও তাদের মেটাবলিজমের সমস্যা থাকবে।

ঘ্যানঘ্যানে স্ত্রী, অখুশি বিবাহিত জীবন আপনার থেকে দূরে রাখবে ডায়বেটিসকে

জানুন মাছ খাওয়াকে কেন মহৌষধী বলছেন বিশেষজ্ঞরা

গবেষণা বলছে, শুধু পরের প্রজন্ম নয়, পরপর তিনটি প্রজন্ম টাইপ টু ডায়বেটিসের সমস্যায় ভুগতে পারে। এছাড়া হৃদরোগ ও জিনগত নানা বৈষম্যের সমস্যায়ও ভুগতে হতে পারে বলে সাবধান করেছেন চিকিৎসকেরা।

মা স্থূল হলে পরের তিন প্রজন্মের শরীরে থাকবে নানা রোগ-ভোগ

মায়ের স্থূলত্বের সমস্যা ডিএনএ-র মাধ্যমে পরবর্তী প্রজন্মের শরীরে প্রবেশ করবে। এমনটাই জানিয়েছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক কেলি এইচ মলি। প্রথমে তারা ইঁদুরের উপরে গবেষণা চালান। সেখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

রোজকার কোন খাবার ডায়বেটিসের বিপদ ডেকে আনে

হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে এগুলি

প্রথমে একদল ইঁদুরকে ফ্যাট ও শর্করা জাতীয় খাবারে অভ্যস্ত করা হয়। এরপরে তাদের পরের প্রজন্ম ও এমনকী তারও পরের প্রজন্মকে সুস্থ ডায়েটে রাখা হয়। কিন্তু দেখা গিয়েছে, পরবর্তী প্রজন্মের মধ্যে নানা সমস্যা ছড়িয়ে পড়েছে।

গবেষকদের মতে, বর্তমান সময়ে বহুদিন যাবৎ আমাদের খাদ্যতালিকায় নানা বাজে খাবার জায়গা করে নিয়েছে। ফাস্ট ফুড, প্রসেসড ফুড ইত্যাদি তার মধ্যে অন্যতম। ফলে সেই কারণেই মা স্থূলকায় হলে সেক্ষেত্রে তার কুপ্রভাব পরবর্তী প্রজন্মগুলিকে ভোগ করতে হচ্ছে।

English summary

Obese mothers may put three generations at health risk

Obese mothers may put three generations at health risk
Story first published: Saturday, June 18, 2016, 15:50 [IST]
X
Desktop Bottom Promotion